মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া – উচ্চ মাধ্যমিক ভূগোল

মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া – উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023


MCQ প্রশ্নোত্তর [ মান – 1]


1. পশ্চিমবঙ্গে কত সালে আয়লা ঘূর্ণিঝড় লক্ষ করা গিয়েছিল?

(a) 2009 (b) 2008 (c) 2010 (d) 2002 সালে

ans. (a) 2009

2. 2014 সালের অক্টোবর মাসে ভারতে কোন ঘূর্ণিঝড় লক্ষ করা গিয়েছিল ?

(a) আয়লা (b) হুদহুদ (c) সুপার সাইক্লোন (d) কোনোটিই নয়

ans. (b) হুদহুদ

3. কত সালে ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছিল?

(a) 1960 (b) 1950 (c) 1954 (d) 1955 সালে

ans. (c) 1954

4. কত সালে ভারতে ওড়িশার উপকূলে সুপার সাইক্লোন হয়েছিল?

(a) 1999 সালের 29 অক্টোবর (b) 2002 সালের 4 জুলাই – (c) 2000 সালের 29 ডিসেম্বর (d) কোনোটিই নয়

ans. (a) 1999 সালের 29 অক্টোবর

5. কোন দশককে আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় নিরসন দশক হিসেবে ঘোষণা করা হয়েছে?

(a) 1980-1990 (b) 1990-2000 (c) 2000-2010 (d) কোনোটিই নয়

ans. (b) 1990-2000

6. ট্রেস ইন্টিকৈটরের মাধ্যমে কোন তথ্য জানা যায়?

(a) দুর্যোগ ও বিপর্যয় (b) সুনামি (c) ভূমিকম্প (d) সবক’টিই ঠিক

ans. (a) দুর্যোগ ও বিপর্যয়

7. বন্যা নিয়ন্ত্রণের উপায় কী?

(a) বনসৃজন, জলাধার নির্মাণ (b) জলাশয় খনন, নদীনিকাশি উন্নত করা (c) বন্যার পূর্বাভাস দেওয়া, সচেতনতা বৃদ্ধি (d) উপরের সবকটিই ঠিক

ans. (d) উপরের সবকটিই ঠিক

8. একটি জৈব দুর্যোগের উদাহরণ দাও।

(a) জনসংখ্যা বিস্ফোরণ (b) ইউট্রোফিকেশন (c) a ও b দুটোই ঠিক (d) কোনোটিই নয়

ans. (c) a ও b দুটোই ঠিক

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1]

1. বিপর্যয়ের বৈশিষ্ট্য লেখো।

ans. মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে; প্রচুর প্রাণহানি ও সম্পত্তিহানি ঘটায়; বিপর্যয় বিভিন্নভাবে উপস্থিত হয়—কখনো হঠাৎ আবার কখনো ধীরে; পরিবেশের গুণগত মান হ্রাস পায়; বিপর্যয় প্রাকৃতিক বা মানবিক উভয় কারণেই হতে পারে।

2. ভারতের বিপর্যয়প্রবণ এলাকার নাম কী?

ans. হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাতের উপকূল, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি।

3. পৃথিবীর বিপর্যয়পূর্ণ এলাকার নাম কী ?

ans.পাত সীমান্ত এলাকা, ক্যারিবিয়ান সাগর (হ্যারিকেন), চিনসাগর (টাইফুন), ভারতীয় উপমহাদেশ (সাইক্লোন), অস্ট্রেলিয়া (উইলি-উইলি) ব-দ্বীপ সন্নিহিত অঞল (ভারত, বাংলাদেশ), উম্ন মরু অঞ্চল (উত্তর-পশিচম ভারত, পাকিস্তান) উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আমেরিকার আটাকাম মরুভূমি ইত্যাদি। (?)

4. সুনামি কী ?

ans.সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে সমুদ্রের উপরের জলরাশি বিশালাকৃতির জলোচ্ছাসের রূপ ধারণ করে উপকূলের উপরে আছড়ে পড়ে একে জাপানি ভাষায় সুনামি বলে।

5. অগ্ন্যুৎপাত কাকে বলে?

ans. ভূঅভ্যন্তরে প্রচণ্ড তাপ, চাপ ও তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে ভূত্বকের কোনো। দুর্বল স্থান দিয়ে প্রচণ্ড বেগে যে গলিত উত্তপ্ত তরল পদার্থ বের হয়, তাকে অগ্ন্যুৎপাত বলে।

6. ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ?

ans. জাপানকে



7. ভূমিধস কী?

ans.পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শিলাচূর্ণ, মৃত্তিকা, পাথরের খণ্ড হঠাৎ নেমে আসাকে বলা হয় ভূমিধস।

8. খরা কী ?

ans.ওই সাধারণত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 75% কম বৃষ্টি হলে, তাকে খরা বলা হয়।

9. বন্যা কী ?

ans. বর্ষার জল, হিমবাহ গলিত জল নদীতে এসে মিশলে নদীর জল দুই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে জলমগ্ন করে তোলে, তখন তাকে বলা হয় বন্যা।

10. ঘূর্ণিঝড় বা সাইক্লোন কী ?

ans. কোনো স্থানে বায়ুর চাপ হঠাৎ হ্রাস পেয়ে নিম্নচাপের সৃষ্টি হলে প্রবল বেগে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ঘূর্ণির মতো বায়ুর ধেয়ে আসাকে বলা হয় সাইক্লোন।

11. হড়পা বান কী?

ans. উচ্চ অববাহিকায় অল্প সময়ে হঠাৎ অত্যন্ত তীব্র গতিতে নদীখাতের মধ্য দিয়ে জল প্রবাহিত হলে নদীর দুই কূল অত্যন্ত জলমগ্ন হয়ে পড়ে, একে হড়পা বান বলে।

12. সব দুর্যোগ বিপর্যয় নয় কেন?

ans. বিপর্যয় হলো দুর্যোগের ফল। দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাবলি। সুতরাং দুর্যোগ সবসময় বিপর্যয়ে নাও হতে পারে। কিন্তু বিপর্যয় আসে দুর্যোগের হাত ধরেই। তাই সব দুর্যোগ বিপর্যয় নয়।

বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্নোত্তর [ মান – 7 ]

1. প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। উদাহরণ সহ দুর্যোগের শ্রেণিবিভাগ করো।

2. সুনামি কী ? প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় নিয়ন্ত্রণের উপায় ও ব্যবস্থাপনাগুলি সংক্ষেপে লেখো।