আরোহী পদ্ধতি (Inductive method) এবং অবরোহী (Deductive Method )

Primary TET Exam : আরোহী পদ্ধতি (Inductive method) এবং অবরোহী (Deductive Method )

অবরোহী পদ্ধতি (Deductive Method):

অবরোহী পদ্ধতিতে সাধারণ সত্যকে ভিত্তি করে বিশেষ ক্ষেত্রের সত্যতা প্রমাণ করা হয়। কোনো একটি পূর্ব নির্ধারিত সূত্রের সাহায্য নিয়ে সমজাতীয় সমস্যার সমাধান করতে হলে অবরোহী পদ্ধতি অবলম্বন করতে হয়। এখানে বিমূর্ত (Abstract) বস্তু থেকে মূর্ত (Concrete) চিন্তাধারার দিকে পৌঁছোনো
যায়।
“The learner proceeds from general to particular, abstract to concrete, formula to examples.”

অবরোহী পদ্ধতির সুবিধা

1. পদ্ধতিটি যুক্তিসম্মত এবং সংক্ষিপ্ত।
2. অভ্যাসের জন্য পদ্ধতিটি খুবই কার্যকরী।
3. অবরোহী পদ্ধতি সত্যই শিক্ষার্থীর জন্য।
4. এতে সময় কম লাগে।

অবরোহী পদ্ধতির অসুবিধা

1. মস্তিষ্কের উপর চাপ কম পড়ে।
2. যুক্তির চেয়ে স্মৃতির গুরুত্ব বেশি বলে কোনো একটি ধাপ ভুলে গেলে সমাধান করা কঠিন হয়।
3. সক্রিয়তার মাধ্যমে শিক্ষালাভ করতে পারে না।
4. শিক্ষার্থীর চিন্তন, বিচারকরণ এবং আবিষ্কার করার বিকাশ ঘটে না।

আরোহী পদ্ধতি (Inductive method) বা উদাহরণ বিশ্লেষণ পদ্ধতি:


বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে। আরোহমূলক তর্কবিজ্ঞানের
(inductive logic) মূলনীতির উপর ভিত্তি করে এই আরোহী পদ্ধতি পরিকল্পিত হয়েছে। এটি অবরোহী পদ্ধতির বিপরীত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে উদাহরণগুলি বিশ্লেষণ করে শেষে সিদ্ধান্তে যাওয়া হয়।

কতকগুলি বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে আরোহী পদ্ধতি বলে।
আরোহী পদ্ধতির সাহায্যে যখন কোনো সর্বজনীন সত্য কিংবা সাধারণ সূত্র নির্ণয় করা হয় তখন তার সত্যতা যাচাই করা হয়। আবার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশেষ সিদ্ধান্তে আসাও এই পদ্ধতির অন্তর্গত।
“It leads from concrete to abstract particular to general and from example to general rule.”
গণিতে আরোহী পদ্ধতির প্রয়োগ অসংখ্য। এর মাধ্যমে গণিতে সিদ্ধান্ত, সূত্র প্রতিষ্ঠা হয়।

আরোহী পদ্ধতির সুবিধা:


1.পদ্ধতিটি মনোবিজ্ঞান সম্মত।
2. এই পদ্ধতিতে মুখস্থকরণ ও গৃহকাজের বিশেষ চাপ থাকে না।
3. ছাত্ররা আবিষ্কারকের ভূমিকা গ্রহণ করতে পারে বলে যথেষ্ট সক্রিয় হয়। 4. এই পদ্ধতির দ্বারা শিক্ষার্থীর মানসিক ক্ষমতার উন্নতি ঘটে।
5. এই পদ্ধতি পর্যবেক্ষণ, চিন্তন এবং পরীক্ষণের উপর প্রতিষ্ঠিত।

আরোহী পদ্ধতির অসুবিধা

1. পদ্ধতিটি দীর্ঘ ও ক্লান্তিকর।
2. উঁচু শ্রেণিতে এই পদ্ধতি কার্যকর হয় না।