SET NUMBER — ➊
সমস্যা-সামাধান পদ্ধতি গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল কারণ এটি—
(a) সক্রিয়তাভিত্তিক রীতি
(b) মূল্য বিচার করে
(c) অনুশীলনে সাহায্যকারী
(d) সমস্যা সমাধানের ক্ষেত্রে ছোটো
ছোটো সমাধানসূত্র ব্যবহার করা যায়।
গণিতে দুর্বলতা নির্ণায়ক অভীক্ষার উদ্দেশ্য হল—
(a) অগ্রগতির রিপোর্ট পূরণ করা
(b) সমাপ্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা করা
(c) শিশুদের বোঝার ক্ষেত্রে ফাঁক কোথায় আছে তা জানা
(d) অভিভাবকদের ফিড্ব্যাক দেওয়া

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছে অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না—
(a) একক, দশক ইত্যাদি স্থানগুলির যথার্থ বুঝতে
(b) ভুল ছাড়া সংখ্যা পড়তে
(c) কথায় লেখা থেকে অঙ্কে লেখা
(d) গণনায় শুদ্ধতা আনতে
অবয়ব চিহ্নিতকরণ ও সম্পূর্ণকরণ হল প্রাথমিক স্তরের গণিতের পাঠক্রমের
ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইহা—
(a) শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সৌন্দর্যমূলক গুণাবলির বিকাশ ঘটায়
(b) শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত করতে
(c) ‘সুদকু’ জাতীয় সমস্যা সমাধানে সাহায্য করে
(d) শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল মনোভাব এবং সংখ্যা ও বিভিন্ন অপারেশনের ধর্ম বুঝতে সাহায্য করে।
টাকার যোগের দক্ষতাকে কার্যকরী করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল হল—
(a) মডেলের ব্যবহার
(b) নাটকাভিনয়
(c) বিভিন্ন ধরনের সমস্যা সমাধান
(d) Information Communication Technology ব্যবহার
একটি শ্রেণিতে কোনো শিক্ষক দশক ও এককের মান বোঝাতে গিয়ে বললেন
আমি দশকের স্থানে ৪ এবং এককের স্থানে 4-এর চেয়ে কম এইভাবে পাঠদানের উদ্দেশ্য হল –
(a) শ্রেণিতে কৌতুক করা ও একঘেয়েমি দূর করা
(b) দশকের ও এককের সম্বন্ধে সঠিক ধারণা দিতে উৎসাহিত করা
(c) সামগ্রিক মূল্যায়ন করা
(d) দশকের ও এককের স্থান সম্বন্ধে ধারণা দেওয়া

তৃতীয় শ্রেণির ছাত্রদের সংখ্যা সিস্টেম শেখানোর উদ্দেশ্য হল শিক্ষার্থী—
(a) একক, দশক, শতক ইত্যাদির তাৎপর্য জানানো
(b) চার অঙ্ক যুক্ত সংখ্যায় যোগ ও বিয়োগের দক্ষতা বাড়ানো
(c) বড়ো সংখ্যাকে পড়ার দক্ষতা বাড়ানো
(d) ছয় অঙ্ক যুক্ত সংখ্যা গণনায় সাহায্য করা

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের দৈর্ঘ্যের একক বোঝাতে নিম্নোক্ত উপকরণগুলির কোন্টি ব্যবহার করলে উপযুক্ত হবে—
(a) সেন্টিমিটার রুলার ও পরিমাপক ফিতে
(b) বিভিন্ন দৈর্ঘ্যের ও বিভিন্ন এককের রুলার, বিভিন্ন একক, বিভিন্ন দৈর্ঘ্যের রড ইত্যাদি।
(c) পরিমাপক ফিতা একদিকে সেমি একক ও অন্যদিকে মিটার একক থাকবে।
(d) বিভিন্ন এককের সম্বন্ধযুক্ত চার্ট


















You must be logged in to post a comment.