Some Important Sections of Indian Penal Code

ভারতীয় দন্ডবিধির কিছু গুরুত্বপূর্ণ ধারা ( Some Important Sections of Indian Penal Code)

নীচে ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির (Indian Penal Code) কিছু ধারা সংক্ষেপে দেওয়া হল।

৯৬ ধারা আত্মরক্ষার করতে গিয়ে করা কাজ|

৯৭ ধারা শরীর ও সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার|

৯৮ ধারা যে কাজ অপরাধ বলে বিবেচিত হয় না তার বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা চলে|

৯৯ ধারা যে কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না|

১০০ ধারা শরীরের ওপর হামলার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায়|

১০১ ধারা কখন শরীরের উপর হামলার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে মৃত্যু ঘটানো ছাড়া অপর কোন হানি ঘটানো যায়|

১০২ ধারা শরীরের উপর হামলার ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার জন্মায় এবং তা কতক্ষণ বহাল থাকে|

১০৩ ধারা সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়|

১০৪ ধারা কখন ঐরূপ অধিকারে মৃত্যু ছাড়া অন্য যেকোনো হানি ঘটানো যায়|

১০৫ ধারা সম্পত্তির উপর আক্রমণের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন শুরু হয় এবং তা কতক্ষণ বর্তমান থাকে|

১০৬ ধারা মারাত্মক হামলার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার|

১২০ ক ধারা অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা|

১২০ খ ধারা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তি

১৪১ ধারা বে-আইনী জনসমাবেশ| ১৪২ ধারা বে-আইনী জনতার সদস্য কাকে বলা হবে|

১৪৩ ধারা দণ্ড

১৪৪ ধারা মারাত্মক অস্ত্রশস্ত্র সহ বে-আইনী জনতায় যোগদান|

১৪৫ ধারা কোনও বেআইনী জনতাকে ছত্রভঙ্গ হবার হুকুম দেওয়া হয়েছে – এটা জেনেও ঐ বে-আইনী জনতায় যোগদান করা বা করে চলা|

১৪৬ ধারা দাঙ্গা–হাঙ্গামা

১৪৭ ধারা দাঙ্গা–হাঙ্গামার দণ্ড|

১৪৮ ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গাহাঙ্গামা করা|

১৪৯ ধারা বে-আইনী জনতার প্রত্যেক সদস্য বে-আইনী জনতার যে সাধারণ লক্ষ্য ছিল, সেই লক্ষ্য সাধিত হলে – তারজন্যে অপরাধী হবে|

১৫০ ধারা বে-আইনী জনতায় যোগ দেবার জন্য ব্যক্তি ভাড়া করা|

১৫৩ ধারা দাঙ্গাহাঙ্গামা ঘটানোর উদ্দেশ্যে বেখেয়ালী ইন্ধন যোগানো|

১৯১ ধারা অসত্য সাক্ষ্য দেওয়া|

১৯২ ধারা অসত্য সাক্ষ্য সাজানো|

১৯৩ ধারা অসত্য সাক্ষ্য দেবার দণ্ড|

১৯৪ ধারা কাউকে মৃত্যুদণ্ড-যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করিয়ে দেবার উদ্দেশ্যে অসত্য সাক্ষ্য দিলে বা অসত্য সাক্ষ্য সাজালে|

১৯৫ ধারা কাউকে যাবজ্জীবন কারাদণ্ড-যোগ্য অপরাধে বা সাত বা ততোধিক বছরের কারাদণ্ড-যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করিয়ে দেবার উদ্দেশ্যে অসত্য সাক্ষ্য দিলে বা অসত্য সাক্ষ্য সাজালে|

১৯৬ ধারা যে সাক্ষ্যপ্রমাণ অসত্য বলে জানা আছে সেই সাক্ষ্যপ্রমাণ ব্যবহার করলে|

১৯৭ ধারা অসত্য সার্টিফিকেট দিলে বা স্বাক্ষর করলে|

১৯৮ ধারা কোন সার্টিফিকেট অসত্য এটা জেনেও তা সত্য বলে চালালে|

১৯৯ ধারা সাক্ষ্যপ্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কোন ঘোষণাপত্রে অসত্য বিবৃত দিলে|

২০০ ধারা ঐরূপ ঘোষণাপত্র অসত্য জেনেও তা সত্য বলে চালাবার চেষ্টা করলে|

২০১ ধারা অপরাধীকে আইনের দণ্ড থেকে রক্ষা করতে অপরাধের সাক্ষ্যপ্রমাণ লোপাট করলে বা অসত্য সংবাদ দিলে|

২৯৯ ধারা অপরাধজনক নরহত্যা (Culpable homicide)

৩০০ ধারা খুন (Murder)

৩০১ ধারা যার মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল, তার মৃত্যু না ঘটে অন্য কারোর মৃত্যু ঘটলেও সেটা অপরাধজনক নরহত্যা হবে|

৩০২ ধারা খুনের জন্য দণ্ড|

৩০৩ ধারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কেউ খুন করলে|

৩০৪ ধারা খুন নয় এমন অপরাধজনক নরহত্যার জন্য দণ্ড|

৩০৫ ধারা শিশু বা মানসিক বিকারগ্রস্থ লোককে আত্মহত্যা করতে প্ররোচনা দিলে|

৩০৬ ধারা আত্মহত্যা করতে প্ররোচনা দিলে|

৩১২ ধারা গর্ভপাত ঘটানো|

৩১৩ ধারা নারীর সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানো|

৩১৪ ধারা গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু|

৩১৫ ধারা জীবন্ত অবস্থায় সন্তান যেন না জন্মায় তার চেষ্টা অথবা জন্মের পরে তার মৃত্যু ঘটানো|

৩১৬ ধারা পরিণত-গর্ভা নারীর(quick with child) গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো যা নরহত্যার পর্যায়ে (culpable homicide) পড়ে|

৩১৭ ধারা বাবা-মা বা অভিভাবকের বারো বছরের কমবয়সী বাচ্চাকে বিপদের মুখে ফেলে দেওয়া এবং পরিত্যাগ করা|

৩১৮ ধারা মৃতদেহ সরিয়ে ফেলে জন্মের খবর গোপন করা|

৩১৯ ধারা আহত করা|

৩২০ ধারা গুরুতর আহত করা|

৩২৭ ধারা শোষণ বা বেআইনী কাজ করানোর জন্য ইচ্ছাকৃত ভাবে আহত করা|

৩২৯ ধারা শোষণ করা বা বেআইনী কাজ জন্য ইচ্ছাকৃত ভাবে গুরুতর আহত করা|

৩৩৯ ধারা অন্যায়ভাবে গতিবিধি নিয়ন্ত্রণ|

৩৪০ ধারা অন্যায়ভাবে আটক|

৩৫০ ধারা অপরাধমূলক বলপ্রয়োগ|

৩৫১ ধারা হামলা (Assault)|

৩৫৪ ধারা নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ|

৩৬১ ধারা অভিভাবকদের কাছ থেকে অপ্রাপ্তবয়স্ককে হরণ (kidnap)|

৩৬২ ধারা অপহরণ (Abduction) ৩৬৫ ধারা কাউকে গোপনে এবং অন্যায়ভাবে আটকে রাখতে হরণ বা অপহরণ|

৩৬৬ ধারা হরণ অপহরণ অথবা প্ররোচিত করে নারীকে বিবাহে বাধ্যকরা, ইত্যাদি|

৩৬৬ ক ধারা অপ্রাপ্তবয়স্ক নারী সংগ্রহ|

৩৬৬ খ ধারা বিদেশ থেকে নারী আমদানী|

৩৭২ ধারা যৌনব্যবসার জন্য অপ্রাপ্তবয়স্কদের বিক্রি করা, ইত্যাদি|

৩৭৩ ধারা যৌন ব্যবসায়ে ব্যবহারের জন্য অপ্রাপ্তবয়ষ্কদের কেনা, ইত্যাদি|

৩৭৫ ধারা ধর্ষণ

৩৭৬ ধারা ধর্ষণের শাস্তি|

৩৭৭ ধারা অস্বাভাবিক অপরাধ|

৪৯৯ ধারা মানহানি|

৫০৫ ধারা অপরাধমূলক হুমকি|

৫০৬ ধারা অপরাধমূলক হুমকির শাস্তি|