পশ্চিমবঙ্গ প্রাইমারী ইন্টারভিউ পরীক্ষার জন্য আপনার করনীয় কিছু কর্তব্য | ডকুমেন্টস লিস্ট

WB Primary Tet Interview Process And Documents List

পশ্চিমবঙ্গ প্রাইমারি TET পরীক্ষার ইন্টারভিউ পদ্ধতি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি ইন্টারভিউ-এ সাধারণত ‌জিজ্ঞাসা করা হয়ে থাকে – সেগুলি নিয়ে আজকের এই পোষ্ট।

যে-দিন আপনার ইন্টারভিউ থাকবে, সেই দিনেই ইন্টারভিউয়ের আগে আপনার সমস্ত অ্যাকাডেমিক কাগজপত্র যাচাই করা হবে। সমস্ত ডকুমেন্টস অরিজিনালের সাথে মিলিয়ে দেখা হবে। অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় আপনি যেসব তথ্য দিয়েছিলেন, সেইগুলিও যাচাই করা হবে।

তাই যেদিন আপনার ইন্টারভিউ থাকবে, সেদিন আপনার সমস্ত ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে।

Documents List :

West Bengal Primary Tet Interview Questions:

সাধারনত বেশিরভাগ প্রার্থীকে ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে।

★ Tell Something about Yourself. সাধারণত সব ধরনের ইন্টারভিউ এই প্রশ্নটিই করা হয়ে থাকে। ‘নিজের সম্পর্কে কিছু বলুন’। এই প্রশ্নের উত্তরে প্রার্থী, তার নিজের নাম, এলাকার নাম, থানা ও জেলার নাম বলতে পারে। এছাড়াও নিজের প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং D.El.Ed ট্রেনিংয়ের উল্লেখ করতে পারে (অবশ্যই পাস করার সাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ)।

★ আপনার এলাকায়/থানায় কি কি দর্শনীয় স্থান আছে এবং কোন মনীষীর নাম সেই এলাকার সাথে যুক্ত কিনা, তা জিজ্ঞাসা করা হয়ে থাকে। সুতরাং ইন্টারভিউ যাওয়ার আগে আপনার নিজের এলাকা এবং জেলা সম্পর্কে কিছুটা জেনে যাওয়া ভালো।

★ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প যেমন – শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী ইত্যাদি সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন কত সালে শুরু হয়েছিল, কারা এই সুবিধা পায় ইত্যাদি। এছাড়াও সর্ব শিক্ষা মিশন থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

★ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে কি কি পাঠ্যবই আছে এবং সেগুলির নাম ভালো করে জেনে রাখতে হবে।

★ এছাড়াও মিড-ডে-মিল প্রকল্প থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন প্রতি শিক্ষার্থীর মাথাপিছু কত গ্রাম করে চাল, ডাল, টাকা ইত্যাদি ধার্য করা হয়ে থাকে।

★ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি কিভাবে তাদের প্রদান করবেন। অনেক সময় ইন্টারভিউ বোর্ডের সামনে ক্লাস করে দেখাতে হয়।

★ TLM এর সম্পূর্ণ কথা এবং আপনি পড়ানোর সময় কি কি TLM ব্যবহার করবেন। পড়াশোনায় পিছিয়ে পড়া একটি শিক্ষার্থীকে আপনি কিভাবে শেখাবেন।

★ আপনার বিদ্যালয় যদি কোন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তাহলে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পড়াশোনা ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। ★ এছাড়াও শিশু মনস্তত্ত্ব দেখে বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত ধারণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল মনে রাখতে হবে।

★ বর্তমানে করোনা পরিস্থিতিতে, কয়েক মাস বিদ্যালয় বন্ধ আছে। তাই আপনি কিভাবে আপনার শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা দান করবেন। যেখানে অনলাইনে শিক্ষাদান সম্ভব নয় সেখানে আপনি কি করতে পারেন।

★ আপনি কেন একজন প্রাথমিক শিক্ষক হতে চান?

★এছাড়াও বেশকিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য – খেলাধুলা সম্পর্কিত, ‌ আন্তর্জাতিক ইত্যাদি ইন্টারভিউ-এ জিজ্ঞাসা করা হয়ে থাকে।

Dress Code for Primary TET Interview

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট ড্রেস এর নিয়ম নেই। তবুও নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন :

★ ফর্মাল ফুল হাতা জামা এবং ফর্মাল প্যান্ট পরতে চেষ্টা করুন। কোন ধরনের t-shirt বা জিন্স পড়বেন না।
★মহিলাদের ক্ষেত্রে, শাড়ি অথবা চুড়িদার পরায় শ্রেয়।
★জামা অথবা শাড়ি/চুড়িদারের রং যেন হালকা হয়। ★কোন প্রকার উগ্র ও গাঢ় রঙের জামা কাপড় পড়বেন না।
★ছেলেরা জামার সাথে ম্যাচ করে কালো অথবা অন্য রঙের ফরমাল প্যান্ট পরতে পারেন।
★চেষ্টা করবেন ফর্মাল বুট/শু পরার।
★হাতে অবশ্যই রিস্ট ওয়াচ পড়বেন।
★ইন্টারভিউয়ের সময় অবশ্যই মাস্ক পড়ে থাকবেন।
★ইন্টারভিউ-এ ঢোকার সময় শোয়েটার বা জ্যাকেট না পরে যাওয় ভালো।
★কোনরকম সানগ্লাস বা টুপি ইন্টারভিউয়ের সময় পরবেন না।