মানিকচক যুবকদের আদর্শ : ইমরান হাসান

The role model of youth: Imran Hassan

যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত দেশ গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে তরুণদের ভূমিকা অপরিসীম। এটা সর্বজন বিধিত যে, কেবল তরুণরাই পারবে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণ করতে।

মায়ের আঁচলে লুকিয়ে নয়, বোনের স্নেহের ডোরে বাঁধা পড়ে নয়, বাবার শক্ত চাহনিতে ঘরের আড়ালে লুকিয়ে নয়, বরং এসব কিছুর উর্দ্ধে উঠে সমাজের , মানবতার এবং জাতির কল্যানে সর্বদা নিয়োজিত হয়ে আছে এমন এক আদর্শ যুবক হলেন মানিকচকের ইমরান হাসান |

সমাজের যেকোনো কাজে সবসময় মানুষের সাথে থাকার চেষ্টা করে যাচ্ছেন ইমরান হাসান |

পৃথিবীর যে কোন আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি হচ্ছে তরুণ সম্প্রদায়। যুবকগন তাদের সাহসী আচরণ দিয়ে সমাজ পরিবর্তন করতে পারে। এই গুরুত্বপূর্ণ কাজটি আমাদের ইমরান হাসান খুবই নিখুঁত ভাবে করে চলেছেন |

সমাজের যেকোনো কর্মসূচী , অনুষ্ঠান, সামাজিক উৎসব সমস্ত ক্ষেত্রেই তার সুযোগ্য নেতৃত্ব মানিকচক ব্লক যুবক তথা সমস্ত স্তরের মানুষদের কাছে প্রশংসিত হয়ে চলেছে ৷

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত মানিকচক হাসপাতালের BMOH এবং ইমরান হাসান
চিত্র : আগুনে ভস্মীভূত পরিবারের সাথে ইমরান হাসান |

সমাজকে পরিশীলিত করতে চাইলে, এগিয়ে নিতে হলে, চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে হলে, উন্নয়নের পথে হাঁটতে চাইলে, অচলায়তন ভাঙ্গতে গেলে, জাতিকে স্বপ্ন দেখাতে চাইলে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রয়োজনে যুবকদের কাজে লাগাতে হবে। এর জন্য আদর্শ হলেন – আমাদের সকলের প্রিয় ইমরান হাসান |