জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন|মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন |Madhyamik Life Science Suggestion

1. DNA-এর সম্পূর্ণ নাম লেখাে।
উত্তর : DNA-এর সম্পূর্ণ নাম হল ডি-অক্সিরাইবাে নিউক্লিক অ্যাসিড।

2. কোন্ বিজ্ঞানী ‘জিন’ নামকরণ করেন ?
উত্তর : বিজ্ঞানী জোহানসেন ‘জিন’ নামকরণ করেন।

3. উদ্ভিদের সস্য নিউক্লিয়াসে কয়টি ক্রোমােজোম সেট থাকে?
উত্তর : তিনটি (ট্রিপ্লয়েড, 3n) ক্রোমােজোম সেট উদ্ভিদের সস্য নিউক্লিয়াসে থাকে।

4. মানুষের দেহে অটোজোমের সংখ্যা কটি ?
উত্তর : মানুষের দেহে অটোজোমের সংখ্যা হল 22 জোড়া (44টি)।

5. মানুষের সেক্স ক্রোমােজোমের সংখ্যা কত?
উত্তর : মানুষের সেক্স ক্রোমােজামের সংখ্যা হল 2টি।

6. কোন্ প্রকার কোশ বিভাজনে ‘বেম’ বা
‘স্পিন্ডল’ গঠিত হয় না?
উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম’ বা ‘স্পিন্ডল’ গঠিত হয় না।

7. প্রাণীকোশের বিভাজন মাকুর মেরু সৃষ্টিতে কোন্ কোশ অঙ্গাণু অংশগ্রহণ করে?
উত্তর : প্রাণীকোষের বিভাজন মাকুর সৃষ্টিতে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে।

৪. মাইটোসিসের কোন্ দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয় ?
উত্তর : মাইটোসিসের প্রফেজ দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়।

9. মিয়ােসিস কোষ বিভাজনে নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে কী বলে?
উত্তর : মিয়ােসিস কোশ বিভাজনে নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড্যাংশের বিনিময়কে
ক্রসিং ওভার বলে।

10. একই ক্রোমােজোমের দুটি ক্রোমাটিডকে কী বলে?
উত্তর : সিস্টার ক্রোমাটিড বলে।

11. কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোমগুলি কোশের কোন্ অঞ্চলে সজ্জিত থাকে?
উত্তর : কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোমগুলি কোশের বিষুব অঞ্চলে সজ্জিত
থাকে।

12. কোশ বিভাজনের কোন জাতীয় বিভাজনের সময় ‘সেলপ্লেট’ বা ‘কোশপাত’ গঠিত হয়?
উত্তর : কোশ বিভাজনের সাইটোকাইনেসিসের সময় ‘সেলপ্লেট’ বা ‘কোশপাত’ গঠিত হয়।

13. কোন প্রকার জননে জীবের প্রকরণ ঘটার সম্ভাবনা থাকে?
উত্তর : যৌন জননে জীবের প্রকরণ ঘটার সম্ভাবনা থাকে।

14. অ্যামিবার জনন পদ্ধতির নাম লেখাে।
উত্তর : অ্যামিবার জনন পদ্ধতির নাম হল দ্বিবিভাজন।

15. পাথরকুচির পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মাননা কী ধরনের জনন?
উত্তর : পাথরকুচির পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানাে অঙ্গজ জনন।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

16. গ্রাফটিং নির্বাচিত উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ শাখাকে কী বলে?
উত্তর : গ্রাফটিং নির্বাচিত উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ শাখাকে সিয়ন বলে।

17. গ্রাফটিং নির্বাচিত রােগমুক্ত মূলসহ উদ্ভিদকে কী বলে?
উত্তর : গ্রাফটিং নির্বাচিত রােগমুক্ত মূলসহ উদ্ভিদকে স্টক বলে।

18. গ্রাফটিং করা হয় এমন দুটি উদ্ভিদের নাম লেখাে।
উত্তর : গ্রাফটিং করা হয় এমন দুটি উদ্ভিদের নাম হল আম ও লেবু।

19. দুটি বিষম আকৃতি ও আয়তনের গ্যামেটের মিলনকে কী বলে?
উত্তর : দুটি বিষম আকৃতির ও আয়তনের গ্যামেটের মিলনকে উগ্যামি বলে।

20. হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলে?
উত্তর : হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।

21. সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম হল মস ও ফার্ন।

22. একটি যুক্তবৃতি ফুলের নাম লেখাে।
উত্তর : একটি যুক্তবৃতি ফুলের নাম হল ধুতুরা ফুল।

23. জবাফুলে গর্ভমুণ্ডের সংখ্যা কয়টি ?
উত্তর : জবা ফুলে গর্ভমুণ্ডের সংখ্যা হল পাঁচটি।

24. বদ্ধ ফুলে পরাগযােগকে কী বলে?
উত্তর : অনুন্মীলন বা ক্লিস্টোগ্যামি বলে।

25. একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগমিলনকে কী বলে ?
উত্তর : একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগমিলনকে গেইটোনােগ্যামি বলে।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

26. বেশির ভাগ একলিঙ্গ ফুলে কোন্ ধরনের পরাগযােগ ঘটে ?
উত্তর : বেশির ভাগ একলিঙ্গ ফুলে ইতর পরাগযােগ বা অ্যালােগ্যামি বা জেনােগ্যামি ঘটে।

27. পরাগযােগের দুটি সজীব বাহকের নাম লেখাে।
উত্তর : পরাগযােগের দুটি সজীব বাহকের নাম হল প্রজাপতি ও পাখি।

28. কোন্ প্রাণী রাত্রিবেলা পরাগযােগ ঘটায়?
উত্তর : বাদুড় ও মথ রাত্রিবেলা পরাগযােগ ঘটায়।

29. কোন্ পদ্ধতিতে জীবদেহে কোশের সংখ্যা বৃদ্ধি ঘটে?
উত্তর : মাইটোসিস পদ্ধতিতে জীবদেহে কোশের সংখ্যা বৃদ্ধি ঘটে।

30. বহুকোশী জীবের একটিমাত্র কোশযুক্ত অবস্থাকে কী বলে?
উত্তর : বহুকোশী জীবের একটিমাত্র কোশযুক্ত অবস্থাকে জাইগােট বলে।

31. জীবের জীবনকালে সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধির কালকে কী বলে?
উত্তর : জীবের জীবনকালে সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধির কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

32. মানুষের বৃদ্ধির সর্বশেষ দশাটি কী?
উত্তর : মানুষের বৃদ্ধির সর্বশেষ দশাটি হল বার্ধক্য।

33. বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম লেখাে।
উত্তর : বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম হল হরমােন ও উৎসেচক।

34. কোন্ জাতীয় কোশ-বিভাজনে দেহকোশের সংখ্যা বৃদ্ধি ঘটে?
উত্তর : মাইটোসিস কোশ বিভাজনে।

35. মানুষের জননকোশে ক্রোমােজোম সংখ্যা কত?
উত্তর : মানুষের জননকোশের ক্রোমােজোম সংখ্যা 23টি।

36. মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?
উত্তর : মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা 22।

37. ইন্টারফেজ কাকে বলে?
উত্তর : একটি কোশ বিভাজনের টেলােফেজ দশা ও পরবর্তী বিভাজনের প্রফেজ দশার মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ দশা বলে।

38. কোন প্রকার কোশ বিভাজনে ক্রসিংওভার দেখা যায় ?
উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনে ক্রসিংওভার দেখা যায়।

39. মানুষের দেহকোশে কী কী প্রকারের যৌন ক্রোমােজোম দেখা যায় ?
উত্তর : মানুষের দেহকোশে দুই প্রকারের যৌন ক্রোমােজোম দেখা যায়। এগুলি হল—x এবং Y।

40. কোন্ দশায় DNA অণু সংশ্লেষ হয় ?
উত্তর : ইন্টারফেজের S দশায় DNA অনু সংশ্লেষ হয়।

41. কোন্ দশায় RNA সংশ্লেষ ঘটে?
উত্তর : G1 ও G2 দশায় RNA সংশ্লেষ ঘটে।

42. কোশচক্রের কোন্ দশায় DNA সংশ্লেষ হয় ?
উত্তর : কোশচক্রের ইন্টারফেজের S-দশায় DNA অনুসংশ্লেষ হয়।

43. উদ্ভিদকোশের বেম তন্তু গঠনে সাহায্য করে কোন্ কোশ অঙ্গাণু?
উত্তর : উদ্ভিদকোশের বেমত গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউল।

44. কোরক কাকে বলে?
উত্তর : কিছু নিম্ন শ্রেণির এককোশী উদ্ভিদের মাতৃকোশে এক বা একাধিক স্ফীত উপবৃদ্ধি
তৈরি হয়। এদের কোরক বলে।

45. m-RNA এর পুরাে নাম কী ?
উত্তর : মেসেঞ্জার রাইবােনিউক্লিক অ্যাসিড।

46. জলপরাগী ফুল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : পরাগরেণু জল দ্বারা বাহিত হয়ে গর্ভমুণ্ডে পরাগযােগ ঘটায়, একে জলপরাগী ফুল
বলে। যেমন—পাতাঝাঝি।

47. ক্রোমােজোমের কার্যগত একক কাকে বলে?
উত্তর : জিনকে ক্রোমােজোমের কার্যগত একক বলে।

48. কোশের মস্তিষ্ক বলতে কাকে বােঝায়?
উত্তর : কোশের মস্তিষ্ক বলতে নিউক্লিয়াসকে বােঝায়।

49. বিকাশ কী ধরনের পরিবর্তন?
উত্তর : বিকাশ হল পরিমানগত ও গুণগত পরিবর্তন।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

50. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?
উত্তর : স্নায়ুকোশের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় প্রকৃতির হওয়ায় স্নায়ুকোশ বিভাজিত হয় না।

51. একটি ট্রিপ্লয়েড কোশের উদাহরণ দাও।
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদের সস্য নিউক্লিয়াস (3n)।

52. কোন্ দশায় ক্রোমােজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে?
উত্তর : অ্যানাফেজ দশায় ক্রোমােজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে।

53. পুনরুৎপাদনের মাধ্যমে কোন্ কোন্ প্রাণীর জনন সম্পন্ন হয়?
উত্তর : হাইড্রা, প্ল্যানেরিয়া ইত্যাদি প্রাণীর পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয়।

54. অ্যামিবা কোন পদ্ধতিতে বংশবিস্তার সম্পন্ন করে?
উত্তর : দ্বিবিভাজন পদ্ধতিতে অ্যামিবা বংশবিস্তার সম্পন্ন করে।

55. কোন্ কোন্ প্রাণী অযৌন জননপদ্ধতিতে বংশবিস্তার করে?
উত্তর : ফিতাকৃমি, হাইড্রা ইত্যাদি প্রাণী অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার সম্পন্ন করে।

56. কনজুগেশন পদ্ধতিতে কোন্ উদ্ভিদ যৌন জনন সম্পন্ন করে ?
উত্তর : স্পাইরােগাইরা নামক উদ্ভিদ কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে।

57. চলরেণু কোথায় দেখা যায় ?
উত্তর : ইউলােথ্রিন্স-এ দেখা যায়।

58. অচলরেণু কোথায় দেখা যায়?
উত্তর : মিউকর-এ দেখা যায়।

59. পতঙ্গপরাগী ফুল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : পরাগরেণু বিভিন্ন পতঙ্গা দ্বারা বাহিত হয়ে পরাগযােগ ঘটায়। এই ধরনের ফুলকে
পতঙ্গপরাগী ফুল বলে। যেমন—আম।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :


1. সেন্ট্রোমিয়ারের দুটি কাজ লেখাে।
উত্তর : (i) ক্রোমােজোমের দুটি সিস্টার ক্রোমাটিডকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে।
(ii) কোশ বিভাজনের সময় ক্রোমােজোমগুলিকে বেম তন্তুর সাথে যুক্ত করে।

2. NOR অঞ্চলটি কোথায় দেখা যায় ? এর কাজ কী?
উত্তর : NOR (Nucleolar Organizing Region) ক্রোমােজোমের গৌণ খাঁজ- অংশে দেখা যায়।
NOR অংশে কোশ বিভাজনের টেলােফেজ দশায় নিউক্লিওলাস পুনর্গঠিত হয়।

3. কাইনেটোকোর কাকে বলে? এর কাজ লেখাে।
উত্তর : ক্রোমােজোমের মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে প্রােটিন নির্মিত যে চাকতির মতাে অংশ থাকে, তাকে কাইনেটোকোর বলে।
কাজ—কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোম কাইনেটোকোরের সাহায্যে বেতন্তুর সঙ্গে যুক্ত হয়।

4. মিয়ােসিস কোথায় ঘটে ?
উত্তর : উদ্ভিদদেহে : রেণু মাতৃকোশ এবং নিম্নশ্রেণির লিঙ্গধর উদ্ভিদের জাইগােটে।
প্রাণীদেহে : জনন মাতৃকোশ (স্পার্মাটোগােনিয়াম ও উগােনিয়াম)।

5. সাইন্যাপসিস কী?
উত্তর : মিয়ােসিস–এর প্রথম প্রােফেজের জাইগােটিন উপদশায় সমসংস্থ ক্রোমােজোম দুটি (একটি পিতৃ ও একটি মাতৃ ক্রোমােজোম) পাশাপাশি এসে জোড় বাঁধে। পারস্পরিক আকর্ষণের প্রভাবে এই জোড় বাঁধার ঘটনাকে স্যাইন্যাপসিস বলে।

6. সপুষ্পক উদ্ভিদের কোন অংশে মিয়ােসিস ঘটে?
উত্তর : সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে পুংরেণু মাতৃকোশে এবং ডিম্বকে স্ত্রীরেণু মাতৃকোশে মিয়ােসিস ঘটে।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

7. অযৌন জনন কাকে বলে?
উত্তর : যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই দেহকোশের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বা রেণু সৃষ্টির সাহায্যে অপত্য জীব তৈরি হয়, তাকে অযৌন জনন বালে।


৪. স্টক ও সিয়ন কী?
উত্তর : কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে জোড় কলমের জন্য অনুন্নত প্রকৃতির রােগ প্রতিরােধ ক্ষমতাযুক্ত, মূলসহ যে চারাগাছ নির্বাচিত করা হয়, তাকে স্টক বলা হয় এবং উন্নত বৈশিষ্ট্যযুক্ত যে উদ্ভিদের শাখা বা মুকুল নির্বাচন করা হয় তাকে সিয়ন বলে।

09. অপুংজনি বা পার্থেনােজেনেসিস কাকে বলে?
উত্তর : যে বিশেষ জনন পদ্ধতিতে পরিণত অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অপুংজনি বা পার্থেনােজেনেসিস বলে।
উদাহরণ—হ্যাপ্লয়েড অপুংজনি দেখা যায় পুরুষ মৌমাছি, বােলতা, স্পাইরােগাইরা, মিউকর ইত্যাদি। ডিপ্লয়েড অপুংজনি দেখা যায় ঘাসফড়িং, ডাফনিয়া ইত্যাদি জীবে।

10. টোটিপােটন্সি কাকে বলে?
উত্তর : প্রয়ােজনীয় পুষ্টি ও অনুকুল পরিবেশে সম্পূর্ণ প্রজননিক উপাদানযুক্ত যে কোনাে সজীব কোশের পুর্ণাঙ্গ জীব সৃষ্টি করার ক্ষমতাকে টোটিপােটেন্সি বলা হয়।

11. একলিঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবকের মধ্যে যে কোনাে একটি উপস্থিত থাকে, তাকে একলিঙ্গা ফুল বলে।
একলিঙ্গ ফুল কেবলমাত্র পুংস্তবক যুক্ত হলে তাকে পুরুষ ফুল ও স্ত্রীস্তবকযুক্ত হলে তাকে স্ত্রী ফুল বলে।
উদাহরণ- লাউ, কুমড়া, পেঁপে ইত্যাদি।

12. উভলিঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবক উভয়েই উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে।
উদাহরণ—জবা, ধুতুরা প্রভৃতি ফুল।

13. পুষ্পপুট বা পেরিয়ান্থ কাকে বলে?
উত্তর : কোনাে কোনাে ফুলের বৃতি ও দলমণ্ডল মিলিতভাবে যে বিশেষ স্তবক গঠন করে তাকে পুষ্পপুট বা পেরিয়ান্থ বলে।
পুষ্পপুট দুই প্রকার—(i) বৃতিসদৃশ : উদাহরণ-সুপারি, নারকেল।
(ii) দলসদৃশ : উদাহরণ—কলাবতী, লিলি, রজনিগন্ধা প্রভৃতি।

14. পাখির দ্বারা পরাগসংযােগের জন্য ফুলের দুটি কৌশল উল্লেখ করাে।
উত্তর : অরনিথােফিলি পরাগসংযােগের জন্য ফুলের দুটি কৌশল-(i) ফুলগুলি বৃহৎ আকৃতির, উজ্জ্বল বর্ণযুক্ত ও মকরন্দযুক্ত হয়। (i) ফুল গন্ধহীন হয়, দলমণ্ডল সাধারণত নলাকৃতি গঠন ধারণ করে এবং পুষ্পস্তবকগুলি শক্ত চামড়ার মতাে হয়।

15. দ্বিনিষেক বলতে কী বােঝাে?
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদে একটি পুংগ্যামেট (n) দ্বারা ডিম্বাণুর (n) এবং অপর পুংগ্যামেট (n) দ্বারা নির্ণীত নিউক্লিয়াসের (2n) নিষিক্তকরণকে দ্বিনিষেক বলে।

16. স্বপরাগযােগ বলিতে কী বােঝাে? উদাহরণ দাও।
উত্তর : যখন একটি ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগ রেণু সেই ফুলের গর্ভমুণ্ডে বা একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগ যােগ ঘটায়, তখন তাকে স্বপরাগযােগ বলে। সাধারণত উভলিঙ্গ ফুলে স্বপরাগ যােগ হয়। যেমন—জবা।

✹17. জনুক্রম কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : জীবের জীবনচক্র অযৌন জনু বা রেণুধর দশা (2n) এবং যৌন জনু (n) বা লিঙ্গধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। উদাহরণ—ড্রায়ােপটেরিস এটি সাধারণ ভারতীয় প্রজাতির ফার্ন। এর জীবনচক্র সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয়।

18. অ্যামাইটোসিসকে সরল ও প্রত্যক্ষ বিভাজন বলে কেন?
উত্তর : অ্যামাইটোসিস কোশ বিভাজনে মাতৃকোশটিতে নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে না,
ক্রোমােজোম ও বেতন্তু গঠিত হয় না, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি কোনােরকম ধারাবাহিক পরিবর্তন ছাড়াই খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে, সেজন্য একে সরল ও প্রত্যক্ষ বিভাজন বলে।

জীবনের প্রবাহমানতা-মাধ্যমিক সাজেসন

19. বুলবিল কাকে বলে?
উত্তর : চুপড়ি আলু, খামআলু ইত্যাদি উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্জয়ের ফলে স্ফীত ও গােলাকার হয়, একে বুলবিল বলে। অনুকূল পরিবেশে বুলবিল থেকে নতুন চুপড়ি আলু, খাম আলু ইত্যাদি জন্ম হয়।

22. যৌন জননের দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করাে।

উত্তর : যৌন জননের দুটি সুবিধা হল- (i) যৌন জননের মাধ্যমে পিতামাতার বহু গুণাবলি সন্তান-সন্ততির মধ্যে সারিত হয়, ফলে তারা সহজেই নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়। (ii) যৌনজননের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যাবলি সন্তান-সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়ার ফলে পুরুষানুক্রমে বংশের ধারা অক্ষুন্ন রাখে।
যৌন জননের দুটি অসুবিধা হল- (i) এটি ধীর গতির প্রক্রিয়া তাই যৌন জননের মাধ্যমে বংশবিস্তারের জন্য বেশিমাত্রায় সময় ব্যয়িত হয়। (ii) এই পদ্ধতি অত্যন্ত
জটিল ও অসংখ্য গ্যামেটের অপচয় ঘটে, ফলে সাফল্য লাভের সম্ভাবনা কম থাকে।

23. সমসংস্থ ক্রোমােজোম কাকে বলে?
উত্তর : যৌনজননকারী জীবের কোশে ক্রোমােজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে এদের একটি পিতৃ ক্রোমােজোম, অপরটি মাতৃক্রোমােজোম। সমপ্রকৃতিসম্পন্ন এই ক্রোমােজোম জোড়ার প্রতিটিকে অপরের সমসংস্থ ক্রোমােজোম বলে।

24. বৃদ্ধি ও বিকাশ বলিতে কী বােঝাে?
উত্তর : বৃদ্ধি : জীবকোশের প্রােটোপ্লাজম সংশ্লেষণের ফলে যে প্রক্রিয়ায় জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে বৃদ্ধি বলে।
বিকাশ : বৃদ্ধির যে পর্যায়ে একটি কোশ থেকে অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোশী জীবদেহে গঠিত হয়, তখন তাকে বিকাশ বা পরিস্ফুরণ বলে।

26. অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখো।

যৌন জনন

অযৌন জনন

যৌন জননের একক হল ‘গ্যামেট’

অযৌন জননের একক হল ‘স্পোর’ বা রেণু ।

যৌন জননে গ্যামেট উৎপন্ন হয় এবং দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলন বা নিষেকের ফলে অপত্য জীব সৃষ্টি হয় ।

অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না

যৌন জননে সময় বেশি লাগে এবং অপত্য জীবের সংখ্যা অনেক কম হয় ।

অযৌন জননে সময় কম লাগে এবং অপত্য জীবের সংখ্যা অনেক বেশি হয় ।

যৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব।

অযৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব নয় ।

27. স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ এর সুবিধা ও অসুবিধা লেখো। অথবা,স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ এর পার্থক্য লেখো অথবা,স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ এর বৈশিষ্ট্য লেখো।

স্বপরাগযোগ

ইতরপরাগযোগ

এক‌ই ফুলের মধ্যে সম্পন্ন হয়।

দুটি ফুলের মধ্যে সম্পন্ন হয়।

বাহকের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়।

বাহকের উপর সম্পূর্ণ নির্ভরশীল।

নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা কম।

নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা বেশি।

পরাগরেণুর অপচয় কম হয়।

পরাগরেণুর অপচয় বেশি হয়।

উভলিঙ্গ ফুলে ঘটে।

একলিঙ্গ ও উভলিঙ্গ উভয় প্রকার ফুলে ঘটে

.