বৃদ্ধি ও বিকাশ- জীবনের প্রবাহমানতা

জীবনের প্রবাহমানতা: বৃদ্ধি ও বিকাশ – মাধ্যমিক সাজেসন

মাধ্যমিক জীববিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো- বৃদ্ধি ও বিকাশ ( জীবনের প্রবাহমানতা)। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় বৃদ্ধি ও বিকাশ (জীবনের প্রবাহমানতা)থেকে যেসকল প্রশ্ন গুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো নিয়ে আজকের এই পোস্ট দেওয়া হলো।

Madhyamik Life Scince Suggestion

প্রশ্নঃ বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো ? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো । অথবা, বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ বৃদ্ধিঃ নতুন কোশীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের জীবকোশের আকার ,আয়তন বা ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে , বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।

বৃদ্ধির বৈশিষ্ট্যঃ 1) বৃদ্ধির ফলে জীবদেহের শারীরিক পরিবর্তন ঘটে।
2) বৃদ্ধি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ঘটে।
3) বৃদ্ধি জীবের মাত্রাগত পরিবর্তন ।

বিকাশঃ বৃদ্ধির যে পর্যায়ে একটি কোশ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোশী জীবদেহ গঠিত হয় তাকে বিকাশ বা পরিস্ফুরণ বলে।

বিকাশের বৈশিষ্ট্যঃ 1) বিকাশের ফলে জীবদেহের সামগ্রিক ও প্রগতিশীল পরিবর্তন ঘটে।
2) বিকাশ জীবের মৃত্যু পর্যন্ত চলতে থাকে।
3) বিকাশ জীবের গুণগত পরিবর্তন।


প্রশ্নঃ মানববিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করাে।
অথবা, মানববিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থিসংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করাে। অথবা, বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ a) মানববিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয়ের পরিবর্তন দৃষ্টিশক্তি হ্রাস,ত্বকের কুঞ্চন, কানে কম শােনা প্রভৃতি ।
b) অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে, যথাক্রমে অস্টিওপােরেসিস ও অস্টিও আর্থাইটিস দেখা যায়।

বৃদ্ধি ও বিকাশ : জীবনের প্রবাহমানতা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেসান 2022

প্রশ্নঃ মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় স্ত্রী ও পুরুষ দেহে কী কী পরিবর্তন ঘটে।
অথবা, বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য লেখো
উত্তরঃ স্ত্রী দেহের পরিবর্তনঃ 1) ত্বকের নীচে ফ্যাট সঞ্চয়ের ফলে ত্বক নমনীয় হয়।
2) যৌন লক্ষণগুলি স্পষ্ট হয়।
3) ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এর ক্রিয়ার ফলে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে।
4) গলার স্বর সুরেলা ও তীক্ষ্ণ হয়।
পুরুষ দেহে পরিবর্তনঃ 1) দেহের উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায় ।
2) মুখ্য জনন অঙ্গের পরিপূর্ণ বৃদ্ধি ঘটে।
3) টেস্টেস্টেরন এর ক্রিয়ার ফলে যৌন লক্ষণগুলি প্রকাশ পায়।

প্রশ্নঃ মানব দেহের বা প্রাণীদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি?
উত্তরঃ STH ও থাইরক্সিন ৷

প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কী কী ?
উত্তরঃ অক্সিন ও সাইটোকাইনিন ।

প্রশ্নঃ জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের কোন দশায়।
উত্তরঃ বয়ঃসন্ধি দশায়।

প্রশ্নঃ উদ্ভিদবৃদ্ধি : অক্সিন : : প্রাণীবৃদ্ধি : ——-
উত্তরঃ STH

প্রশ্নঃ শৈশবদশা : 1 – 12 বছর : : বয়ঃসন্ধি দশা :—- ।
উত্তরঃ 12 – 18 বছর।

প্রশ্নঃ জাইগোট – মরুলা – ব্লাস্টুলা – গ্যাস্ট্রুলা ৷
উত্তরঃ সত্য।

প্রশ্নঃ মানুষের মুখ্যবৃদ্ধিকাল কোনটি ?
উত্তরঃ বয়ঃসন্ধিকাল।

প্রশ্নঃ মানব বিকাশের বিভিন্ন দশা কী কী ? প্রত্যেক দশার কয়েকটি বৈশিষ্ট্য লেখো ৷
উত্তরঃ মানব বিকাশের পাঁচটি দশা। যথা-
1) সদ্যোজাত দশা
2) শৈশব দশা
3) বয়ঃসন্ধি দশা
4) পরিণত দশা
5) বার্ধক্য দশা

সদ্যোজাত দশাঃ 0 – 3 বছর।
মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার পর দশাকে সদ্যোজাত দশা বলে।
1) এই দশায় 6 মাস পর্যন্ত প্রধানত স্তনদুগ্ধ পান করে বড়ো হতে থাকে। 2) এই সময় বৃদ্ধির জন্য প্রচুর শক্তির প্রয়োজন।

শৈশব দশাঃ 3 – 11 বছর।
1) শিশুরা দ্রুত দৈর্ঘ্যে বৃদ্ধি পায়।
2) শিশুদের প্রচুর শক্তি সরবরাহকারী খাদ্য সরবরাহ করা প্রয়োজন ৷ 3) বৃদ্ধি নিয়ন্ত্রণক হরমোনের কার্যকারিতার হার বৃদ্ধি পায়।

বয়ঃসন্ধি দশাঃ 12- 20 বছর।
1) এটি মানুষের মুখ্য বৃদ্ধিকাল ৷
2) যৌনলক্ষণগুলি স্পষ্ট হয়।
3) যৌন হরমোন টেস্টোস্টেরন ( পুরুষ ) ও ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ( স্ত্রীদেহ ) এর ক্রিয়ার ফলে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটতে থাকে।

পরিণত দশাঃ 20 – 60 বছর।
1) যৌনঙ্গের অর্থাৎ শুক্রাশয় (পুং) ও ডিম্বাশয় (স্ত্রী)-এর পূর্ণ বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তাদের কার্যকরিতাও বৃদ্ধি পায়।
2) এরা স্বাধীনভাবে বাঁচতে চায় ও কর্মে স্বনির্ভর হতে চায় ৷

বার্ধক্যদশাঃ 60 বছর থেকে আমৃত্যু ৷
1) মানববিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয়ের পরিবর্তন দৃষ্টিশক্তি হ্রাস,ত্বকের কুঞ্চন, কানে কম শােনা প্রভৃতি প্রকাশ পায়।
2) অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে, যথাক্রমে অস্টিওপােরেসিস ও অস্টিও আর্থাইটিস দেখা যায়।

মাধ্যমিক জীববিজ্ঞান : বংশগতি