5 টি অধ্যায়ের মাধ্যমিক ইতিহাস সাজেশন|Madhyamik History Suggestion 2022|rlearn

5 টি অধ্যায়ের মাধ্যমিক ইতিহাস সাজেশন

দশম শ্রেণীর ইতিহাস সাজেশন
Madhymik History Suggestion 2022

ইতিহাসের ধারনা :প্রথম অধ্যায়

1. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
উত্তর : ঊনবিংশ শতকে ।

2.কবে  “ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি “গড়ে ওঠে ? 
উত্তর :1982 খ্রিস্টাব্দ ।

3.”খেলা যখন ইতিহাস ” গ্রন্থটির রচনা করেন ?
উত্তর : কৌশিক বন্দোপাধ্যায় ।

4.”ফুড ইন হিস্ট্রি ” গ্রন্থটির রচনা করেন ?
উত্তর : বরুণ চক্রবর্তী ।

5.”আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড ” গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : কে টি আচয় ।

6: রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্য কে কোথায় শেখানোর ব্যবস্থা করেন ?
উত্তর : শান্তিনিকেতন ।

7.ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থ টি কে রচনা করেন ?
উত্তর : উমেশ যোশী ।

8.”ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া “গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : রাগিণী দেবী ।

9.দৃশ্যকাব্য গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সত্যজীবন মুখোপাধ্যায় ।

10.ভারতের প্রথম চলচিত্র কোনটি ?
উত্তর : জামাই ষষ্টি ।

11.’ব্রিক টেম্পল অব বেঙ্গল ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : জর্জ মিশেল ।

12.’কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্টস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : গীতা কাপুর ।

13.’কমউনিকেশন অণ্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া ‘ গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : নীতিন সিনহা ।

14.কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : ভবানীচরণ বন্দোপাধ্যায় ।

15.’দ্য দিল্লি অমনিবাস ‘গ্রন্থটি কার লেখা ?
উত্তর : নারায়ণী গুপ্তা ।

16.’মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সুরেন্দ্রনাথ সেন ।

17.’ভারতীয় ফৌজের ইতিহাস ‘গ্রন্থটি রচনা করেন ?
উত্তর : সুবোধ ঘোষ ।

18.’মানুষ ও পরিবেশ ‘বইটির লেখক কে ?
উত্তর : ইরফান হাবিব ।

19.’সায়েন্স অণ্ড দি রাজ ‘গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তর : দীপক কুমার ।

20.’চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : তপন চক্রবর্তী ।

21.”জীবন স্মৃতি ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

22.’জীবনের ঝরাপাতা ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : সরলাদেবী চৌধুরানী ।

23.হিন্দুমেলার প্রবর্তন করেন কে ?
উত্তর : নবগোপাল মিত্র ।

24.কোন পত্রিকায় নীলকর দের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?
উত্তর : সোমপ্রকাশ পত্রিকায় ।

25.’লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ‘ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?
উত্তর : 23 টি ।

26. ইতিহাস তত্ত্বের ইংরাজী প্রতিশব্দ কী ? 
উত্তর : Historiography .

27 .কোন ইতিহাসে নিচে থেকে উপরের দিকে দেখার রীতি প্রচলিত ? 
উত্তর : নতুন সামাজিক ইতিহাসে । 

28.’সাবঅল্টার্ন স্টাডিজ ridar:1986-1995 ‘ গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : রণজিত গুহ । 

29.সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ? 
উত্তর : “প্লেয়িং ইট মাই ওয়ে “। 

30.কত সালে “social science history  association ”  হয় ? 
উত্তর :1976   ।

Madhymik History Suggestion 2022

31.মান্না দের লেখা আত্মজীবনী মূলক গ্রন্থটির নাম কী ? 
উত্তর :  জীবনের জলসাঘরে । 

32.”দ্যা একাজটিক ইং ওয়েস্টার্ন মিউজিক ” গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : জোনাথন বেলম্যান । 

33.”দ্যা ডন অব ইন্ডিয়ান মিউজিক ইং দ্যা ওয়েস্ট “গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : পিটার লাভেজোলি । 

34.”নদিয়া ” কাহিনী কার লেখা ? 
উত্তর : কুমুদনাথ মল্লিক । 

35.’হুগলি জেলার ইতিহাস কে রচনা করেন ? 
উত্তর :সুধীরকুমার মিত্র । 

36.’কলকাতা দর্পণ ‘ গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : রাধারমণ মিত্র । 

37.’শহর বহরমপুর ‘ গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : বিজয় কুমার বন্দোপাধ্যায় । 

38.’দ্যা ক্রিয়েশন অব প্যাট্রিয়াকি ‘ গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : গের্ডা লার্নার । 

39.’জেন্ডার & দ্যা পলিটিক্স অব হিস্ট্রি ‘গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : জোয়ান স্কট । 

40.বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি ? 
উত্তর : সত্তর বছর । 

41.রবীন্দ্রনাথের লেখা আত্মজীবনীর নাম কি ? 
উত্তর : জীবনস্মৃতি । 

42.’জীবনের ঝরাপাতা’ কার লেখা ?
উত্তর : সরলাদেবী চৌধুরানী । 

43.বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ? 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 

44.সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
উত্তর : দ্বারকনাথ বিদ্যাভূষণ । 

45.বাংলায় কীর্তনের প্রবক্তা কে ? 
উত্তর : শ্রী চৌতন্য দেব । 

46.বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর । 

47.বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় । 

48 .বিশ্বের দুটি গুরুত্তপূর্ণ চলচিত্র কেন্দ্রের নাম  লেখ ? 
উত্তর : আমেরিকার “হলিউড ” আর ভারতের “মুম্বাই ” । 

49.কে,কবে ক্যমেরা আবিস্কার করেন ? 
উত্তর : আলেকজান্ডার ওয়ালকট , 1840 সালে । 

50.ভারতে কবে ক্যমেরা বা ফটো তোলার যন্ত্র আসে ? 
উত্তর : 1850 সালে । 

51: ‘কুন্তলীন তেল ‘ খ্যাত বাঙ্গালি ফটোগ্রাফারের নাম কি ?
উত্তর : হেমেন্দ্রনাথ বোস । 

52.বাগেশ্বেরী প্রবন্ধমালা’গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর । 

53.ভারতের প্রথম কবে ও কোথায় রেল পথ  চালু হয় ? 
উত্তর : 1853 সালে মুম্বাই থেকে থানে । 

54.’পোর্ট টাউনস & সিটিজ’ গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : লক্ষ্মী সুব্রহমনিয়ম । 

55.কলকাতা সংক্রান্ত গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : পূর্ণেন্দু পত্রী । 

56.ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয় ? 
উত্তর : 1878 সালে । 

57.’সাইলেন্ট স্প্রিং ‘ গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : রাচেল কারসন  । 

58.মেধা পটেকর কে ? 
উত্তর : নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী । 

59.ইকো ফেমিনিজমের প্রবক্তা কে ? 
উত্তর : ফ্রাঁসোয়া দেবান । 

60.’ডিড উইমেন হ্যাভ আ  রেনেসাঁ ‘গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : জোয়ান কেলি । 

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা :দ্বিতীয় অধ্যায়
Madhymik History Suggestion 2022

1.ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ?
উত্তর : বাংলায় ।
2.কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ?
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।
3.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?
উত্তর : মধুসূদন রায় ।
4.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
5.ডালহৌসির নগ্ন সম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ?
উত্তর :হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।
6.প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা তে ।
7.’হুতুম প্যাঁচার নকশা ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : কালিপ্রসন্ন সিংহ ।
8.নীলদর্পণ নাটকটি কে রচনা করেন ?
উত্তর : দীনবন্ধু মিত্র ।
9. কলকাতা মাদ্রসা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস ।
10.ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষ মত প্রকাশ করেন কে ?
উত্তর : মেকলে ।
11.প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ?
উত্তর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ।
12.স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থটি কে প্রকাশ করেন ?
উত্তর : রাধাকান্ত দেব ।
13. পটলডাঙা আকাদেমির বর্তমান নাম কি ?
উত্তর : হেয়ার স্কূল ।
14 . এশিয়ার কোন মেডিক্যাল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় ?
উত্তর : পোণ্ডিচেরি ।
15.কলিকাতা বিশ্ববিদ্যলয়_র প্রথম আচার্য কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং ।
16.কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তর :উইলিয়াম কোলভিল ।
17.তত্ববোধীণী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : অক্ষয়কুমার দত্ত ।
18.দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূল ভিত্তি কি ছিল ?
উত্তর : বেদ ।
19.সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ?
উত্তর : রামমোহন রায় ।
20.নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?
উত্তর: ডিরোজিও ।
21.মহসিন শিক্ষা প্রতিষ্ঠায় কে উদ্যোগ নেন ?
উত্তর : চার্লস মেটকাফ ।
22.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিস্ঠাতা কে ছিলেন ?
উত্তর : কেশবচন্দ্র সেন ।
23.নববিধান কে ঘোষণা করেন ?
উত্তর : কেশবচন্দ্র সেন ।
24.কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যূতানন্দ নাম গ্রহণ করেন ?
উত্তর : বিজয়কৃষ্ণ গোস্বামী ।
25.বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় দেহত্যাগ করেন ?
উত্তর : পুরীতে ।
26.যত মত তত পথ এর আদর্শ কে প্রচার করেন ?
উত্তর : শ্রীরামকৃষ্ণ ।
27.জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা এর কথা কে বলেছেন ?
উত্তর : স্বামী বিবেকানন্দ ।
28.নব্য বেদান্ত বাদ কে প্রচার করেন ?
উত্তর : স্বামী বিবেকানন্দ ।
29.সব লোকে কয় লালন কি জাত সংসারে ___ গানটি কে লিখেছেন ?
উত্তর : লালন ফকির ।
30.উনিশ শতকের বাংলার নবজাগরণ কে এলিটিস্ট আন্দোলন বলে কে অভিহিত করেন ?
উত্তর : অনিতা শীল ।
31.কে বলেছেন “বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী ” ?
উত্তর : সুপ্রকাশ রায় ।
32.বামাবোধিণি পত্রিকার প্রতিস্ঠাতা সম্পাদক কে ?
উত্তর :উমেশচন্দ্র দত্ত ।
33.বামা কথার অর্থ কী ?
উত্তর :নারী ।
34.বামবোধিণী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন ?
উত্তর :আনন্দ কুমার দত্ত ।
35.হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর :কাঙআল।
36.বাংলা ভাষায় প্রকাশিত বাংগালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি ?
উত্তর :বাঙ্গাল গেজেট ।
37.হুতুমপেঁচা কার ছদ্মনাম ?
উত্তর :কালিপ্রসন্ন সিংহ ।
38.কলকাতায় জাতীয় নাট্য মেলা কবে প্রতিস্ঠিত হয় ?
উত্তর :1872 ।
39.কোন বাংলা নাটক প্রথম ইংরাজি ভাষায় অনুদিত হয় ?
উত্তর :নীলদর্পণ ।
40.কে 1818 সালে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিস্ঠা করেন ?
উত্তর :রবার্ট মে ।
41.স্কুল বুক সোসাইটি কে প্রতিস্ঠা করেন ?
উত্তর :ডেভিড হেয়ার ।
42.ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি ?
উত্তর :বেথুন কলেজ ।
43.কলিকাতা বিশ্ববিদ্যলয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?
উত্তর :স্যার গুরুদাস বন্দোপাধ্যায় ।
44.এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন ?
উত্তর :বেনীমাধব বড়ুয়া ।
45.ব্রাহ্মসমাজ কে প্রতিস্ঠা করেন ?
উত্তর :রামমোহন রায় ।
46.আকাদেমিকে এসোসিয়েশন র মুখপাত্রের নাম কি ?
উত্তর :এথেনিয়াম ।
47.বিধবা বিবাহ চালু হবার পর প্রথম কোন বিধবার বিবাহ হয় ?
উত্তর :কালিমতী_র ।
48.আদি ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ?
উত্তর :দেবেন্দ্রনাথ ঠাকুর ।
49.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ?
উত্তর :কেশবচন্দ্র সেন ।
50.বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম নাম লেখ ?
উত্তর :প্রশ্নউত্তর , নীলাচলে মৃত্যু ।
51.শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন ?
উত্তর :স্বামী বিবেকানন্দ ।
52.লালন ফকির কে ছিলেন ?
উত্তর :বাউল কবি ।
53.লালন ফকির কত বছর বেঁচে ছিলেন ?
উত্তর :116 বছর ।
54.ইউরোপের নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ?
উত্তর : ইটালির ফ্লোরেন্স শহরে ।
55.বাংলায় নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ?
উত্তর :কলকাতা শহরে ।
56.শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ?
উত্তর :উইলিয়াম কেরি ,ওয়ার্ড ও মার্শম্যান ।
57.বামাবোধিণী পত্রিকা কত দিন চলে ?
উত্তর :1863__1922 সাল পর্যন্ত ।
58.উমেশচন্দ্র_র লেখা দুটি গ্রন্থের নাম লেখ ?
উত্তর :বামারচনাবলী ও স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা ।
59.কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় ?
উত্তর :1824 সালে ।

প্রতিরােধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
    দশম শ্রেণীর ইতিহাস :তৃতীয় অধ্যায়

 1.ব্রিটিশ সরকারের অরণ্য সনদ পাশ  হয় কবে ? 
উত্তর :1855 সালে । 

2.সরকার কাকে বনবিভাগের ইনস্পেক্টর নিয়োগ করেন ? 
উত্তর :দিয়েত্রিখ ব্র্যান্ডিস  কে । 

3.প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কবে ? 
উত্তর :1865 সালে । 

4.দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে ? 
উত্তর:1878 সালে । 

5.কিসের মাধ্যমে সমাজের দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে ? 
উত্তর :বিপ্লবের মাধ্যমে । 

6.রংপুরের ইজারাদার কে ছিলেন ? 
উত্তর :দেবী সিংহ । 

7.রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন ? 
উত্তর :নুরুলউদ্দিন । 

8.কোন বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা ‘নামে চাঁদা আদায় করত ? 
উত্তর :রংপুর । 

9.প্রথম পর্বের চূড়ায় বিদ্রোহের নেতৃত্ব দেন কে ? 
উত্তর :জগন্নাথ সিংহ । 

10.দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ? 
উত্তর :চূড়ায় । 

11.শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন ? 
উত্তর :চূড়ায় । 

12.বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ? 
উত্তর :কোল বিদ্রোহের । 

13.দমন_ই _কোহ _ তে কারা বসবাস করত ? 
উত্তর :সাঁওতালরা । 

14.কেনারাম ও বেচারাম নামে বাটখারা কারা ব্যবহার করত ? 
উত্তর :ব্যবসায়ীরা । 

15.সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন ? 
উত্তর :সাঁওতাল । 

16.সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত ? 
উত্তর :হুল । 

17.মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ? 
উত্তর :উলগুলান । 

18.মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানা কে  কি বলা হত ? 
উত্তর :খুঁতকাঠি প্রথা । 

19.ভিল বিদ্রোহের নেতা কে ? 
উত্তর :সেওয়ারাম । 

20.আনন্দ মঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে ? 
উত্তর :সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের । 

21.ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভরতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি ? 
উত্তর :সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ । 

22.ওয়াহাবি কথার অর্থ কি ? 
উত্তর :নবজাগরণ । 

23.ভরতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান কে ? 
উত্তর :সৈয়দ আহমেদ । 

24.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
উত্তর :মৈনুদ্দিন । 

25.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের সেনাপতি কে ছিলেন ? 
উত্তর :গোলাম মাসুম । 

26.বারাসাত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ? 
উত্তর :তিতুমীর । 

27.ফরাজী নামে ধর্মীয় সম্প্রদায় কে প্রতিষ্টা করেন ? 
উত্তর :হাজি শরিয়ত উল্লাহ । 

28.বাংলায় তরিকা_ই _মোহাম্মদিয়ার ভাবধারা কে প্রচার করেন ? 
উত্তর :তিতুমীর । 

29.বাংলার নানাসাহেব নামে কে পরিচিত ? 
উত্তর :রামরতন রায় । 

30.প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় ? 
উত্তর :ইউসুফশাহী পরগনায় । 

31.কে কবে চিরস্থায়ী বন্দোবস্থ চালু করেন ? 
উত্তর :1793 সালে লর্ড কর্ণ ওয়ালিস । 

32.ভরতের ব্রিটিশ সরকার কোন পদখেপের দ্বারা অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন ? 
উত্তর :1855 সলের অরণ্য সনদের দ্বারা । 

33.ভয়েলকার কে ছিলেন ? 
উত্তর :জার্মান কৃষিবিদ । 

34.কার প্রচেস্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয় ? 
উত্তর :দিয়েত্রিখ ব্র্যান্ডিস । 

35.বিশৃঙ্খলা সৃস্টি কারী আদিবসীদের শায়েস্তা করতে সরকার কোন আইন পাশ করেন ? 
উত্তর :ক্রিমিনাল ট্রাইবস আইন 

36.রম্পা বিদ্রোহ কবে শুরু হয়েছিল ? 
উত্তর  :1879 সালে । 

37.কোন বিদ্রোহে ‘ডিং খরচা ‘নামে চাঁদা সংগ্রহ করত ? 
উত্তর :রংপুর বিদ্রোহে । 

38.রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন ? 
উত্তর :দয়ারাম শীল । 

39.রংপুর বিদ্রোহে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন ? 
উত্তর :ম্যাকডোনাল্ড । 

40.কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ? 
উত্তর :রানী শিরোমণি । 

41.হো _বিদ্রোহ কবে হয়েছিল ? 
উত্তর :1821 সালে । 

42.হো _বিদ্রোহ কোথায় হয়েছিল ? 
উত্তর :ছোটোনাগপুরের সিংভূম অঞ্চলে । 

43.ইস্ট ইন্ডিয়া কোম্পনি কবে ছোটোনাগপুর অঞ্চলের শাসন ভার হাতে নেয় ? 
উত্তর :1820 সালে । 

44.কোল বিদ্রোহ কবে হয়েছিল ? 
উত্তর :1831_32 সালে । 

45.কোল বিদ্রোহী দের উপর ব্রিটিশ বাহিনীর আক্রমণ কে নেতৃত্ব দেন ? 
উত্তর :ক্যাপটেন উইলকিনসন । 

46.বিদ্রোহের পর কোলদের জন্য কোন ভূখণ্ড নিদিষ্ট করে দেওয়া হয় ? 
উত্তর :দক্ষিণ _ পশ্চিম সীমন্ত এজেন্সি । 

47.গুন্ডা ধুর কে ছিলেন ? 
উত্তর :বাস্তার বিদ্রোহের নেতা । 

48.সাঁওতাল দের বসতি অঞ্চলের নাম কি ছিল ? 
উত্তর :দামিন_ই _কোহ । 

49.দামিন_ই _কোহ কথার অর্থ কি ? 
উত্তর :পাহাড়ের প্রান্তদেশ । 

50.মহাজন রা সাঁওতালদের ঋণের উপর কি পরিমাণ সুদ আদায় করত ? 
উত্তর :50__500 টাকা । 

51.কেনারাম বাটখারা কি কাজে ব্যবহার করা হত ? 
উত্তর :পণ্য কেনার জন্য ব্যবহার করা হত। 

52.বেচারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হত ? 
উত্তর :পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত । 

53.বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন ধর্মে দিখিত করার চেষ্টা হত ? 
উত্তর :খ্রিষ্ট ধর্মে । 

54.সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় ? 
উত্তর :1855 সালে । 

55.কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন ? 
উত্তর :সাঁওতাল বিদ্রোহের । 

56.মহেন্দ্রলাল দত্ত কোন বিদ্রোহী দের হাতে নিহত হন ? 
উত্তর :সাঁওতাল বিদ্রোহীদের হাতে । 

57.উলগুলান শব্দের অর্থ কি ? 
উত্তর :ভয়ংকর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ । 

58.মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
উত্তর :বিরাসা মুন্ডা । 

59.কে নিজেকে আধ্যাত্বিক শক্তির অধিকারী ‘ধরতি আবা ‘বলে ঘোষণা করেন ? 
উত্তর :বিরাসা মুন্ডা । 

60.বিরাসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ? 
উত্তর :সিং বোঙ্গা অর্থাৎ সূর্য দেবতা । 

61.মহারাষ্ট্রের ভিল অধ্যুষিত খান্দেশ অঞ্চল কবে ব্রিটিশ শাসনাধীনে আসে ? 
উত্তর : 1818 সালে ।

62.ভিল উপজাতি কার প্রেরণায় উদবুদ্ধ হয়ে বিদ্রোহ করে ? 
উত্তর :মারাঠা নেতা ত্রিম্বকজির প্রেরণায়। 

63.ভিল বিদ্রোহ কে দমন করেন ? 
উত্তর :ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম। 

64.তিতুমীরের প্রকৃত নাম কি ? 
উত্তর :মীর নিশার আলি । 

65.টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন ? 
উত্তর :পাগলপন্থী । 

66.পাগলপন্থীদের সরকারের বিচারক কে ছিলেন ? 
উত্তর :বকসু । 

67.পাগলপন্থীদের সরকারের ফৌজদার কে ছিলেন ? 
উত্তর :দ্বীপচান । 

68.তরিকা_ই _মোহাম্মদীয়া   কথার অর্থ কি ? 
উত্তর :মহম্মদ প্রদর্শিত পথ । 

69.তিতুমীরের অনুগামীরা নিজেদেরকে কি নামে অভিহিত করেন ? 
উত্তর :হেদায়াতি । 

70.কোন সাংবাদ পত্রের সম্পাদক নীলচাষিদের সবচেয়ে বেশি সহয়তা করেছেন ? 
উত্তর :হিন্দু প্যাট্রিয়ট । 

71.কে বিশে ডাকাত নামে পরিচিত ? 
উত্তর :নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার । 

72.কবে কৃত্রিম নীল আবিস্কৃত হয় ? – 
উত্তর :1898 সালে । 

73.বিদ্রোহী রাজা কাকে বলে ? 
উত্তর :ঈশানচন্দ্র রায় কে । 

74.কবে কদের মধ্যে পলাশীর যুদ্ধ হয় ? 
উত্তর :1757 সালে বাংলার নবাব সিরাজ_উদ_দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভ র মধ্যে পলাশীর যুদ্ধ হয় । 

75.কবে কদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ? 
উত্তর :1764 সালে বাংলার নবাব মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ হয় । 

76.আদিবাসীরা কদের ‘দিকু ‘বলত ? 
উত্তর :আদিবাসীরা বহিরাগত জমিদার ,মহাজন ,ব্যবসায়ী প্রমুখ কে দিকু বলত । 

77.কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করে ? 
উত্তর :সিংভূম ,মানভূম ,হাজারীবাগ ও পলামৌ জেলায় । 

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায় ) দশম শ্রেণীর ইতিহাস সাজেশন

1.ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জতীয় স্তরে প্রথম বিদ্রোহ কোনটি ? 
উত্তর :সিপাহী বিদ্রোহ । 

2.সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় ? 
উত্তর :1857 সালে । 

3.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ? 
উত্তর :মঙ্গল পান্ডে । 

4.সিপাহী বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথা কার নেতা ছিলেন ? 
উত্তর :কানপুরের । 

5.বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ? 
উত্তর :কুনওয়ার সিং । 

6.অযোধ্যায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ? 
উত্তর :হজরত মহল । 

7.লক্ষ্মীবাঈ কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ? 
উত্তর :ঝাঁসিতে । 

8.1857_র বিদ্রোহকে কে “ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম “বলে মনে করেন ? 
উত্তর :বিনায়ক দামোদর সাভারকার । 

9.”The sepoy mutiny and the revolt of  1857 “গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর :  ড: রমেশচন্দ্র মজুমদার । 

10.”Eighteen fifty seven” গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : ড : সুরেন্দ্রনাথ সেন । 

11.”1857সালে তথাকথিত প্রথম জতীয় স্বাধীনতা সংগ্রাম __প্রথম নয় ,জতীয় নয় ,এবং স্বাধীনতা সংগ্রামও নয় “___এটি কার উক্তি ? 
উত্তর :  ড : রমেশচন্দ্র মজুমদার । 

12.”1857__র বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্র_র মৃত্যুকালীন আর্তনাদ ” একথা কে বলেছেন ? 
উত্তর :রমেশচন্দ্র মজুমদার । 

13.কবে ভারতে কোম্পনীর শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন ? 
উত্তর :1858 সালে । 

14.1857_র বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী ‘বলে অভিহিত করেছেন ? 
উত্তর : রাজনারায়ণ বসু । 

15.ব্রিটিশ আমলে সর্ব প্রথম কোথায়  রাজনৈতিক সংগঠন গুলির প্রতিষ্ঠা শুরু হয় ? 
উত্তর :বাংলায় । 

16.সর্ব প্রথম কোন সংগঠন ভারতের  রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে ? 
উত্তর : ভারতসভা । 

17.ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ? 
উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা । 

18.ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি ? 
উত্তর : জমিদার সভা । 

19.জমিদার সভার সভাপতি কে ছিলেন ? 
উত্তর : রাধাকান্ত দেব । 

20 .”হিন্দু মেলার উপহার “কবিতাটি কে রচনা করেন ? 
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর । 

21.’ মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি ‘ গানটি কে রচনা করেন ? 
উত্তর : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । 

22.হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কি ? 
উত্তর : ন্যাশনাল পেপার । 

23.ভারত সভার প্রাণ পুরুষ কে ছিলেন?
উত্তর :সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় । 

24.কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন ? 
উত্তর :লর্ড রিপন ।  

25.স্বদেশী আন্দোলনের সময় কোন সংগঠন জতীয় ভান্ডার গড়ে তোলেন ? 
উত্তর :ভারত সভা । 

26.আনন্দ মঠ উপন্যাস টি কে রচনা করেন ? 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 

27.বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তর : স্বামী বিবেকানন্দ । 

28.গোরা উপন্যাস টি কে রচনা করেন ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর । 

29.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ? 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 

30.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র কোনটি ? 
উত্তর :ভারতমাতা । 

Madhymik History Suggestion 2022

31.কোন সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয় স্তরে আন্দোলন শুরু হয় ? 
উত্তর : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে । 

32.সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ? 
উত্তর : মঙ্গল পান্ডে । 

33.মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন ? 
উত্তর : 1857 সালে 29 মার্চ । 

34.মিরাটে কবে বিদ্রোহ শুরু হয় ? 
উত্তর :1857 সালে 10 মে । 

35.দিল্লি তে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয় ? 
উত্তর :1857সালে 11 মে । 

36.1857 সালে বিদ্রোহীরা কাকে “ভারতের সম্রাট “বলে ঘোষণা করেন ? 
উত্তর :মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে  । 

37.নানা সাহেবের আসল নাম কি ? 
উত্তর :গোবিন্দ ধন্দ পন্থ । 

38.তাঁতিয়া টোপির আসল নাম কি ? 
উত্তর :রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপী । 

39.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? 
উত্তর :লর্ড ক্যানিং । 

40.মহারানীর ঘোষণা পত্র কবে প্রকাশিত হয় ? 
উত্তর :1858সালে 1 নভেম্বর । 

41.কোন সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে ? 
উত্তর :উনিশ শতকে । 

42 .ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ? 
উত্তর :বঙ্গভাষা প্রকাশিকা সভা । 

43.বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন ? 
উত্তর : গৌরি শঙ্কর ভট্টাচার্য । 

44.হিন্দু মেলার অপর নাম কি ? 
উত্তর : চৈত্র   মেলা । 

45.ইলবার্ট বিল কে রচনা করেন  ? 
উত্তর :লর্ড রিপনের আইন সচিব ইলবাট। 

46.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেন ? 
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর । 

47.আনন্দ মঠ উপন্যাসের ইংরাজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ? 
উত্তর :The abbey of bliss  . 

48.কোন গ্রন্থটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত ? 
উত্তর :আনন্দ মঠ । 

49.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ? 
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 

50.আনন্দ মঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
উত্তর :সত্যনন্দ । 

51.স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয় ? 
উত্তর :বন্দেমাতরম গানটিকে । 

52.রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্রের নাম কি ? 
উত্তর :উদ্বোধন । 

53.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেছেন ? 
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর । 

54.গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুজন চরিত্রের নাম লেখ ? 
উত্তর :মহিম ও কৃষ্ণদয়াল । 

55.মহারানী ভিক্টোরিয়া কবে কোন আইন দ্বারা ভারতের শাসন ভার নিজ হাতে গ্রহণ করেন ? 
উত্তর :1858 সালে ভারত শাসন আইন দ্বারা । 

56.1857 সালে বিদ্রোহের ব্রিটিশদের সহায়তা করেছিল কয়েকটি ভারতীয় জাতির নাম লেখ ? 
উত্তর :শিখ,গার্খা,রাজপুত ,মারাঠা  প্রভৃতি । 

57.কোন সময়কে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে ? 
উত্তর :ঊনবিংশ শতককে । 

58.বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর :1836 সালে । 

59.জমিদার সভার সাথে যুক্ত এমন কয়েকজনের নাম উল্লেখ কর ? 
উত্তর :দ্বারকানাথ ঠাকুর ,রাধাকান্ত দেব ,প্রসন্নকুমার ঠাকুর ,রাজকমল সেন প্রমুখ । 

Class Ten History Suggestion 2022

60.কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : 1867 সালে । 

61.হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন ? 
উত্তর :নবগোপাল মিত্র । 

62.কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : 1875 সালে । 

63.সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন কোন অঞ্চলে ভারত সভার শাখা স্থাপিত হয় ? 
উত্তর : মিরাট ,লাহোর ,সিন্ধু প্রভূতি অঞ্চলে । 

64.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেম মূলক কয়েকটি গ্রন্থের নাম লেখ ? 
উত্তর : গোরা ,ঘরে_বাইরে ,চার অধ্যায় । 

65.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চার হাতে কি কি রয়েছে ? 
উত্তর : বেদ ,ধানের শিষ ,জ্পের মালা ও শ্বেতবস্ত্র । 

পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1.মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই কিসে ছাপা হয় ? 
উত্তর: রোমান হরফে । 

2.কলকাতায় প্রথম কে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :জেমস অগাস্টাস হিকি । 

3.হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত হয় ? 
উত্তর :চার্লস উইলকিনস । 

4.বাংলায় উন্নত লাইনো টাইপ কে তৈরি করেন ? 
উত্তর :সুরেশচন্দ্র মজুমদার । 

5.শ্রীরামপুরে কে ছাপাখানার প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :উইলিয়াম কেরি । 

6শ্রীরামপুরে কবে ছাপাখানার প্রতিষ্ঠা হয় ? 
উত্তর :1800 সালে । 

7.”দিগদর্শন“ও”সমাচার দর্পণ” প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
উত্তর :মার্শম্যান । 

8.এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর : শ্রীরামপুরে । 

9.ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন ? 
উত্তর :গঙ্গাকিশোর ভট্টাচার্য । 

10.”বার্তাবহ যন্ত্র ” নামে ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর :রংপুরে । 

11.”বর্ণমালা “গ্রন্থটি কোথায় প্রকাশিত হয় ? 
উত্তর :স্কুল বুক সোসাইটি । 

12.বাংলায় শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি কি ছিল ? 
উত্তর :বর্ণপরিচয় । 

13.শিশু শিক্ষা গ্রন্থটি রচনা কে করেন ? 
উত্তর : মদনমোহন তর্কালঙ্কার । 

14.বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ? 
উত্তর :বেঙ্গল গেজেট । 

15.উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ কোনটি ? 
উত্তর :ছেলেদের রামায়ণ । 

16.উপেন্দ্রকিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশে পাঠান ? 
উত্তর :সুকুমার রায়কে । 

17.ছেলেদের রামায়ণ বইটির জন্য কে বিভিন্ন ছবি আঁকে ? 
উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । 

18.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :  ড: মহেন্দ্রলাল সরকার । 

19.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর প্রথম অধিকর্তা কে ছিলেন ? 
উত্তর : প্যারিমোহন মুখোপাধ্যায় । 

20.আই এ সি এস _এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন ? 
উত্তর :চন্দ্রশেখর ভেঙ্কটরমন । 

21.কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল ? 
উত্তর : স্বদেশি আন্দোলন । 

22.বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :জগদীশচন্দ্র বসু । 

23.ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন ? 
উত্তর :জগদীশচন্দ্র বসু । 

24.উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন ? 
উত্তর :জগদীশচন্দ্র বসু । 

25.কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন ? 
উত্তর :প্রসন্ন কুমার ঠাকুর । 

26.শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয় ? 
উত্তর : 22 শে শ্রাবণ । 

27.বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : তারকানাথ পালিত । 

28.টেগোর অ্যান্ড কোং কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : দ্বারকানাথ ঠাকুর । 

29.কে মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর । 

30.সর্বপ্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা হয় ? 
উত্তর : জার্মানিতে । 

   Class Ten History Suggesion 2022
     Madhymik History Suggestion

31.সমাচারচন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
উত্তর :ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় । 

32.কোন গ্রন্থ বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ নামে পরিচিত ? 
উত্তর : শিশুশিক্ষা গ্রন্থটি । 

33.ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি কে প্রকাশ করেন ? 
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য । 

34.প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি ? 
উত্তর : অন্নদামঙ্গল । 

35 .উপেন্দ্রকিশোর তার ছাপাখানার সঙ্গে কি খোলেন ? 
উত্তর : স্টুডিও খোলেন । 

36.উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটোদের জন্য কোন পত্রিকা প্রকাশ করেন ? 
উত্তর :সন্দেশ পত্রিকা । 

37.ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স কিসের পত্রিকা ছিল ? 
উত্তর :আই এ সি এস _এর পত্রিকা । 

38.কি আবিষ্কারের জন্য জগদীশচন্দ্র বসুর অবদান সারা বিশ্বে স্বীকৃত পেয়েছে ? 
উত্তর : বেতার তরঙ্গ আবিষ্কারের জন্য । 

39 .বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগের নাম কি ছিল ? 
উত্তর : ভুবনডাঙ্গা । 

40.রবীন্দ্রনাথ 1901 সালে শান্তিনিকেতনে কি প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :ব্রহ্মবিদ্যালয় । 

41.কোথায় বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ? 
উত্তর : শান্তিনিকেতনে । 

42 .রবীন্দ্রনাথ কোথায় কৃষিখামার প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :শিলাইদহে । 

43.রবীন্দ্রনাথ কোথায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন ? 
উত্তর :পতিসরে । 

44.”Compendio Spiritual Da Vida Christa”নামে গ্রন্থটি কোথায় মুদ্রিত হয় ? 
উত্তর :পর্তুগীজদের গোয়ার মুদ্রণযন্ত্রে মুদ্রিত হয় । 

45.”Compendio Spiritual Da Vida Christa” বইটি কোথায় সংরহ্মিত আছে ? 
উত্তর :নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে। 

46.কোন ছাপাখানায় কলকাতার প্রথম ক্যালেন্ডার মুদ্রিত হয় ? 
উত্তর :জেমস অগাস্টার হিগি র ছাপাখানায় । 

47.প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অহ্মরের টাইপ তৈরি করেন ? 
উত্তর : পঞ্চানন কর্মকার । 

48.বাঙলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর :হুগলিতে । 

49.বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার হ্মেত্রে কোন সাহেবের নাম জড়িত ? 
উত্তর : অ্যান্ড্রুজ সাহেবের । 

   মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022

50.ঢাকা প্রেস কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর :1856 সালে । 

51.চিনে কবে মুদ্রণশিল্পের আবিষ্কার হয় ? 
উত্তর :593 খ্রিস্টাব্দ নাগাদ । 

52.বোম্বাইয়ে কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ? 
উত্তর :1670 খ্রিস্টাব্দ । 

53.বাঙলার প্রথম সংবাদপত্র কোনটি ? 
উত্তর :দিগদর্শন । 

54.ঢাকায় প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ? 
উত্তর :1856 খ্রিস্টাব্দ । 

55.বাঙ্গালা শিক্ষাগ্রন্থটি কে রচনা করেন? 
উত্তর :রাধাকান্ত দেব । 

56.”পাখি সব করে রব “কবিতাটি কার লেখা ? 
উত্তর:মদনমোহন তর্কালংকর এর লেখা । 

57.বাবুরাম কত খ্রিস্টাব্দ সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : 1807 সালে । 

58.কে টুনটুনির বই রচনা করেন ? 
উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । 

59.প্রতাপাদিত্য চরিত্র কার রচনা ? 
উত্তর :রামরাম বসুর রচনা । 

60.কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর :1917সালের 30 শে নভেম্বর । 

61.আই এ সি এস_এর নিজস্ব পত্রিকার নাম কি ছিল ? 
উত্তর :ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স । 

62.বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন আবিষ্কৃত উল্লেখযোগ্য আবিষ্কারটি কি ছিল ? 
উত্তর :  রমন ক্রিয়া । 

63.কে বেঙ্গাল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : আচার্য প্রফুল্লচন্দ্র রায় । 

64.কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ? 
উত্তর : 92জন সদস্য । 

65.কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হন ? 
উত্তর : রাসবিহারী ঘোষ । 

66.কে ছাপাখানার জগৎ নামে পরিচিত ? 
উত্তর : জার্মানির জোহনেস গুটেনবার্গ । 

67.এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কি ছিল ? 
উত্তর : রিসচের্স । 

68.প্রথম উল্লেখযোগ্য বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন ? 
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য । 

69.টেক কাদের প্রকাশিত জার্নাল ? 
উত্তর : টেক হল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি _এর ছাত্রছাত্রীদের প্রকাশিত জার্নাল । 

70.  CET_এর পুরো নাম কি ? 
উত্তর : কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি । 

71. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর । 

5 টি অধ্যায়ের সংক্ষিপ্ত , রচনাধর্মী প্রশ্নঃ

সামাজিক ইতিহাস কী?

ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী ?

বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো ।

ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?

আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ?

নীলবিদ্রোহে সংবাদপত্রের গুরুত্ব লেখো

নবগোপাল মিত্র বিখ্যাত কেনো

উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ -এর ভূমিকা কী ছিল ?

বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের ভূমিকা লেখো

বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো ।

জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়

স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো ।

১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

স্কুল বুক সোসাইটি কেন গঠন করা হয়

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ।

কারিগরি শিক্ষার বিকাশে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ -এর কী ভূমিকা ছিল ?

ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার দুটি কারণ লেখো

শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ?  

উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো

সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো ।

পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?

স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয় ?

মেকলে মিনিট’  কি ?

সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ?

দুদু মিঞা স্মরণীয় কেন  ?

নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের  হিন্দু প্যাট্রিয়ট এর ভূমিকা কীরূপ ছিল ?

বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল ?

তিতুমীর কেন বিখ্যাত

বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?

হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?

কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?

বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রনী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?

ঊনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ? মান- ৮

মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা র বিররণ  দাও ৷ 

আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন ?

সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায় ?

মধুসূদন গুপ্ত কে ছিলেন ?

সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন ? এর ঐতিহাসিক তাৎপর্য কী ছিলো ।

নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল ?

উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল ?

নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?

উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ?

হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

বঙ্গভাষা প্রকাশিকা সভা’ -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?

বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড.মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ?

বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?   মান-৮

[আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ‘সরকারি নথিপত্রে’র সীমাবদ্ধতা কী ?

আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ?

নববিধান’ কী ?

চুয়াড় বিদ্রোহের (১৭৯৮ – ১৭৯৯) গুরুত্ব কী ছিল ?

ফরাজি আন্দোলন কী নিছক ধর্মীয় আন্দোলন ছিল ?

ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?

গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের যে পরিচয় পাওয়া তা লেখো ।
 

উডের নির্দেশনামা’ (১৮৫৪) কে এদেশের শিক্ষা বিস্তারের ‘মহাসনদ’ বলা হয় কেন ?

শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয়’ -এর আদর্শ ব্যাখ্যা কর ।

মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ?

ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ কর ।

জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা

More Post ⇩