
মাধ্যমিক ভূগোল সাজেশান | ভূগোল সাজেশান ২০২২
Set No-1
বিভাগ – ক
১.১ পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন –
(ক) ডব্লিউ এম ডেভিস
(খ) এল সি কিং
(গ) জি কে গিলবার্ট
(ঘ) চেম্বারলিন ও স্যালিসব্যারি।
উত্তরঃ (ঘ) চেম্বারলিন ও স্যালিসব্যারি।
১.২ মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে –
(ক) ইয়ারদাঙ
(খ) জিউগেন
(গ) মেসা
(ঘ) ইনসেলবার্জ
উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ
১.৩ মিসিসিপি নদীর ব-দ্বীপ দেখতে –
(ক) ধনউকের মতো
(খ) ত্রিভুজের মতো
(গ) পাখির পায়ের মতো
(ঘ) করাতের দাঁতের মতো
উত্তরঃ (গ) পাখির পায়ের মতো
১.৪ হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে –
(ক) বার্গশ্রুন্ড
(খ) ক্রেভাস
(গ) ক্রেকস
(ঘ) এসকার
উত্তরঃ (খ) ক্রেভাস
১.৫ আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে –
(ক) স্যালিনা
(খ) বোলসন
(গ) ধান্দ
(ঘ) শট্স
উত্তরঃ (ঘ) শট্স
১.৬ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল –
(ক) ভূ-প্রাকৃতিক বিভাগ
(খ) সাংস্কৃতিক পার্থক্য
(গ) ভাষা
(ঘ) সাধারণ খাদ্যাভ্যাস
উত্তরঃ (গ) ভাষা
১.৭ মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথটি হল –
(ক) ভোরঘাট
(খ) পালঘাট
(গ) থলঘাট
(ঘ) পশ্চিমঘাট
উত্তরঃ (ক) ভোরঘাট
১.৮ খাদারের অন্য নাম হল –
(ক) কালো মৃত্তিকা
(খ) লোহিত মৃত্তিকা
(গ) মরু মৃত্তিকা
(ঘ) নবীন পলি মৃত্তিকা
উত্তরঃ (ঘ) নবীন পলি মৃত্তিকা
১.৯ গোদাবরী নদীর উৎস হল –
(ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি
(খ) মহাবালেশ্বর
(গ) অমরকন্টক
(ঘ) ত্রিকুট পাহাড়
উত্তরঃ (ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি
১.১০ রেটুনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে –
(ক) কার্পাস
(খ) গম
(গ) চা
(ঘ) আখ
উত্তরঃ (ঘ) আখ
১.১১ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে –
(ক) বেনারস
(খ) পুনে
(গ) কানপুর
(ঘ) এলাহাবাদ
উত্তরঃ (গ) কানপুর
১.১২ ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হল –
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) ঘূর্ণিঝড়
উত্তরঃ (গ) পশ্চিমী ঝঞ্ঝা
১.১৩ ভারতের সর্বাধিক নগরায়ণ দেখা যায় যে রাজ্যে –
(ক) মহারাষ্ট্র
(খ) গোয়া
(গ) কেরালা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ক) মহারাষ্ট্র
১.১৪ ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় যে পরিবহণ ব্যবস্থাকে –
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) আকাশপথ
(ঘ) জলপথ
উত্তরঃ (ঘ) জলপথ
মাধ্যমিক ভূগোল সাজেশান
বিভাগ – খ
২।
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়।
উত্তরঃ শু
২.১.২ অর্ধচন্দ্রকার বালিয়াড়ি সিফ নামে পরিচিত।
উত্তরঃ অ
২.১.৩ অলকানন্দা ও ভাগিরথী নদীর মিলন স্থল হল দেবপ্রয়াগ।
উত্তরঃ শু
২.১.৪ ভারতের উচ্চতম মালভূমি হল পামির।
উত্তরঃ অ
২.১.৫ সকল শিল্পের মেরুদন্ড বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে।
উত্তরঃ অ
২.১.৬ জনঘনত্ব হল মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত।
উত্তরঃ শু
২.১.৭ কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ __________ হল বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত।
উত্তরঃ কাতারা
২.২.২ পলল শঙ্কু পর্বতের __________ অংশে গঠিত হয়।
উত্তরঃ পাদদেশীয়
২.২.৩ মৌসুমী বিস্ফোরণ দ্বারা __________ রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়।
উত্তরঃ কেরালা
২.২.৪ ভাকরা-নাঙাল পরিকল্পনা __________ নদীর উপর গড়ে উঠেছে।
উত্তরঃ শতদ্রু
২.২.৫ ভারতের কার্পাস গবেষণাগার __________ অবস্থিত।
উত্তরঃ নাগপুর
২.২.৬ ভারতের একটি বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল __________।
উত্তরঃ চিত্তরঞ্জন
২.২.৭ সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে __________।
উত্তরঃ ৫০০০
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে?
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.২ আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?
উত্তরঃ ইংরেজি ইউ (U) আকৃতির হয়
২.৩.৩ ‘ভারতের নায়াগ্রা’ বলা হয় কোন্ জলপ্রপাত কে?
উত্তরঃ চিত্রকূট
২.৩.৪ ‘কারেওয়া’ মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায়?
উত্তরঃ কাশ্মীর উপত্যকায়
২.৩.৫ ভারতের দীর্ঘতম মেট্রোরেল পথ কোন্ শহরে রয়েছে?
উত্তরঃ দিল্লিতে
২.৩.৬ একটি জাইদ শস্যের নাম লেখো।
উত্তরঃ আয়ুশ ধান
২.৩.৭ ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয়?
উত্তরঃ নিউ ম্যাঙ্গালোর
২.৩.৮ সোনালি চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন্টি?
উত্তরঃ কলকাতা থেকে চেন্নাই
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
২.৪.১ নিক পয়েন্ট ➪ (১) হায়দ্রাবাদ
২.৪.২ পাঞ্চেত ➪ (২) জলপ্রপাত
২.৪.৩ সেরিকালচার ➪ (৩) দমোদর
২.৪.৪ হাইটেক শহর ➪ (৪) রেশম মথ
উত্তরঃ
বামদিক ডানদিক
২.৪.১ নিক পয়েন্ট ➪ (২) জলপ্রপাত
২.৪.২ পাঞ্চেত ➪ (৩) দমোদর
২.৪.৩ সেরিকালচার ➪ (৪) রেশম মথ
২.৪.৪ হাইটেক শহর ➪ (১) হায়দ্রাবাদ
আরও দেখুন : মাধ্যমিক ভূগোল – নদী ও হিমবাহ
মাধ্যমিক ভূগোল সাজেশান
Set Number – 2
বিভাগ – ক
১। বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি উত্তর দাও:
১.১ অবরোহণ ও আরোহণের মিলিত ফল হল –
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) পর্যায়ন
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (গ) পর্যায়ন
১.২ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল –
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ (ক) নদী
১.৩ গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বাড়ে –
(ক) ২০ গুণ
(খ) ৩০ গুণ
(গ) ৬৪ গুণ
(ঘ) ৫২ গুণ
উত্তরঃ (গ) ৬৪ গুণ
১.৪ পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হল –
(ক) ফিয়র্ড
(খ) গ্রাবরেখা
(গ) এসকার
(ঘ) রসেমতানে
উত্তরঃ (খ) গ্রাবরেখা
১.৫ পাথুরে মরুভূমিকে মিশরে বলে –
(ক) রেগ
(খ) কুম
(গ) সেরির
(ঘ) আর্গ
উত্তরঃ (গ) সেরির
১.৬ ১৯৫৬ সালে রাজ্য পুর্নগঠনের ভিত্তি ছিল –
(ক) জাতি
(খ) বর্ণ
(গ) ভাষা
(ঘ) সীমানা
উত্তরঃ (গ) ভাষা
১.৭ আম্র বৃষ্টি দেখা যায় –
(ক) উত্তর ভারতে
(খ) পশ্চিম ভারতে
(গ) দক্ষিণ ভারতে
(ঘ) মধ্য ভারতে
উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে
১.৮ চন্দন গাছ জন্মায় –
(ক) চিরহরিৎ অরণ্যে
(খ) সরলবর্গীয় অরণ্যে
(গ) পর্ণমোচী অরণ্যে
(ঘ) ম্যানগ্রোভ অরন্যে
উত্তরঃ (গ) পর্ণমোচী অরণ্যে
১.৯ আঘায়ণি বলা কোন্ ধানকে?
(ক) আমন
(খ) আউশ
(গ) বোরো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) আমন
১.১০ ভারতের বৃহত্তম মহানগর –
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তরঃ (খ) মুম্বাই
১.১১ ভারতের প্রাচীনতম ব্যস্ততম সরক পথ হল –
(ক) NH-2
(খ) NH-7
(গ) NH- 6
(ঘ) NH-5
উত্তরঃ (ক) NH-2
১.১২ ভারতের করমুক্ত বন্দর হল –
(ক) চেন্নাই
(খ) কান্দালা
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (খ) কান্দালা
১.১৩ কলকাতায় পাতাল রেল চালু হয় –
(ক) ১৯৮৪ সালে
(খ) ১৯৮৫ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ১৯৮৭ সালে
উত্তরঃ (ক) ১৯৮৪ সালে
১.১৪ ছত্রপতি শিবাজি বিমান বন্দর অবস্থিত –
(ক) দিল্লিতে
(খ) কলকাতাতে
(গ) মুম্বাই
(ঘ) চেন্নাই
উত্তরঃ (গ) মুম্বাই
মাধ্যমিক ভূগোল সাজেশান
বিভাগ – খ
২। নিম্নলিখিত বাক্যগুলি ঠিক বা ভুল লেখো (যে কোনো ছয়টি):
২.১.১ মধ্যগতিতে নদী ব-দ্বীপ গঠন করে।
উত্তরঃ ‘অ’
২.১.২ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।
উত্তরঃ ‘শু’
২.১.৩ অবরোহন প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।
উত্তরঃ ‘অ’
২.১.৪ তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য।
উত্তরঃ ‘শু’
২.১.৫ ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকল।
উত্তরঃ ‘শু’
২.১.৬ ঠেসমূল চিরহরিৎ উদ্ভিদে দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৭ আউশ ধান হলজায়িদ শস্য।
উত্তরঃ ‘শু’
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ গ্রেড শব্দটি __________ প্রথম ব্যবহার করেন।
উত্তরঃ জি কে গিলবার্ট
২.২.২ বালুকাময় মরুভূমি সাহারাতে __________ নামে পরিচিত।
উত্তরঃ আর্গ
২.২.৩ _________ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন।
উত্তরঃ পক্
২.২.৪ কৃষির সাথে উদ্ভিদ পালনকে __________ বলে।
উত্তরঃ হার্টিকালচার বা উদ্যান কৃষি
২.২.৫ __________ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা।
উত্তরঃ বার্ণপুর – কুলটি
২.২.৬ __________ রাজ্যে নারী-পুরুষের অনুপাত সর্বাধিক ।
উত্তরঃ কেরালা
২.২.৭ রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র __________ অবস্থিত।
উত্তরঃ খড়্গপুরে
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) :
২.৩.১ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাতকূপ।
২.৩.২ পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোন্টি?
উত্তরঃ সোজনে ফিয়র্ড।
২.৩.৩ চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ ধ্রিয়ান।
২.৩.৪ কোন প্রকার মাটিতে গম চাষ ভাল হয়?
উত্তরঃ মৃদু অম্লধর্মী দোয়াঁশ মাটিতে।
২.৩.৫ ভারতের রূঢ় কাকে বলে?
উত্তরঃ দুর্গাপুরকে।
২.৩.৬ কোন্ উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র?
উত্তরঃ জেরোফাইট বা মরু উদ্ভিদের।
২.৩.৭ ভারতের কোন্ শহরকে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু।
মাধ্যমিক ভূগোল সাজেশান
২.৪ বামদিকের সাথে ডানদিক মেলাও:
বামদিক ডানদিক
২.৪.১ বেট ☞ (১) ফ্রান্স
২.৪.২ শিবসমুদ্রম ☞ (২) অতরিক্ত লবনাক্ত প্লায়া
২.৪.৩ সার্ক ☞ (৩) কাবেরী
২.৪.৪ স্যালিনা ☞ (৪) পাঞ্জাব
উত্তর:
বামদিক ডানদিক
২.৪.১ বেট ☞ (৪) পাঞ্জাব
২.৪.২ শিবসমুদ্রম ☞ (৩) কাবেরী
২.৪.৩ সার্ক ☞ (১) ফ্রান্স
২.৪.৪ স্যালিনা ☞ (২) অতিরিক্ত লবনাক্ত প্লায়া

Set Number -3
বিভাগ – ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল –
(ক) সূর্য
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) হিমবাহ
উত্তরঃ (ক) সূর্য
১.২ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল –
(ক) নদী প্রবাহ
(খ) অগ্ন্যদ্গম
(গ) বায়ু প্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ (খ) অগ্ন্যদ্গম
১.৩ নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় –
(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(খ) প্লাবন
(গ) জলপ্রপাত
(ঘ) পলল শঙ্কু
উত্তরঃ (গ) জলপ্রপাত
১.৪ রসেমতানে তৈরি হয় –
(ক) বায়ুর
(খ) নদীর
(গ) হিমবাহের
(ঘ) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে
উত্তরঃ (গ) হিমবাহের
১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে –
(ক) প্লায়া
(খ) ওয়াদি
(গ) বাজাদা
(ঘ) পেডিমেন্ট
উত্তরঃ (খ) ওয়াদি
১.৬ ভারতে রাজ্য পুর্ণগঠনের মূল ভিত্তি হল –
(ক) ভাষা
(খ) ধর্ম
(গ) জাতি
(ঘ) সমাজ
উত্তরঃ (ক) ভাষা
১.৭ কয়াল দেখা যায় –
(ক) কর্ণাটক
(খ) গুজরাট
(গ) কেরালা
(ঘ) পশ্চিমবঙ্গ রাজ্যে
উত্তরঃ (গ) কেরালা
১.৮ ভারতের একটি অন্তর্বাহিনী নদী –
(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) লুনি
(ঘ) গোদাবরী
উত্তরঃ (গ) লুনি
১.৯ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় –
(ক) আঁধি
(খ) কালবৈশাখী
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু
উত্তরঃ (ঘ) লু
১.১০ খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় –
(ক) পলি
(খ) রেগুর
(গ) ল্যাটেরাইট
(ঘ) দোঁয়াশ মৃত্তিকায়
উত্তরঃ (গ) ল্যাটেরাইট
১.১১ ম্যানগ্রোভ অরণ্য দেখ যায় –
(ক) মরুভূমি
(খ) মালভূমি
(গ) উপকূল
(ঘ) পার্বত্য অঞ্চলে
উত্তরঃ (গ) উপকূল
১.১২ রেটুন প্রথা প্রয়োগ করা হয় –
(ক) ধান চাষে
(খ) গম চাষে
(গ) ইক্ষু চাষে
(ঘ) মাছ চাষে
উত্তরঃ (গ) ইক্ষু চাষে
১.১৩ সব শিল্পের মেরুদন্ড বলা হয় –
(ক) লৌহ ইস্পাত শিল্পকে
(খ) কার্পাস বয়ন শিল্পকে
(গ) পাট শিল্পকে
(ঘ) চিনি শিল্পকে
উত্তরঃ (ক) লৌহ ইস্পাত শিল্পকে
১.১৪ হীরক চতুর্ভূজ পরিকল্পনাটি যে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল –
(ক) সড়ক পথ
(খ) রেলপথ
(গ) জলপথ
(ঘ) বিমান পথ
উত্তরঃ (খ) রেলপথ
মাধ্যমিক ভূগোল সাজেশান
বিভাগ – খ
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):
২.১.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক-এ।
উত্তরঃ ‘শু’
২.১.২ হিমরেখা সারা বছর ও সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে।
উত্তরঃ ‘অ’
২.১.৩ থর মরুভূমি রাজস্থান দেখা যায়।
উত্তরঃ ‘শু’
২.১.৪ কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ ‘তাল’ নামে পরিচিত।
উতরঃ ‘শু’
২.১.৫ নর্মদা উপত্যকা গ্রস্থ উপত্যকার উদাহরণ।
উত্তরঃ ‘শু’
২.১.৬ শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৭ আর্দ্র সমুদ্র বায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত।
উত্তরঃ ‘অ’
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি):
২.২.১ বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় __________ অঞ্চলে।
উত্তরঃ মরু
২.২.২ তরবারির ন্যায় বালিয়াড়িকে __________ বলে।
উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
২.২.৩ __________ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়।
উত্তরঃ তুঁত
২.২.৪ ভারতে মৌসুমী বৃষ্টিপাতের সময় __________ ফসল চাষ করা হয়।
উত্তরঃ খারিফ
২.২.৫ ভারতের একক বৃহত্তম শিল্প হল __________ শিল্প।
উত্তরঃ কার্পাস বয়ন শিল্প
২.২.৬ অতিদ্রুত যান চলাচলের সড়কপথ __________ নামে পরিচিত।
উত্তরঃ হাইওয়ে
২.২.৭ ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশী __________ রাজ্যে।
উত্তরঃ কেরালা
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি):
২.৩.১ শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলে?
উত্তরঃ ক্যানিয়ন
২.৩.২ যোগ জলপ্রপাত কোন্ নদীতে আছে?
উত্তরঃ সরাবতী
২.৩.৩ ‘মরুস্থলী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ মৃতের স্তুপ
২.৩.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তরঃ গোয়া
২.৩.৫ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৬ ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
উত্তরঃ লাদাখ
২.৩.৭ প্রধান কোন্ বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মৌসুমী
২.৩.৮ ২০১১ খ্রিস্টাব্দের সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি ।
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
২.৪.১ করমুক্ত বন্দর ☞ (১) দুর্গাপুর
২.৪.২ বৈদ্যুতিক ডাক ব্যবস্থা ☞(২) ভারতের ম্যাঞ্চেস্টার
২.৪.৩ আমেদাবাদ☞ (৩) কান্ডালা
২.৪.৪ ভারতের রূঢ় ☞। (৪) ই-মেল
উত্তরঃ
বামদিক ডানদিক
২.৪.১ করমুক্ত বন্দর☞ (৩) কান্ডালা
২.৪.২ বৈদ্যুতিক ডাক ব্যবস্থা ☞(৪) ই-মেল
২.৪.৩ আমেদাবাদ ☞(২) ভারতের ম্যাঞ্চেস্টার
২.৪.৪ ভারতের রূঢ়☞ (১) দুর্গাপুর
You must be logged in to post a comment.