✹ মাধ্যমিক ভূগোল সাজেশন ✹
ভারতের ভূ-প্রকৃতি :
- হিমালয় কী জাতীয় পর্বত?
উত্তরঃ ভঙ্গিল পর্বত।
- হিমালয়ের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৫০০ কিমি।
- হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কী ছিল?
উত্তরঃ টেথিস সাগর।
- টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?
উত্তরঃ হিমালয় পর্বতশ্রেণি যে অঞ্চলে অবস্থিত।
- টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে আগে কী ছিল?
উত্তরঃ টেথিস সাগরের উত্তরে আঙ্গারাল্যাণ্ড ও দক্ষিণে গণ্ডোয়ানাল্যাণ্ড।
- হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)।
- কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ গডউইন অস্টিন (৮৬১১ মিটার)।
- পৃথিবীর ছাদ কাকে বলে?
উত্তরঃ পামীর মালভূমি।
- হিমালয় পর্বতমালার বিস্তার কত?
উত্তরঃ ১৫০ কিমি থেকে ৫০০ কিমি।
- ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তরঃ গডউইন অস্টিন।
- হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে?
উত্তরঃ ভূ-তাত্ত্বিক সময়ের হিসাবে টারসিয়ারি যুগে অর্থাৎ প্রায় ৭ কোটি বছর আগে হিমালয় ওপরে ওঠা শুরু করে। তারপর বহু যুগ ধরে সেই উত্থানপর্ব চলে।
✹12. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?
উত্তরঃ আরাবল্লী।
- ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ গডউইন অস্টিন।
✹14. দুন কাকে বলে?
উত্তরঃ কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমলয় পর্বতশ্রেণি এবং শিবালিক পর্বতশ্রেণির মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলে।
- শিবালিক পর্বতশ্রেণির গড় উচ্চতা কত?
উত্তরঃ ৬০০ মিটার থেকে ১৫০০ মিটার।
- পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবনের নাম কর।
উত্তরঃ কাশ্মীরের ভেরনাগ।
- পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম কর।
উত্তরঃ জোজিলা।
- পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কর।
উত্তরঃ নাথুলা।
- ভারতের সর্বোচ্চ মালভুমি কোনটি?
উত্তরঃ লাদাখ মালভূমি।
- ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম কর।
উত্তরঃ হিমালয়।
- বসুধার ধবল শীর্ষ কাকে বলে?
উত্তরঃ কারাকোরাম পর্বতশ্রেণিকে।
✹22. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তরঃ সিয়াচেন।
- ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উত্তরঃ ব্যারেন।
- ভারতের উচ্চতম পর্বতের নাম কী?
উত্তরঃ হিমালয়।
- ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তরঃ গেরসোপ্পা।
✹26. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কী?
উত্তরঃ আনাইমোদি (২৬৯৫ মিটার)।
- পূর্বাচলের অন্তর্গত কয়েকটি পর্বতশ্রেণির নাম কর।
উত্তরঃ পাটকাই, নাগা, লুসাই।
- কাশ্মীর কোন হিমালয়ে অবস্থিত?
উত্তরঃ কাশ্মীর পশ্চিম হিমালয়ে অবস্থিত।
- সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ সান্দাকফু (৩৬৩০ মিটার)।
- সিপকি-লা, লিপুলেক ও নাথুলা কী?
উত্তরঃ হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ।
- পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত?
উত্তরঃ সিঙ্গলীলা।
- ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে?
উত্তরঃ কাশ্মীর উপত্যকাকে।
✹33. ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখ।
উত্তরঃ সাতপুরা পর্বত।
✹34. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ।
উত্তরঃ আরাবল্লী।
✹35. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?
উত্তরঃ কারাকোরাম পর্বতে।
- ভারতের একমাত্র উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান রাজ্যে।
- ভারতের উষ্ণ মরুভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ মরুস্থলি।
- রাজস্থান সমভূমি বা মরুস্থলির উল্লেখযোগ্য নদী কোনটি?
উত্তরঃ লুনি।
✹39. রাজস্থানের পশ্চিমাংশের চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ ধ্রিয়ান।
- রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?
উত্তরঃ আরাবল্লী।
✹41. গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?
উত্তরঃ ভাঙ্গর।
✹42. গঙ্গা সমভূমি অঞ্চলে নতুন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?
উত্তরঃ খাদর।
✹43. হিমালয় পাদদেশের নুড়ি-বালি পূর্ণ সছিদ্র ভূমিকে কী বলে?
উত্তরঃ ভাবর।
✹44. ভাবরের দক্ষিণের জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে?
উত্তরঃ তরাই।
✹45. পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত তরাই ভূমিকে কী বলে?
উত্তরঃ ডুয়ার্স।
- পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীচর কোনটি?
উত্তরঃ মাজুলী দ্বীপ।
- ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে?
উত্তরঃ উত্তর ভারতের সমভূমিকে।
- মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমির অংশ।
✹49. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ গুরুশিখর (১৭২২ মিটার)।
- মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?
উত্তরঃ বিন্ধ্য পর্বতশ্রেণি।
✹51. সাতপুরা কী জাতীয় পর্বত?
উত্তরঃ স্তূপ পর্বত।
✹52. সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ ধূপগড় (১৩৫০ মিটার)।
✹53. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ অমরকণ্টক (১০৫৭ মিটার)।
✹54. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কলসুবাই (১৬৪৬ মিটার)।
- পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ।
উত্তরঃ থলঘাট ও ভোরঘাট।
✹56. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ দোদাবেতা (২৬৩৭ মিটার)।
- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত?
উত্তরঃ আনাইমালাই পর্বতে অবস্থিত।
✹58. মালনাদ কাকে বলে?
উত্তরঃ কানাড়া ভাষায় মালনাদ কথার অর্থ পাহাড়ী দেশ। কর্ণাটক মালভূমির পশ্চিমভাগের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন পাহাড়ী ভূমিকে বলে মালনাদ।
✹59. ময়দান কী?
উত্তরঃ মালনাদের পুর্বে অর্থাৎ কর্ণাটক মালভূমির পূর্বভাগে যে উন্মুক্ত সমতলভূমি আছে তাকে ময়দান বলে।
- করমণ্ডল উপকূল কাকে বলে?
উত্তরঃ বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব উপকূলের দক্ষিণাংশ, বিশেষত কৃষ্ণা নদীর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে করমণ্ডল বলে।
- উত্তর সরকার উপকূল কাকে বলে?
উত্তরঃ উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদীর ব-দ্বীপ পর্যন্ত পূর্ব উপকূলকে উত্তর সরকারস উপকূল বলে।
- ভারতের পশ্চিম উপকূলের কোন অংশে অনেক হ্রদ আছে?
উত্তরঃ মালাবার উপকূলে অনেক হ্রদ আছে।
- ভারতের পূর্ব উপকূলের দুটি হ্রদের নাম লেখ।
উত্তরঃ চিল্কা এবং পুলিকট।
- চিল্কা কী জাতীয় জলের হ্রদ?
উত্তরঃ লবণাক্ত জলের হ্রদ।
- কোঙ্কণ উপকূল কাকে বলে?
উত্তরঃ মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত আরবসাগর পর্যন্ত আরবসাগর সংলগ্ন পশ্চিম উপকূলকে কোঙ্কণ উপকূল বলে।
- কেরালার উপকূলভূমির নাম কী?
উত্তরঃ মালাবার উপকূল।
✹67. রাণ কী?
উত্তরঃ গুজরাটের কচ্ছ উপদ্বীপকে বেষ্টন করে আছে যে লবণাক্ত কর্দমময় অগভীর জলাভূমি তাকে বলে রাণ।
✹68. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তরঃ স্যাডল পিক (৭৫০ মিটার)।
✹69. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কর।
উত্তরঃ ব্যারেন দ্বীপ।
- লক্ষ, মিনিকয় প্রভৃতি আরব সাগরের দ্বীপগুলি কী জাতীয়?
উত্তরঃ প্রবাল গঠিত দ্বীপ।
✹71. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম লেখ।
উত্তরঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
- ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শ্রেণিটির নাম কী?
উত্তরঃ জাম্পুইটাং।
✹73. ব্যাক ওয়াটার্স কী?
উত্তরঃ কেরালা রাজ্যের মালাবার উপকূলে বহু উপহ্রদ আছে, এগুলিকে ব্যাক ওয়াটার্স বলে।
✹74. পূর্বাচল কাকে বলে?
উত্তরঃ উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত নাগাল্যাণ্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম প্রভৃতি রাজ্যে পাটকাই, নাগা, লুসাই প্রভৃতি নামে যেসব পর্বতশ্রেণি উত্তর-দক্ষিণে প্রসারিত হয়েছে সেগুলিকে একসঙ্গে পূর্বাচল বলে।
<span style="font-size:medium;"><b>ভারতের নদনদী</b></span>
1 . উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে ?
উত্তরঃ বিন্ধ্য পর্বতকে ।
2 . ভারতের প্রধান নদীর নাম কী ?
উঃ গঙ্গা ।
3 . গঙ্গা নদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ২৫১০ কিমি ।
4 . গঙ্গার গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায় ? কী কী ?
উত্তরঃ তিন ভাগে । উচ্চগতি , মধ্যগতি ও নিম্নগতি ।
5 . গঙ্গার উৎপত্তি কোথায় ?
উত্তরঃ কুমায়ন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষার গুহা থেকে গঙ্গার উৎপত্তি ।
6 . গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ গােমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত ।
7 . গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত ।
8 . গঙ্গার নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ বিহারের রাজমহল থেকে মােহনা পর্যন্ত ।
9 . দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে মিশেছে ?
উঃ অলকানন্দা ।
✹10 . ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কী ?
উত্তরঃ গঙ্গা ।
11 . পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপের নাম কী ?
উত্তরঃ গঙ্গা – ব্রহ্মপুত্রের মােহনার ব – দ্বীপ ।
12 . গঙ্গার প্রধান উপনদীর নাম কী ?
উত্তরঃ যমুনা ।
13 . যমুনার উৎপত্তি কোথায় ?
উত্তরঃ কুমায়ুন হিমালয়ের যমুনােত্রী হিমবাহ থেকে ।
14 . যমুনার তিনটি উপনদীর নাম লেখ ।
উত্তরঃ চম্বল , বেতােয়া , কেন ।
15 . গঙ্গার বামতীরের উপনদী গুলির নাম লেখ ।
উত্তরঃ রামগঙ্গা , গােমতী , ঘর্ঘরা , গণ্ডক , কোশী ।
16 . গঙ্গার ডানতীরের উপনদী গুলির নাম লেখ ।
উত্তরঃ যমুনা, শােন ।
17 . গঙ্গার তীরে অবস্থিত চারটি শহরের নাম লেখ ।
উত্তরঃ কোলকাতা , পাটনা , এলাহাবাদ , কানপুর ।
18 . উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী ?
উত্তরঃ সিন্ধু নদ ।
19 . সিন্ধুর উৎপত্তি কোথায় ?
উত্তরঃ তিব্বতের সিন – খা – বাদ হিমবাহ থেকে ।
20 . সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখ ।
উত্তরঃ শতদ্রু , বিপাশা , বিতস্তা , চন্দ্রভাগা , ইরাবতী ।
21 . কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ ঝিলাম বা বিতস্তা নদী ।
22 . কোন নদীর তীরে হরপ্পা ও মহেঞ্জোদারাে সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তরঃ সিন্ধু নদের তীরে ।
23 . উত্তর – পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী ?
উত্তরঃ ব্রহ্মপুত্র ।
24 . ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় ?
উত্তরঃ তিব্বতের রাক্ষসতাল মানস সরােবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে ।
✹25 . তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কী ?
উত্তরঃ সাংপাে ।
26 . কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্ৰহ্মপুত্র ?
উত্তরঃ ডিবং , ডিহং ও লােহিত নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র ।
27 . ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম লেখ ।
উত্তরঃ সুবনশিরি ও ভরলী ।
28 . লুনি কোথায় পড়েছে ?
উত্তরঃ কচ্ছের রাণ অঞ্চলে ।
✹29 . রাজস্থানের প্রধান নদীর নাম কী ?
উত্তরঃ লুনি ।
30 . প্রবাহের দিক অনুসার দক্ষিণ ভারতের নদী গুলিকে প্রধান কী কী ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ পূর্ববাহিনী নদী ও পশ্চিমবাহিনী নদী ।
31 . কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখ ।
উত্তরঃ সুবর্ণরেখা , মহানদী , গােদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি ।
32 . কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্র জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ সুবর্ণরেখা নদীর গতিপথে ।
33 . দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কী ?
উত্তরঃ গােদাবরী ।
✹34 . শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কাবেরী নদীর গতিপথে ।
35 . সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে ?
উত্তরঃ আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে ।
36 . ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসােপ্পা কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটকের সরাবতী নদীর গতিপথে ।
37 . গঙ্গার নদী অববাহিকার আয়তন কত ?
উত্তরঃ ৮.৩৮ লক্ষ বর্গ কিমি ।
38 . ভারতের দুটি হ্রদের নাম লেখ ।
উত্তরঃ রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল ।
39 . গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নদীর নাম লেখ যাদের মােহনায় ব – দ্বীপ আছে ?
উত্তরঃ মহানদী , গদাবরী , কৃষ্ণা , কাবেরী নদীর মােহনায় ব – দ্বীপ আছে ।
40 . ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপাে নামে পরিচিত ?
উত্তরঃ তিব্বতে ।
✹41 . ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ । উত্তরঃ লুনি ।
✹42 . দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গােদাবরী ।
43 . ভারতের বৃহত্তম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা ।
44 . ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী ? এটি অন্য কী নামে পরিচিত ?
উত্তরঃ গেরসােপ্পা । একে মহাত্মা গান্ধী প্রপাত বা যােগপ্রপাতও বলে ।
45 . নর্মদা নদীর উৎস কোথায় ?
উত্তরঃ মধ্যপ্রদেশের মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে ।
✹46 . অন্তর্বাহিনী নদী কাকে বলে ?
উত্তরঃ যেসব নদী কোন দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে ঐ দেশ বা মহাদেশরই কোন হ্রদ , সাগর বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায় সেগুলিকে বলে অন্তর্বাহিনী নদী ।