মাধ্যমিক ভূগোল : বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ
পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উম্নতার অনেক তারতম্য ঘটে| বায়ুর উষ্ণতার তারতম্যের প্রধান নিয়ন্ত্রণগুলি হল—
বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে অক্ষাংশ, উচ্চতা ও সমুদ্রস্রোতের প্রভাব:
পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার যথেষ্ট তারতম্য দেখা যায় ৷ বায়ুর উষ্ণতার এইরূপ তারতম্যের কারণ হিসেবে।
অক্ষাংশের প্রভাব: অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, ফলে উষ্ণতারও পার্থক্য হয়। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পতিত হয় বলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে তাপমাত্রাও ক্রমশ কমতে থাকে।
উদাহরণ: শ্রীনগরের তুলনায় (34°05′ উত্তর) নিরক্ষরেখার নিকটবর্তী তিরুবনন্ত পুরমে (8°31′ উত্তর) এই কারণে উষ্ণতা অধিক অনুভূত হয়।
উচ্চতার প্রভাব: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4° সে হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতলভূমির তুলনায় উচ্চতর স্থানের তাপমাত্রা কম হয়।
উদাহরণ: প্রায় একই অক্ষাংশে (25°28′ উত্তর) অবস্থিত হলেও এলাহাবাদের (উচ্চতা 100 মিটার) তুলনায় শিলং (উচ্চতা 1524 মিটার) অধিক উচ্চতায় অবস্থিত বলে শিলং-এর জলবায়ু শীতল প্রকৃতির অর্থাৎ উষ্ণতা কম হয়।
সমুদ্রস্রোতের প্রভাব: সমুদ্র উপকূলে অবস্থিত কোনো স্থানের পাশ দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হলে সেখানকার উষ্ণতার বৃদ্ধি পায় এবং উপকূলে অবস্থিত অপর একটি স্থানের পাশ দিয়ে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হলে সেই স্থানের উষ্ণতা হ্রাস পায়।
উদাহরণ: নিউইয়র্কের চেয়ে লন্ডন উচ্চ অক্ষাংশে অবস্থিত হলেও উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে লন্ডনে শীতকালে তীব্র শীত অনুভূত হয় না। অথচ শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউইয়র্কে শীতকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়।
ভূমির ঢাল: ভূমির যে ঢালের উপর সূর্যরশ্মি অধিক লম্বভাবে পতিত হয়,সেই ঢালে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি হয়। এর বিপরীত চাপে সূর্যালোক তির্যকভাবে পড়ে ও উষ্ণতাও তুলনামূলকভাবে কম হয়।
উদাহরণ—উত্তর গোলার্ধে হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতশ্রেণির উত্তর ঢালের তুলনায় দক্ষিণ ঢালের তাপমাত্রা বেশি।
বায়ুপ্রবাহ: বায়ুপ্রবাহ দ্বারা তাপ বাহিত হয়। তাই কোনো অঞ্চলের উপর উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বাড়ে এবং শীতল বায়ুপ্রবাহে তাপমাত্রা কমে |
উদাহরণ— উষ্ণ লু বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে উত্তর ভারতের উষ্ণতা বাড়ে এবং শীতল সাইবেরীয় বায়ুর প্রভাবে শীতকালে চিনের উষ্ণতা হ্রাস পায়।
অন্যান্য কারণ: বায়ুর উষ্ণতার তারতম্যের অন্যান্য কারণগুলি হল —
✧ স্থলভাগ ও জলভাগের বণ্টন,
✧ স্বাভাবিক উদ্ভিদ,
✧ মৃত্তিকা,
✧ নগরায়ণ ও শিল্পায়ন প্রভৃতি।