মাধ্যমিক ভূগোলঃ সমুদ্রস্রোত
সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো |
বিভিন্ন কারণে সমুদ্রের জলরাশি নির্দিষ্ট পথে নিয়মিতভাবে সমুদ্রস্রোতরূপে প্রবাহিত হয় | যেমন—
(a) পৃথিবীর আবর্তন গতি: পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে, বায়ু প্রবাহের মতো সমুদ্রস্রোতেরও গতি বিক্ষেপ ঘটে এবং সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
(b) বায়ুপ্রবাহ: সমুদ্রবিজ্ঞানীদের মতে, প্রবল নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রস্রোতকেও নিজের প্রবাহপথের দিকে টেনে নিয়ে গিয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে।
যেমন—উত্তর-পূর্ব আয়ন বায়ু যথাক্রমে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামক দুটি পশ্চাগামী সমুদ্রস্রোতের সৃষ্টি করেছে।
(c) উপকূলের আকৃতি: প্রবহমান সমুদ্রস্রোত মহাদেশের যে উপকূল প্রান্তে বাধা পায়, সেখানকার গঠন বা আকৃতি অনুসারে তার গতিপথ পরিবর্তন করে ও বিভিন্ন শাখায় বিভক্ত হয়। যেমন—ক্যানারি স্রোত পোর্তুগাল উপকূলে প্রতিহত হয়ে দিক পরিবর্তন করে।
(d) বরফের গলন: মেরু অঞ্চলে সন্নিহিত সমুদ্রের বরফ তিনমাস গ্রীষ্মকাল চলার সময় কিছুটা গলে যায়। ফলে সেখানে জলরাশি স্ফীত হয় এবং সমুদ্রজলে লবণতার পরিমাণ হ্রাস পায় |ফলে সাময়িকভাবে সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে।
(e) সমুদ্রজলের লবণতা ও উষ্ণতার তারতম্য: সমুদ্রজলে লবণতা ও উষ্ণতা তারতম্যের কারণে সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে। যেমন—কম লবণাক্ত জল বহিঃস্রোত রূপে এবং বেশি লবণাক্ত জল অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয় | অপরদিকে, উম্নমণ্ডলের উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্রে ঊর্ধ্ব অংশ দিয়ে’ বহিঃস্রোতরূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি অন্তঃস্রোতরূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়।
অন্যান্য কারণ: সমুদ্রস্রোত সৃষ্টির অন্যান্য কারণগুলি হল—
(a) সমুদ্রজলের ঘনত্ব,
(b) ঋতুভিত্তিক তারতম্য,
(c) সামুদ্রিক
শৈলশিরার উপস্থিতি,
(d) বায়ুচাপের তারতম্য প্রভৃতি।