মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022|rlearn

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

অশ্রুতে কোন জীবাণুনাশক উৎসেচক থাকে?

➪লাইসোজাইম।

পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমােন?

➪ সাইটোকাইনিন বা কাইনিন।

বংশগত খর্বতা দূর করতে এবং বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে কোন্ হরমােন?

➪ জিব্বেরেলিন ।

কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে এবং পাতার ক্লোরোফিল বিনষ্ট হতে দেয় না?

➪ সাইটোকাইনিন।

উদ্ভিদের জরা বিলম্বিত করে কোন্ হরমােন?

➪ সাইটোকাইনিন ।

পায়রার উড্ডয়ন পালক বা রেমিজেস পালকের সংখ্যা কত?

➪ 23 টি।

পায়রার রেক্ট্রিসেস পালকের সংখ্যা কটি?

➪ 12 টি।

অ্যামিবার গমন অঙ্গের নাম লেখো।

➪ ক্ষণপদ।

দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্কের কোন অংশ?

➪ লঘু মস্তিষ্ক।

নিউরোনের কোন অংশে সোয়ান কোশ থাকে?

➪ অ্যাক্সনে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022

আপাৎকালীন বা বিপদকালীন হরমোন কোনটি?

➪ অ্যাড্রিনালিন।

আগাছা নাশক হিসেবে ব্যবহার হয় কোন হরমোন?

➪ 2,4-D (2,4-Dichlorophenoxyacetic acid)

ডাবের জল ও ভুট্টার সস্যে পাওয়া যায় কোন হরমোন?

➪ সাইটোকাইনিন।

মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলে?

➪ পিটুইটারিকে।

প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়?

➪ হাইপােথ্যালামাসকে।

BMR নিয়ন্ত্রণ করে কোন্ হরমােন?

➪ থাইরক্সিন।

মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস হয় কোন হরমোনের প্রভাবে?

➪ ইনসুলিন ।

বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস হয় কোন হরমোনের জন্য?

➪ ADH( Antidiuretic hormone) ।

রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে কোন্ হরমােন?

➪ ইনসুলিন।

শৈশবে STH বা GH এর কম ক্ষরণে কোন রোগ হয়?

➪ বামনত্ব( Dwarfism) ।

অন্ধকারে দেখতে সাহায্য করে কোন্ কোশ?

➪ রড কোশ।

বর্ন চিনতে সাহায্য করে কোন্ কোশ?

➪ কোন কোশ।

মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা কতো?

➪ 12 জোড়া।

মানবদেহে সষুম্নাস্নায়ুর সংখ্যা কয়টি?

➪ 31 জোড়া।

একটি মিশ্র স্নায়ুর উদাহরণ লেখো?

➪ ভেগাস।

একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও।

➪ অগ্নাশয়।

প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কোন অংশ?

➪ সষুম্নাস্নাকান্ড।

গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি যুক্ত থাকে

➪ করপাস ক্যালোসাম দিয়ে।

উপযোজনে সাহায্য করে পেশি

➪ সিলিয়ারি পেশি।

গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?

➪ থাইরক্সিন ।

একটি নিউরোট্রান্সমিটার হলো?

➪ অ্যাসিটাইলকোলিন।

আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ ?

➪ হাইপোথ্যালামাস।

মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন ?

➪ LTH বা প্রোল্যাকটিন।

তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন ?

➪ অ্যাড্রিনালিন।

স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হৱমোন?

➪ ইস্ট্রোজেন।

One thought on “মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022|rlearn”

  1. Pingback: মাধ্যমিক জীবন বিজ্ঞান | Madhyamik Life Science|rlearn - Rlearn Education

Comments are closed.