পরিবেশে বিশ্ব উষ্ণায়নের প্রভাব

মাধ্যমিক ভূগোল : বায়ুমণ্ডল

পরিবেশে বিশ্ব উষ্ণায়নের প্রভাব (Effects of global warming on the environment )

পরিবেশের উপর বিশ্ব উষ্বায়নের প্রভাব সুদূরপ্রসারী | যেমন—

(a) মেরু অঞ্চলে বরফের গলন: পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়ার জন্য দুই মেরু অঞ্চলের চিরতুষারক্ষেত্র দ্রুত গলে যাচ্ছে এবং তুষারক্ষেত্রের আয়তন ক্রমাগত সংকুচিত হচ্ছে।

(b) সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি: মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলের জমাটবদ্ধ তুষার স্তূপ গলে গিয়ে এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রজলের প্রসারণ ঘটায় সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের ধারণা, 2050 খ্রিস্টাব্দের মধ্যে সমুদ্রজলতল 50-100 সেমি বৃদ্ধি পাবে।


(c) অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন: বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়নের ফলে—
(i) বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের হার অনেক বেশি হবে।
(ii) স্ক্যান্ডিনেভিয়া, সাইবেরিয়া ও কানাডার উত্তরাংশ প্রভৃতি মেরু দেশীয় অঞ্চল গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
(iii) ভারতের গাঙ্গেয় সমভূমি, চিনের বিভিন্ন নদী অববাহিকার সমভূমি, ইউক্রেনের সমভূমি, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে মরুপ্রায় ভূমিতে পরিণত হবে।
(iv) মেরু অঞ্চলে তুষারপাতের পরিমাণ হ্রাস পাবে।

(d) শস্য উৎপাদনের পরিমাণ হ্রাস: উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তন ঘটায় অনাবৃষ্টি ও খরার প্রকোপ বাড়বে। ফলে কৃষি জমির সংকোচন হবে, রোগপোকার আক্রমণ বাড়বে এবং ফলস্বরূপ শস্যের উৎপাদন হ্রাস পাবে।

(e) নদনদীতে জলের পরিমাণ হ্রাস: পার্বত্য হিমবাহুগুলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমাগত সংকুচিত হওয়ার ফলে হিমবাহ সৃষ্ট নদনদীতে জলের পরিমাণ ক্রমশ কমে আসছে। ফলস্বরূপ বরফগলা জলে পুষ্ট নদনদীগুলি (গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি) ক্রমশ ক্ষীণ হতে থাকবে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন
দেশগুলিতে এর ফলে জলের সমস্যা ভয়ংকর রূপ নেবে।


অন্যান্য প্রভাব: বিশ্ব উন্নায়নের অন্যান্য প্রভাবগুলি হল—
(a) এল নিনোর প্রভাব বৃদ্ধি।

(b) পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য।