ভাগীরথী- হুগলি নদীতে বর্জ্য পদার্থজনিত দূষণের কারণগুলি লেখো। ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্য পদার্থজনিত দূষণের সমাধান এর কয়েকটি উপায় বলো | (মাধ্যমিক ভূগোল )
ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্য পদার্থজনিত দূষণের কারণ:
ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্য পদার্থজনিত দূষণের কারণগুলি হল—
1. গঙ্গা নদী ভারতের বিভিন্ন ছোটো বড়ো শহর, নগর ও মহানগরের উপর দিয়ে প্রবাহিত| ফলে প্রতিদিন বিপুল বর্জ্য নদীর জলের সঙ্গে মেশে এবং দূষিত করে।
2. গঙ্গা তথা ভাগীরথী-হুগলি নদীতীরে কানপুর, এলাহাবাদ, বারাণসী, কলকাতা প্রভৃতি অনেক শিল্পসমৃদ্ধ শহর অবস্থিত। এই শহরগুলিতে অবস্থিত অসংখ্য চর্ম, রাসায়নিক কারখানা। এইসব উৎস থেকে অনেক অশোধিত বর্জ্য সরাসরি গঙ্গা নদীতে মেশে ও দূষিত করে।
3. বছরের বিভিন্ন সময় বিশেষ কয়েকটি উৎসবের দিনগুলিতে ভারতবর্ষের প্রায় 7 কোটি মানুষ গঙ্গা নদীতে স্নান করে | এই সময় যথেচ্ছ পরিমাণে ফুল ও বেলপাতা নদীতে নিক্ষিপ্ত হয় ও ভীষণ দূষণের সৃষ্টি করে।
ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্য পদার্থজনিত দূষণের সমাধান:
গঙ্গা তথা ভাগীরথী-হুগলি নদীর দূষণ নিয়ন্ত্রণে 1986 সালে শুভ সূচনা হয় গঙ্গা উন্নয়ন প্রকল্পের | এই প্রকল্পের বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করলে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। যেমন—
1. নর্দমা ও খালের দূষিত জল সরাসরি নদীতে না ফেলা,
2. স্নানের ঘাট মেরামত ও সৌন্দর্যায়ন করা,
3. শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা,
4. জনমত গঠন ও জনসচেতনতা বৃদ্ধি করা,
5. শিল্পকেন্দ্রগুলির দূষণ নিয়ন্ত্রণ করা।