কোনি : মতি নন্দী
(১) রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
১.২ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।
উত্তর পেতে এখানে ক্লিক করুন ৷
১.৩ ক্ষিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো।
১.৪ “ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১.৫ “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে” – কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো।
১.৬ “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।” – কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখ।
১.৭ “তোর আসল লজ্জা জলে, আসল গর্ভও জলে,” – কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১.৮ “ফাইট, কোনি, ফাইট” – এই ধ্বনিটি কিভাবে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও।
১.৯ “এটা বুকের মধ্যে পুষে রাখুক” – বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিতীশ কেন এই পুষে রাখার কথা ভেবেছেন?
১.১০ “হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল” – কোনির দুচোখ জলে ভরে ওঠার কারণ কি? এর পর কি ঘটেছিলো?
১.১১ “ক্ষিতীশ এর কঠোর অনুশীলন আর কোনির অক্লান্ত পরিশ্রমের যোগফল কোনির চাম্পিয়ন হওয়া” – মন্তব্যটির যথার্থতা বিচার করো।
১.১২ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই পাঠ্যগ্রন্থ অবলম্বন আলোচনা করো।