ভূগোল ★ দশম শ্রেণী ★ অধ্যায়ভিত্তিক নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ
(১) আয়তন অনুসারে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উঃ- সপ্তম স্থান।
(২) জনসংখ্যা অনুসারে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয় স্থান।
(৩) ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোনটি?
উঃ- ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব।
(৪) ভারতের উত্তরতম বিন্দু কোনটি?
উঃ- ইন্দিরা কোল (লাদাখ)।
(৫) ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?
উঃ- ইন্দিরা পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)।
(৬) ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?
উঃ- কন্যাকুমারী (তামিলনাড়ু)।
(৭) ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি?
উঃ- গুহার মোটার, স্যার খাঁড়ি (গুজরাট)।
(৮) ভারতের পূর্বতম বিন্দু কোনটি?
উঃ- কিবিথু (অরুণাচল প্রদেশ)।
[সাম্প্রতিক তথ্য অনুসারে — ডং, অরুণাচল প্রদেশ]
(৯) বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
উঃ- ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল।
(১০) ভারতের আয়তন কত?
উঃ- ৩২,৮৭,২৬৩ বর্গকিমি।
(১১) ভারতের জনসংখ্যা কত?
উঃ- ১২১ কোটি (২০১১ জনগণনা অনুসারে)।
(১২) ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার কত?
উঃ- ৩২১৪ কিমি।
(১৩) ভারতের পূর্ব-পশ্চিমে বিস্তার কত?
উঃ- ২৯৩৩ কিমি।
(১৪) আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উঃ- রাজস্থান।
(১৫) আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
উঃ- গোয়া।
(১৬) আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উঃ- লাদাখ।
(১৭) আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উঃ- লাক্ষাদ্বীপ।
(১৮) ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?
উঃ- উত্তরপ্রদেশ।
(১৯) ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
উঃ- সিকিম।
(২০) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি?
উঃ- NCT দিল্লি।
(২১) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম?
উঃ- লাক্ষাদ্বীপ।
(২২) বর্তমানে ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উঃ- তেলেঙ্গানা (২০১৪ সালে গঠিত)।
(২৩) ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?
উঃ- চিন।
(২৪) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উঃ- মালদ্বীপ।
(২৫) ভারত কোন গোলার্ধের দেশ?
উঃ- উত্তর গোলার্ধ ও পূর্ব গোলার্ধ।
(২৬) ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত?
উঃ- ১৫,২০০ কিমি।
(২৭) ভারতের উপকূলের দৈর্ঘ্য কত?
উঃ- ৭৫১৭ কিমি।
(২৮) কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়?
উঃ- ১৯৫৩।
(২৯) কত সালে রাজ্য পুনর্গঠন সংঘটিত হয়?
উঃ- ১৯৫৬।
(৩০) রাজ্য পুনর্গঠন (১৯৫৬) এর প্রধান ভিত্তি কি ছিল?
উঃ- ভাষা।
(৩১) ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত?
উঃ- রাডক্লিফ লাইন।
(৩২) ভারত ও চিনের সীমারেখা কি নামে পরিচিত?
উঃ- ম্যাকমোহন লাইন।
(৩৩) ভারত ও বাংলাদেশের সীমারেখা কি নামে পরিচিত?
উঃ- রাডক্লিফ লাইন।
(৩৪) কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন রয়েছে?
উঃ- পক প্রণালী।
Notes:Palk Strait is a narrow passageway of water between India (Tamil Nadu) and the island nation of Sri Lanka (Mannar district). It is about 53 to 82 kilometres wide, which connects the Bay of Bengal in the northeast with Palk Bay in the southwest.
(৩৫) কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উঃ- বাংলাদেশ।
(৩৬) কত সালে সার্ক (SAARC) সংস্থাটি গঠিত হয়?
উঃ- ১৯৮৫ সালে।
(৩৭) SAARC শব্দটির অর্থ কি?
উঃ- South Asian Association for Regional Cooperation।
(৩৮) সার্ক (SAARC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উঃ- কাঠমান্ডু (নেপাল)।
(৩৯) সার্ক (SAARC) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উঃ- ৮ (ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ)।
(৪০) মেঘালয় রাজ্যের নামকরণ করেন কে?
উঃ- শিবপ্রসাদ চ্যাটার্জী।
(৪১) কোন কেন্দ্রশাসিত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী?
উঃ- চন্ডীগড়।
(৪২) নেফা (NEFA) কোন রাজ্যের পূর্বতন নাম?
উঃ- অরুণাচল প্রদেশ।
(৪৩) ভারতে কয়প্রকার প্রধান প্রশাসনিক বিভাগ রয়েছে?
উঃ- ২ প্রকার (রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল)।
(৪৪) মহীশূর কোন রাজ্যের পূর্বতন নাম?
উঃ- কর্ণাটক।
(৪৫) কত সালে দিল্লিকে ‘জাতীয় রাজধানী অঞ্চল’ রূপে ঘোষণা করা হয়?
উঃ- ১৯৯৩ সালে।
(৪৬) কত সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
উঃ- ১৯৭৫ সালে।
(৪৭) কত সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
উঃ- ১৯৮৭ সালে।
(৪৮) কত সালে ছত্তিশগড়, উত্তরাখন্ড ও ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়?
উঃ- ২০০০ সালে।
(৪৯) লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি?
উঃ- কাভারাত্তি।
(৫০) ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উঃ- দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (২০২০)।
Madhymik Geography 2022
ভারতের ভূপ্রকৃতি :দশম শ্রেণী
(১) কোন উপত্যকা ‘প্রাচ্যের নন্দনকানন’ বা ‘ভূস্বর্গ’ নামে পরিচিত?
উঃ- কাশ্মীর উপত্যকা।
(২) কোন পর্বত ‘বসুধার ধবলশীর্ষ’ নামে পরিচিত?
উঃ- কারাকোরাম পর্বত।
(৩) ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?
উঃ- সিয়াচেন হিমবাহ।
(৪) ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ- গডউইন অস্টিন/কে-২।
(৫) দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ- আনাইমুদি।
(৬) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উঃ- আরাবল্লী পর্বত।
(৭) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- কাঞ্চনজঙ্ঘা।
(৮) বানিহাল গিরিপথ কোন দুই শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে?
উঃ- জম্মু ও শ্রীনগর।
(৯) হিমালয় পর্বতের সর্বদক্ষিণের অংশ কোনটি?
উঃ- শিবালিক হিমালয়।
(১০) কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সংযোগকারী গিরিপথ কোনটি?
উঃ- জোজিলা গিরিপথ।
(১১) ভারতের একটি শীতল মরু অঞ্চলের উদাহরণ দাও।
উঃ- লাদাখ।
(১২) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- দোদাবেতা।
(১৩) পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- আনাইমুদি।
(১৪) পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- আর্মাকোন্ডা বা জিন্দাগাড়া।
(১৫) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- ধূপগড়।
(১৬) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- গুরুশিখর।
(১৭) বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- সদভাবনা শিখর।
(১৮) ‘লা’ শব্দটির অর্থ কি?
উঃ- গিরিপথ।
(১৯) ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ কোনটি?
উঃ- সম্বর হ্রদ।
(২০) মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- শিলং।
(২১) পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- দফাবুম।
(২২) মালনাদ শব্দের অর্থ কি?
উঃ- পাহাড়ি দেশ।
(২৩) কোন মালভূমিকে ‘ভারতের খনিজ ভান্ডার’ বলে?
উঃ- ছোটোনাগপুর মালভূমি।
(২৪) ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি?
উঃ- প্যাট অঞ্চল।
(২৫) কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি কি নামে পরিচিত?
উঃ- তাল।
(২৬) শিবালিক ও মধ্য হিমালয়ের মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ উপত্যকাগুলি কি নামে পরিচিত?
উঃ- দুন।
(২৭) কয়াল কি?
উঃ- মালাবার উপকূলের উপহ্রদগুলি কয়াল নামে পরিচিত।
(২৮) হিমালয়ের উত্তরতম অংশ কোনটি?
উঃ- টেথিস হিমালয়।
(২৯) হিমালয়ের উচ্চতম অংশ কোনটি?
উঃ- হিমাদ্রী হিমালয়।
(৩০) ভারতের দীর্ঘতম কয়াল কোনটি?
উঃ- ভেম্বানাদ।
(৩১) থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
উঃ- ধ্রিয়ান।
(৩২) ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?
উঃ- দাক্ষিনাত্য মালভূমি।
(৩৩) ভারতের উচ্চতম মালভূমি কোনটি?
উঃ- লাদাখ মালভূমি।
(৩৪) ভারতের কোন রাজ্যে ডেকান ট্র্যাপ অবস্থিত?
উঃ- মহারাষ্ট্র।
(৩৫) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ- যোগ বা গেরসোপ্পা।
[সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতের উচ্চতম জলপ্রপাত – কুঞ্চিকাল জলপ্রপাত]
(৩৬) ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও।
উঃ- ব্যারেন।
(৩৭) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ- স্যাডল পিক।
(৩৮) ভারতের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জের উদাহরণ দাও।
উঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
(৩৯) ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জের উদাহরণ দাও।
উঃ- লাক্ষাদ্বীপ।
(৪০) ‘রান’ শব্দের অর্থ কি?
উঃ- অগভীর কর্দমাক্ত জলাভূমি।
(৪১) ভারতের কোন রাজ্যে কচ্ছের রান অবস্থিত?
উঃ- গুজরাট।
(৪২) ভাঙ্গর কি?
উঃ- গাঙ্গেয় সমভূমি অঞ্চলের প্রাচীন পলিগঠিত অঞ্চল।
(৪৩) খাদার কি?
উঃ- গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত অঞ্চল।
(৪৪) উত্তর-পূর্ব ভারতের কাশ্মীর কাকে বলে?
উঃ- ইম্ফল উপত্যকা।
(৪৫) উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
উঃ- লোকটাক হ্রদ।
(৪৬) ভাবর কি?
উঃ- শিবালিকের পাদদেশে নুড়ি, বালি, প্রস্তরময় অঞ্চল।
(৪৭) তরাই কি?
উঃ- শিবালিকের পাদদেশে সূক্ষ্ম পলি-বালি দ্বারা গঠিত জলাকীর্ণ, জঙ্গলময় অঞ্চল।
(৪৮) মরুস্থলী কি?
উঃ- থর মরুভূমির পশ্চিমে বালিময়, ভয়াল, উদ্ভিদহীন, জনশূন্য অঞ্চলকে মরুস্থলী বলে।
(৪৯) পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের উদাহরণ দাও।
উঃ- পালঘাট।
(৫০) ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
উঃ- চিলকা।
<a href="https://rlearn.in/2021/10/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%b6/" target="_blank" rel="noopener">মাধ্যমিক ভূগোল সাজেশন</a>