মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন :
১। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে –
(ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনি আলোড়ন (ঘ) মহিভাবক আলোড়ন।
২। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –
(ক) আরোহণ, (খ) অবরোহণ, (গ) আবহবিকার, (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া।
৩। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে – (ক) 7 গুণ, (খ) 2 গুণ, (গ) 6 গুণ, (ঘ) 64 গুণ।
৪। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল – (ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। (খ) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ (গ) জোয়ারভাটা ও বানডাকা (ঘ) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা।
৫। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় – (ক) ক্যানিয়ন, (খ) ‘V’ আকৃতির উপত্যকা, (গ) মন্থকূপ, (ঘ) ধান্দ।
৬|যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয়, তাকে বলে –
(ক) অবঘর্ষ ক্ষয়, (খ) দ্রবণ ক্ষয়, (গ) জলপ্রবাহ ক্ষয়, (ঘ) ঘর্ষণ ক্ষয়।
৭|পৃথিবীর বৃহত্তম বদ্বীপ –
(ক) মিসিসিপি বদ্বীপ
(খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
(গ) সিন্ধু বদ্বীপ
(ঘ) নিলনদের বদ্বীপ।
৮|পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে – (ক) নুনাটাস, (খ) ক্রেভাস, (গ) অ্যারেট, (ঘ) সার্ক।|
অতিসংক্ষিপ্ত প্রশ্ন : ( দু-এক কথায় উত্তর দাও )
১। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
২। ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণকে কী বলে?
৩|ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও।
৪|পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কী?
৫|বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি ?
৬| নদীর কোন্ গতিতে জলপ্রপাত বেশি দেখা যায় ?
৭| ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
৮| সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উন্নায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে ?
৯| পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
১০|সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?
শূন্যস্থান পূরণ করো :
১। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ————– বলে |
২|নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ———- বলে |
অথবা, অনুরূপ প্রশ্ন : নদীর ক্ষয়কার্যের ফলে নদীখাতে সৃষ্ট গর্ত হল——— |
৩|হিমবাহপৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ———— বলে।
৪|হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে———— বলে |
৫ |ইয়ার্দাং সৃষ্টির ক্ষেত্রে কোমল ও কঠিন শিলাস্তর পরস্পরের সাথে ———— অবস্থান করে |
৬ |রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলি———— নামে পরিচিত |
৭ |মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল————|
নীচের বিবৃতিগুলির কোন্টি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো :
১|পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিঃ বিধৌত সমভূমি।
২|নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ।
৩|জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
৪| কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে।
৫। ‘ক্যানিয়ন’ ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : মান – ২
১। ধারণ অববাহিকা কী?
২| টীকা লেখো : জলপ্রপাত।
৩। ‘ষষ্ঠঘাতের সূত্র’ কী?
৪। জলবিভাজিকা কী?
৫। প্রপাতকূপ কাকে বলে ?
৬। টীকা লেখো : পলল ব্যজনী।
৭। অবঘর্ষ কী?
৮। ক্যানিয়ন কাকে বলে
৯। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার দুটি কারণ উল্লেখ করো।
১০। খরস্রোত কী?
১১। আবদ্ধ শৈলশিরা কাকে বলে?
১২। পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়?
১৩। হিমপ্রাচীর।
১৪| ক্রেভাস কী?
১৫| পেডিমেন্ট কী ?
১৬ | বার্খান ও সিফ বালিয়াড়ি কি ?
সংক্ষিপ্ত ব্যাখাধর্মী প্রশ্ন : মান-৩
১| নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো |
২ | করি ও অ্যারেট কী ?
৩ | রসে মতানে ও ড্রামলিন এর তিনটি পার্থক্য লেখো ৷
৪ | বার্গস্রুন্ড ও ক্রেভাস কী ?
৫ | উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেনো ?
৬ | জিউগেন ও ইয়ার্দাং এর তিনটি পার্থক্য |
৭ | অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির তিনটি পার্থক্য ৷
৮ | মরু সম্প্রসারন রোধের তিনটি উপায় |
৯ | কীভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ ঘটে ?
রচনাধর্মী প্রশ্ন : মান- ৫
১ | নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ ( জলপ্রপাত, মন্থকূপ, গিরিখাত ) চিত্রসহ বর্ণনা ৷
২ | হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ ( গৌর, ঝুলন্ত উপত্যকা , রসে মতানে ) চিত্রসহ বর্ণনা ৷
৩ | নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ ( অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ ) চিত্রসহ আলোচনা |
৪ | হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ ( কেম, এসকার, বহিঃবিধৌত সমভূমি ) এর চিত্রসহ বর্ণনা করো |