মাধ্যমিক জীবনবিজ্ঞান – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ :
Q. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল—
(ক) 75% (খ) 50% (গ) 100% (ঘ) 0%
Ans. (ঘ) 0%
Q. YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামট উৎপন্ন হয় ?
(ক) 1 ধরনের (খ) 4 ধরনের (গ) 2 ধরনের (ঘ) 3 ধরনের
Ans. (খ) 4 ধরনের ৷
Q. মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল—
(ক) কুঞ্চিত বীজ (খ) হলুদ রঙের বীজ (গ) বেগুনি রঙের ফুল (ঘ) কাক্ষিত পুষ্প
Ans. (ক) কুঞ্চিত বীজ ৷
Q. জনন-অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের—
(ক) শৈশব দশায় (খ) বয়ঃসন্ধি দশায় (গ) বার্ধক্য দশায় (ঘ) সদ্যোজাত দশায়
Ans. (খ) বয়ঃসন্ধি দশায় ৷
Q. নীচের কোন জোড়াটি সঠিক ?
(ক) কোরকোদগম—ইস্ট (খ) খন্ডীভবন—কেঁচো (গ) রেনু উৎপাদন—অ্যামিবা (ঘ) পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
Ans. (ক) কোরকোদগম—ইস্ট ৷
Q. তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে । দশাটি হল—
(ক) প্রফেজ (খ) টেলোফেজ (গ) অ্যানাফেজ (ঘ) মেটাফেজ
Ans. (গ) অ্যানাফেজ |
Q. ‘দৈহিক উষ্ণতা’ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল—
(ক) থ্যালামাস (খ) লঘুমস্তিষ্ক (গ) হাইপোথ্যালামাস (ঘ) সুষুম্নাশীর্ষক
Ans. (গ) হাইপোথ্যালামাস ৷
Q. ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?
(ক) অ্যাড্রেনালিন (খ) ইনসুলিন (গ) থাইরক্সিন (ঘ) টেস্টোস্টেরন
Ans. (খ) ইনসুলিন ৷
Q. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায় । এটি হল—
(ক) ফটোন্যাস্টি (খ) সিসমোন্যাস্টি (গ) কেমোন্যাস্টি (ঘ) থার্মোন্যাস্টি
Ans. (ক) ফটোন্যাস্টি |
Q. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে । এটি হল—
(ক) সিসমোন্যাস্টি (খ) থার্মোন্যাস্টি (গ) ফোটোন্যাসটি (ঘ) কেমোন্যাস্টি
Ans. (ক) সিসমোন্যাস্টি |
Q. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে-হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল—
(ক) TSH (খ) ADH (গ) ইস্ট্রোজেন (ঘ) ACTH
Ans. (গ) ইস্ট্রোজেন ৷
Q. নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ ?
(ক) গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
(খ) স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
(গ) বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
(ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
Ans. (ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক ৷
Q. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?
(ক) অ্যানাফেজ (খ) প্রোফেজ (গ) মেটাফেজ (ঘ) টেলোফেজ
Ans. (খ) প্রোফেজ |
Q. নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয় ?
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা (খ) ইউরাসিল ক্ষারক (গ) থাইমিন ক্ষারক (ঘ) ফসফরিক অ্যাসিড
Ans. (খ) ইউরাসিল ক্ষারক ৷
Q. যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক ?
(ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
(খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
(গ) যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
Ans. (ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য৷
Q. নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত ?
(ক) 1 : 2 : 1 (খ) 3 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 2 : 1 : 2
Ans. (ক) 1 : 2 : 1
Q. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
(ক) রোলার জিভ (খ) হিমোফিলিয়া (গ) থ্যালাসেমিয়া (ঘ) কানের যুক্ত লতি
Ans. (খ) হিমোফিলিয়া |
Q. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে ?
(ক) 3 : 1 (খ) 2 : 1 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 1 : 2 : 1
Ans. (ঘ) 1 : 2 : 1
Q. ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো—
(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন
Ans. (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন |
Q. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো—
(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
(খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(ঘ) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
Ans. (খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায় ৷
Q. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো—
(ক) ১০ জোড়া (খ) ৩১ জোড়া (গ) ১২ জোড়া (ঘ) ২১ জোড়া
Ans. (গ) ১২ জোড়া ৷
Q. অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—
(ক) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(খ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(গ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়।
(ঘ) ক্রোমোজোম ও বেমতন্ত গঠিত হয় না
Ans. (ঘ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না ৷
Q. মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক
তা সঠিকভাবে নিরূপণ করো— (ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(খ) জীবের জনন-অঙ্গের ও ভূণের বৃদ্ধি ঘটায় (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে (ঘ) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে। সেটি পুনরুৎপাদন করে
Ans. (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে ৷
Q. সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো—
(ক) বহুবিভাজন—হাইড্রা (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা (গ) পুনরুৎপাদন—ফার্ন
(ঘ) কোরকোম—প্ল্যানেরিয়া
Ans. (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা ৷
Q. নীচের কোটি প্রকট গুণ তা শনাক্ত করো—
(ক) কাণ্ডের দৈর্ঘ্য—বেঁটে (খ) বীজের আকার—কুঞ্চিত (গ) বীজপত্রের বর্ণ—হলুদ (ঘ) ফুলের বর্ণ—সাদা
Ans. (গ) বীজপত্রের বর্ণ—হলুদ ৷
Q. RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো— (ক) এক ধরনের (খ) চার ধরনের (গ) দুই ধরনের (ঘ) তিন ধরনের
Ans. (ক) এক ধরনের ৷
Q. নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত-হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো— (ক) RRYY ও rryy (খ) RRYy ও RrYy (গ) RRyy ও Rryy (ঘ) rrYY ও rrYy
Ans. (ঘ) rrYY ও rrYy
Q. সঠিক জোড়াটি নির্বাচন করো —
(ক) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(খ) হাইপোথ্যালামাস — বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(গ) লঘুমস্তিষ্ক — দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
Ans. (ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ |
Q. ইনসুলিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো —
(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(খ) যকৃত পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তর বাধা দেয়
Ans. (গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে৷
Q. মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো —
(অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরত থাকে
(আ) নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(ক) (অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(গ) (অ) টেলোফেজ (আ) মেটাফেজ
(ঘ) মেটাফেজ (আ) টেলোফেজ
Ans. (খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ |
Q. নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো —
(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
(খ) বাহকের প্রয়োজন হয় না
(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
Ans. (ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয় ৷
Q. মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক’টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো —
(ক) 46 (খ) 1 (গ) 23 (ঘ) অসংখ্য
Ans. (খ) 1
Q. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—
(ক) BbRr, BBRr
(খ) BBrr, Bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) bbrr, bbRr
Ans. (ক) BbRr, BBRr
Q. হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলো থেকে নির্ধারণ করো—
(ক) H∥h,h∣↾ (খ) H∥H,H∣↾
(গ) H∥H,h∣↾ (ঘ) H∥h,H∣↾
Ans. (ঘ) H∥h,H∣↾
নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও ৷
Q. মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে ।
Ans. উপযোজন |
Q. অ্যাডেনিন একটি ______ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।
Ans. পিউরিন ৷
Q. ______ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ।
Ans. হিমোফিলিয়া ৷
Q. আয়োডিনের অভাবে _____ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় ।
Ans. থাইরক্সিন ৷
Q. মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় _____ কোশ বিভাজন ঘটে ।
Ans. মাইটোসিস ৷
Q. মটর গাছের ভিন্ন ভিন্ন _____ একই ফিনোটাইপ দেখাতে পারে ।
Ans. জিনোটাইপ ৷
Q. ________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
Ans. অ্যাড্রিনালিন ৷
Q. ________ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।
Ans. DNA |
Q. একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ________ বলে।
Ans. সংকরায়ণ |
Q. আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের _____ ধর্মটি প্রমাণ করেন ।
Ans. সংবেদনশীলতা।
Q. মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হতো —— ।
Ans. 88।
Q. মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো _____ ।
Ans. বর্ণান্ধতা | হিমোফিলিয়া
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ৷
Q. ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ।
Ans. সত্য ৷
Q. মাইটোসিস কোশবিভাজনে ক্রসিং-ওভার ঘটে ।
Ans. মিথ্যা |
Q. মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ।
Ans. মিথ্যা৷
Q. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে ।
Ans. মিথ্যা৷
Q. ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস -এর ফলে উৎপন্ন হয় ।
Ans. মিথ্যা৷
Q. মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় ।
Ans. সত্য |
Q. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ।
Ans. মিথ্যা৷
Q. DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে ।
Ans. মিথ্যা৷
Q. মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন ।
Ans. মিথ্যা৷
Q. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।
Ans. সত্য
Q. সপুষ্পক উদ্ভিদের স্ত্রী-স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
Ans. মিথ্যা |
Q. মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।
Ans. মিথ্যা৷
Q. অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে ।
Ans. মিথ্যা
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ৷
Q. বিসদৃশ বেছে লেখো : TSH, ACTH, GTH, CSF ।
Ans. CSF
Q. মায়েলিন আবরণী -র একটি কাজ লেখো ।
Ans. স্নায়ুস্পন্দন তরঙ্গাকারে এক নিউরোন থেকে অন্য নিউরোনে প্রবাহিত হয়।
Q. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
প্রফেজ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের অবলুপ্তি :: —— : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব ।
Ans. টেলোফেজ |
Q. মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও ।
Ans. রোলার জিভ |
Q. থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ?
Ans. অটোজোম ৷
Q. বিসদৃশটি বেছে লেখো : বামনত্ব, গলগন্ড, থালাসেমিয়া, মধুমেহ
Ans. থ্যালাসেমিয়া |
Q. মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো ।
Ans. চোখের আকৃতি প্রদান করা ৷
Q. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
মাইটোসিস : ভ্রূনমূল :: _____ : রেণু মাতৃকোশ ।
Ans. মিয়োসিস ৷
Q. গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই ?
Ans. না ৷
Q. মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি লেখো ।
Ans. 9:3:3:1
Q. বিসদৃশ শব্দটি বেছে লেখো—গ্নসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।
Ans. অক্সিটোসিন ৷
Q. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?
Ans. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল, অর্থাৎ ভিট্রিয়াস হিউমর-এর কাজ হল—প্রতিসারক
Q. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে।
প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
জোড়কলম : আম :: — : জবা।
Ans. শাখাকলম |
Q. কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কী?
Ans. হিমোফিলিয়া রোগের জিনটি প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ার জন্য এই রোগটি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।
Q. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
Ans. 1: 2: 1
Q. বিসদৃশ শব্দটি বেছে লেখো : গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস, থ্যালামাস
Ans. পনস
Q. সোয়ান কোশ কোথায় থাকে ?
Ans. নিউরোনের অ্যাক্সনের বাইরের আবরণীতে সোয়ান কোশ থাকে।
Q. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও
মাইটোসিস : ভ্রুনমুল : : মিয়োসিস : _____
Ans. মাইটোসিস : ক্রুগমূল :: মিয়োসিস : রেণুমাতৃকোশ।
Q. মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন ?
Ans. স্বাধীন সারণ সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র।
Q.সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশাণুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও ।
Ans. রোলার জিভযুক্ত ও মুক্ত কানের লতি ৷