মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2023

1. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) :

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (মান-2)

ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের সংজ্ঞা সহ দুটি পার্থক্য লেখো |

✪ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো |

✪ উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিনের প্রভাব ব্যাখ্যা করো ৷

আগাছা দমনে, কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো ৷

অনুরূপ প্রশ্ন : সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার লেখো ৷

✪ পিটুইটারি নিঃসৃত ( ACTH, STH, FSH, GTH, TSH ,ADH) হরমোনের একটি করে কাজ লেখো ৷

✪ ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন এর একটি করে কাজ লেখো ৷

✪ মানবদেহে রক্তসংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের ওপর থাইরক্সিন হরমোন কী প্রভাব ফেলে ?

✪ আপৎকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো ৷

✪ মানবদেহে রক্তসংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের ওপর অ্যাড্রিনালিন হরমোন কী প্রভাব ফেলে ?

✪ রক্ত শর্করা নিয়ন্ত্রনে ইনসুলিন হরমোনের ভূমিকা কী ?

✪ ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের দুটি পার্থক্য লেখো ৷

✪ মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH হরমোনের দুটি ভূমিকা লেখো ৷

✪ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন হরমোনের একটি করে কাজ লেখো ৷

✪ স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ৷

✪ প্রান্তসন্নিকর্ষ কাকে বলে ? এর কাজ কী ?

✪ লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের কাজ লেখো ৷

✪ সুষুম্নাকান্ড ও সুষুম্মাশীর্ষক এর কাজ লেখো ৷

✪ CSF ও মেনিনজেস কি ?

✪ তোমার বিদ্যালয়ে যখন ছুটির ঘন্টা বাজে তখন তুমি কীভাবে সাড়া দাও তা শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করো ৷

✪ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ? প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া কীভাবে কাজ করে – দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও ৷

✪ সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ?

সম্পূর্ণ সাজেসন পড়তে হলে নীচে ডাউনলোড করে নাও :