MADHYAMIK SOLVED QUESTIONS
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংশোধিত সিলেবাস এর উপরে কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর আমরা এখানে আলোচনা করবো।
মাধ্যমিক জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন
1.কিছু ফুল সূর্যোদয় এর পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সাথে বুঁজে যায়। এটি কোন প্রকৃতির চলন ?
➡️ ফটোন্যাস্টি।
২. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ এর সাথে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি?
➡️ হাইপােথ্যালামাস ।
- ডায়াবেটিস মেলিটাসে (মধুমেহ) আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মাত্রায় ক্ষরণে অক্ষম?
➡️ ইনসুলিন।
- মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয়?
➡️ অ্যানাফেজ।
- কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এমন দুটি জীবের নাম লেখো।
➡️ ইস্ট ও হাইড্রা।
- বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
➡️ জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে।
- মটর গাছের কুঞ্চিত বীজ কোন বৈশিষ্ট্যৈর উদাহরণ।
➡️ প্রচ্ছন্ন।
- YyRr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়।
➡️ চার ধরনের।
- হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো কত শতাংশ।
➡️ 0 %
শূন্যস্থান পূরণ :
1.মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়ােজনমতাে পরিমার্জন করার পদ্ধতিকে উপযােজন বলে।
- অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।
-
হিমােফিলিয়া হলাে একটি লিঙ্গ সংযােজিত জিন দ্বারা সৃষ্ট রােগ।
4.ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলাে মিথেন।
নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে:
- জিব্বেরেলিন হরমােন উদ্ভিদের অকাল মােচন রােধ করে।
উ: জিব্বেরেলিন হরমােন উদ্ভিদের অকাল পত্রমােচন রােধ করে। (মিথ্যা)
2.ডিম্বাণু শুধুমাত্র মাইট্রোসিস-এর ফলে উৎপন্ন হয়।
উ: ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। (মিথ্যা)
3.মটরগাছের ফুলে প্রয়ােজন অনুসারে স্ব-পরাগযােগ বা ইতর পরাগযােগ ঘটানাে যায়।
উ: মটরগাছের ফুলে প্রয়ােজন অনুসারে স্ব-পরাগযােগ যা ইতর পরাগযােগ ঘটানাে যায়। (সত্য)
4.ফ্ল্যাজেলা হলাে প্যারামিশিয়ামের গমন অঙ্গ।
ফ্ল্যাজেলা হল প্যারামিশিয়ামের গমন অঙ্গ। (মিথ্যা)
A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান :
1.অন্ধবিন্দু ➡️ রেটিনা ও অপটিক স্নায়ুর সংযােগস্থল।
- সাইটোকাইনেসিস ➡️ কোশপাত গঠন।
-
44A+XY ➡️ পুরুষ মানুষের ক্রোমােজোম বিন্যাস।
4.গর্ভমুণ্ডে স্থানান্তরণ ➡️ পরাগরেণু
বিসদৃশটি বেছে নিয়ে লেখ : TSH, ACTH, GTH, CSF
উ: বিসদৃশ শব্দটি হলাে – CSF
মায়ােলিন আবরণী-র একটি কাজ লেখাে।
উ: মায়ােলিন আবরণীর একটি কাজ হলাে – এই আবরণ স্নায়ুস্পন্দনের বিকিরণে বাধা দেয়।
নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়টির
শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : প্রফেজ: নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ::————–:
নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।
উ: প্রফেজ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ::টেলােফেজ: নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।
উ: মানুষের মধ্যে বংশানুক্রমিক ভাবে সঞ্চায়িত একটি প্রকরণ হলাে – রােলার জিভ (প্রকট বৈশিষ্ট্য) ও স্বাভাবিক জিভ (প্রচ্ছন্ন বৈশিষ্ট্য) – এর আবির্ভাব।
থ্যালাসেমিয়া রােগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোেজাম বহন করে ?
উ: থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের অটোজোম বহন করে।
ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর মধ্যে দুটি পার্থক্য লেখা
![]() |
মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমােন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখাে।
উ: মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমােন ক্ষরণে GTH-এর ভূমিকা -মানবদেহে প্রধানত চারপ্রকার GTH অর্থাৎ
গােনাডােট্রপিক হরমােন ক্ষরিত হয়। যথা – FSH (স্ত্রীদেহে), LH (স্ত্রীদেহে), LTH বা প্রােল্যাকটিন (স্ত্রীদেহে),
ICSH (পুরুষদেহে) জননগ্রন্থি থেকে হরমােন ক্ষরণে এদের ভূমিকা হল –
(i) FSH (ফলিকল স্টিমুলেটিং হরমােন) ঋতুচক্রের প্রথমার্ধে ডিম্বাশয়ের ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণে উদ্দীপনা জোগায়।
(ii) LH (লিউকোট্রপিক হরমােন) ঋতুচক্রের দ্বিতীয়ার্ধে ডিম্বাশয়ের কপাস লিউটিয়াম থেকে প্রােজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা জোগায়
(iii) ICSH (ইন্টারস্টিলিয়াল সেল স্টিমুলেটিং হরমােন) পুরুষদেহে শুক্রাশয়ের লিডিগের আন্তরকোশ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা জোগায়।।
(iv) LTH (স্ত্রী-দেহে স্তনগ্রন্থি থেকে দুম্বক্ষরণে প্রয়ােজনীয় উদ্দীপনা জোগায়।)
নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করাে।
a) সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা
b) সাইকেল চালানাে
c) হাঁচি
d) ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা
Ans: a) সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা – সহজাত প্রতিবর্ত ক্রিয়া
b) সাইকেল চালানাে – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
c) হাঁচি – সহজাত প্রতিবর্ত ক্রিয়া
d) ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখাে।
উ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ। অংশদুটি হলাে – (i) মস্তিষ্ক, (ii) সুষুম্নাকাণ্ড
প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ । অংশ দুটি হলাে – (i) করােটিয় স্নায়ু (১২ জোড়া), (ii) সুষুন্নীয় স্নায়ু (৩১ জোড়া)
মাধ্যমিক জীবন বিজ্ঞান
MADHYAMIK SOLVED QUESTIONS
🌿Q. কোশচক্রের দু’টি গুরুত্ব লেখাে ।
কোশচক্রের গুরুত্ব :- জীবের কোশগুলির সংশ্লেষ, বৃদ্ধি, বিভাজন, দশার পর্যায়ক্রমিক আবর্তন হলাে কোশচক্র।
(i) কোশচক্রের মাধ্যমে কোশের বিভিন্ন উপাদানের গুণগত ও পরিমাণগত মান বজায় থাকে।
(ii) কোশচক্রের checkpoint গুলির সঠিক পরিচালনায় একটি কোশগুলি ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পায়।
🌿Q.নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে DNA ও RNA এর দুটি পার্থক্য লেখো।
• পিরিমিডিন ক্ষারক
• 5-cযুক্ত শর্করা
🌿 Q. কোন্ কোন্ বাহক নীচের উদ্ভিদগুলিতে পরাগযােগ সম্পন্ন করে : –
• ধান পাতাঝাঁঝি
• শিমুল আম
Ans✅
• ধান ➡️ বায়ু
• শিমুল ➡️ পাখি
• পাতাঝাঝি ➡️ জল
• আম ➡️ পতঙ্গ
🌿Q. সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখাে।
ans: বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দুটি জীবের মধ্যে সংকরায়ণের ফলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট গুণ বলে।
যেমন :- খাঁটি লম্বা ও বেঁটে দুটি মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুর সমস্ত গাছ লম্বা প্রকৃতির হবে। এক্ষেত্রে লম্বা গুণের গাছটি নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হওয়ায় লম্বা গুণটি প্রকট বৈশিষ্ট্য।
🌿Q. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফেনােটাইপ ও জেনােটাইপের অনুপাত কী হবে?
Ans:অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F2জনুতে ফেনােটাইপ অনুপাত – 1:2:1 এবং জেনােটাইপ অনুপাত – 1:2:1
🌿Q. বর্ণান্ধতার কীভাবে বংশগত সঞ্চরণ ঘটে তা একটি ক্রশের সাহায্যে দেখাও।
Ans:একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার সম্ভাব্য বংশগত সঞ্চারণ নিম্নরূপ হবে :
বর্ণান্ধ জন্য দায়ী জিনটি c এবং স্বাভাবিক অ্যালিলটি c+দ্বারা বােঝানাে হল।
Q. জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে-র পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখাে।
Ans:জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে-র পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি হল – মিথেন (CH4),অ্যামােনিয়া (NH3) ও হাইড্রোজেন (H2)।
উৎপন্ন জৈব যৌগ হলাে – গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড ইত্যাদি।
Q. ঘােড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখাে যা পরিবর্তিত হয়েছে।
Ans:ঘােড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে –
(১) শক্ত মাটিতে দৌড়ানাের জন্য খুড়ের আবির্ভাব হয়েছে।
(২) দ্রুত দৌড়ানাের জন্য পা-এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে।
(৩) পাশের আঙুলের সংখ্যা হ্রাস ঘটেছে।
(৪) পায়ের তিন নম্বর আঙ্গুলের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি হয়েছে।
Q.সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?
উ: সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কাণ্ড ও পাতার সাহায্যে রেচিত করে :
(a) মূলের ত্বক ও অধস্তক পুরু হওয়ায় অন্তঃ অভিস্রবনের মাধ্যমে জল শােষিত হওয়ার সময় অতিরিক্ত লবণ শােষণ বাধাপ্রাপ্ত হয়।
(b) কাণ্ডের শাখাপ্রশাখার বিভিন্ন অঙ্গের কোষের ভ্যাকুওলের মধ্যে সঞ্চিত লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে বাকল মােচনের মাধ্যমেও অতিরিক্ত লবণ নির্গত হয়ে থাকে।
(c) জলশাষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমেও নির্গত হয়ে থাকে।
(d) মূল সমুদ্রজলে থাকা নুনকে অনেকাংশে দেহের ভিতরে ঢুকতে দেয় না, যদিওবা ঢােকে তার অনেকটাই আবার ছেঁকে বের করে দেয়।
(e) পাতার ত্বকে থাকা মােমজাতীয় পদার্থের আস্তরণ বাতাসের জলীয় বাষ্পে থাকা নুনের ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করে।
Q. জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দু’টি জীবাণু-র নাম লেখাে।
জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম –অ্যাজোটোব্যাকটার, ক্লসট্রিডিয়াম ।
Q. অ্যাসিড বৃষ্টিজাত দু’টি ক্ষতি উল্লেখ করাে।
অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি :- বৃষ্টির জলে যখন নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে pH 5 এর কম হয়ে যায় তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি-এর ক্ষতিকারক প্রভাবগুলি হলাে –
(১) মার্বেল, চুনাপাথর দ্বারা গঠিত স্মৃতিসৌধ অ্যাসিড বৃষ্টির প্রভাবে ক্ষয় হয়ে যায়। মার্বেল বা চুনাপাথরের মধ্যেকার ক্যালশিয়াম কার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। ফলে স্মৃতিসৌধগুলি ক্ষয় হয়ে যায়। একে স্টোন ক্যানসার বলে। তাজমহল, ভিক্টোরিয়া মেমােরিয়াল প্রভৃতি অ্যাসিড বৃষ্টির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
(২) আসিড বৃষ্টির প্রভাবে জমির অম্লতা বৃদ্ধি পায়। ফলে জমির উর্বরাশক্তি নষ্ট হয়।
(৩) অ্যাসিড বৃষ্টি জলাশয়ে মাছ ও অন্যান্য প্রাণীর জীবন সংশয় ঘটায়।
Q. পৃথিবীর উষ্ণায়ণ এর ফলে যে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।
উ; (a) মেরু ভালুক (b) পেঙ্গুইন (c) সিন্ধুঘোটক (d) কোয়ালা ভালুক (৫) প্রবাল (f) সামুদ্রিক মাছ (g) মেরুশিয়াল।
Q. পিপলস্ বায়ােডাইভার্সিটি রেজিস্টার (PBR)-এ জীববৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখাে।
PBR(পিপলস্ বায়োডাইভার্সিটি) এ জীববৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা হলাে :
(a) সমস্তু স্থানীয় প্রজাতি সম্পর্কে সামগ্রিক তথ্য।
(b) প্রজাতির বাসস্থান ও তার থেকে প্রাপ্ত জ্জিবিক উৎপাদক সম্বন্ধে ধারণা, তাদের বাজার মূল্য, সংগ্রহের সময়,সংগ্রহের নিয়াম ও তাদের পরিবৃহন পদ্ধতি।
(c) প্রজাতিজাত উৎপাদনের প্রক্রিয়াকরণের প্রযুক্তি ও প্রজাতিজাত সম্পদের স্থানীয় বাবহার ও পরিচালন পদ্ধতি ।
(d) স্থানীয় ভৌগােলিক তথ্য বিপন্ন প্রজাতি নির্ণয় ও স্থানীয় মানুষের তরফ থেকে প্রজাতি সংরক্ষণের ধারণা ও উদ্যোগ।
(e) স্থানীয় প্রজাতিগুলি সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত ও বিশ্বাস সংক্রান্ত তথ্য।
🌿Q. ক্রোমােজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করাে।
Ans:ক্রোমােজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক :সজীব কোশে উপস্থিত বৃহৎ আকৃতির জৈব অণু DNA প্রােটিনের সংগে দৃঢ়ভাবে কুণ্ডলী পাকিয়ে জালের মতাে আকার ধারণ করে। একে ক্রোমােটিন জালিকা বলে
কোশ বিভাজনের সময় এর কিছুটা খুলে সূক্ষ্ম সুতাের মতাে ক্রোমােজোম গঠন করে। অর্থাৎ ক্রোমাটিন জালিকা এবং ক্রোমােজোম হলাে DNA-অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা।
ক্রোমােজোমের মধ্যে অবস্থিত যে অংশ জীবদেহের বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে তাকে DNA বলে।
DNA-এর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জীবদেহের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য নির্দিষ্ট প্রােটিন সংশ্লেষ করে তাকে জিন বলে।
অর্থাৎ জিন হল DNA-র মধ্যে অবস্থিত অংশ। জিন নির্দিষ্ট প্রােটিন (উৎসেচক) সংশ্লেষের সংকেত বহন করে
এবং DNA সেই অনুযায়ী নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ ক্রোমােজোম হলাে বংশগতবৈশিষ্ট নির্ধারণকারী পদার্থ জিন বা DNA এর ধারক ও বাহক।
🌿Q.ইউক্রোমাটিন ও হেটেরােক্রোমােটিনের মধ্যে নিম্নলিখিত দু’টি বিষয়ে পার্থক্য লেখাে:
কুণ্ডলী
সক্রিয়তা
🌿 Q. মানুষের চোখের অক্ষিগােলকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
মানুষের চোখের অক্ষিগােলকের লম্বচ্ছেদের চিত্রের চিহ্নিত অংশগুলি –
(ক) কর্ণিয়া
(খ) লেন্স
(গ) ভিট্রিয়াস হিউমর
(ঘ) রেটিনা
Thank you sir ..for give us important question
Thank u so much
It's very helpful .
Student should follow the website for more important questions.
Excellent
Most welcome
Excellent, extraordinary
খুব গুরুত্বপূর্ণ তথ্য
Helpful information about madhyamik examination