মাধ্যমিক জীবন বিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
MADHYAMIK EXAMINATION 2019.
LIFE SCIENCE (জীবনবিজ্ঞান )
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: ১x১৫ = ১৫
১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো—
(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন
Ans. (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন |
১.২ নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো—
(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
(খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(ঘ) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
Ans. (খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়|
১.৩ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো—
(ক) ১০ জোড়া (খ) ৩১ জোড়া (গ) ১২ জোড়া (ঘ) ২১ জোড়া
Ans. (গ) ১২ জোড়া |
১.8 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—
(ক) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(খ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(গ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়।
(ঘ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
Ans. (ঘ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না |
১.৫ মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো— (ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(খ) জীবের জনন-অঙ্গের ও ভূণের বৃদ্ধি ঘটায় (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে (ঘ) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে। সেটি পুনরুৎপাদন করে
Ans. (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে |
১.6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো—
(ক) বহুবিভাজন—হাইড্রা (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা (গ) পুনরুৎপাদন—ফার্ন
(ঘ) কোরকোম—প্ল্যানেরিয়া
Ans. (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা |
১.৭ নীচের কোটি প্রকট গুণ তা শনাক্ত করো—
(ক) কাণ্ডের দৈর্ঘ্য—বেঁটে (খ) বীজের আকার—কুঞ্চিত (গ) বীজপত্রের বর্ণ—হলুদ (ঘ) ফুলের বর্ণ—সাদা
Ans. (গ) বীজপত্রের বর্ণ—হলুদ
১.৮ RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো— (ক) এক ধরনের (খ) চার ধরনের (গ) দুই ধরনের (ঘ) তিন ধরনের
Ans. (ক) এক ধরনের |
১.৯ নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত-হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো— (ক) RRYY ও rryy (খ) RRYy ও RrYy (গ) RRyy ও Rryy (ঘ) rrYY ও rrYy
Ans. (ঘ) rrYY ও rrYy
১.১০ নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো—
(ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম। (খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পাঁচার মধ্যে সংগ্রাম (গ) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম (ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম।
Ans. (খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পাঁচার মধ্যে সংগ্রাম |
১.১১ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো—
(ক) অস্তিত্বের জন্য সংগ্রাম (খ) প্রকরণের উৎপত্তি (গ) অর্জিত গুণের বংশানুসরণ
(ঘ) প্রাকৃতিক নির্বাচন
Ans. (গ) অর্জিত গুণের বংশানুসরণ
১.১২ নীচের কোন্ প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে তা শনাক্ত করো—
(ক) শিম্পাঞ্জি (খ) আরশোলা (গ) ময়ূর (ঘ) মৌমাছি
Ans. (ঘ) মৌমাছি
১.১৩ নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—
(ক) খবরের কাগজ (খ) জীবজন্তুর মলমূত্র (গ) পচা পাতা (ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক
Ans. (ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক
১.১৪ নীচের কোন্ সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী—এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো—
(ক) বায়োস্কিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
(খ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্কিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
(গ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার। রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য, বায়োস্কিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
Ans. (গ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার। রিজার্ভ
১.১৫ বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন্ সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—
(ক) যক্ষ্মা (খ) অ্যাজমা (গ) ম্যালেরিয়া। (ঘ) ডেঙ্গু
Ans. (খ) অ্যাজমা
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: ১x২১=২১
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি): ১x৫ = ৫
২.১ ________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
Ans. অ্যাড্রিনালিন
২.২ ________ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।
Ans. DNA
২.৩ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ________ বলে।
Ans. সংকরায়ণ
২.8 জীবন উৎপত্তির আদি পর্যায়ে ________ ছিল কিছু বৃহৎ কোলয়েড অপুর সমন্বয়।
Ans. কোয়াসারভেট
২.৫ সর্পগন্ধা গাছের মূল থেকে ________ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
Ans. রেসারপিন
২.৬ নমুনা বীজকে –196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ________ বলে।
Ans. ক্রায়োসংরক্ষণ
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি): ১x৫ = ৫
২.৭ বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।
Ans. সত্য
২.৮ সপুষ্পক উদ্ভিদের স্ত্রী-স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
Ans. মিথ্যা
২.৯ মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।
Ans. মিথ্যা
২.১০ ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।
Ans. মিথ্যা
২.১১ পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।
Ans. মিথ্যা
২.১২ অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার।
Ans. সত্য
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তন্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি): ১x৫=৫

Ans. ২.১৩ (গ) ২.১৪ (চ) ২.১৫ (ক) ২.১৬ (খ) ২.১৭ (ঘ) ২.১৮ (ঙ)
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ’টি) ১x৬=৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো—গ্নসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।
Ans. অক্সিটোসিন
২.২০ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?
Ans. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল, অর্থাৎ ভিট্রিয়াস হিউমর-এর কাজ হল—প্রতিসারক
২.২১ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে।
প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
জোড়কলম : আম :: — : জবা।
Ans. শাখাকলম
২.২২ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কী?
Ans. হিমোফিলিয়া রোগের জিনটি প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ার জন্য এই রোগটি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।
২.২৩ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
Ans. 1: 2: 1
২.২৪ সমসংঘ অঙ্গ কোন্ ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
Ans. অপসারী বিবর্তন
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্য।
Ans. জলদূষণ
২.২৬ কোন্ ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?
Ans. বায়োস্ফিয়ার রিজার্ভ |
Next Page Click Page 2
You must be logged in to post a comment.