মাধ্যমিক অর্থনৈতিক ভূগোল : ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান
ভারতীয় কৃষির সমস্যা: ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও ভারতীয় কৃষি নানান সমস্যায় জর্জরিত।
ভারতীয় কৃষির এই সমস্ত সমস্যাগুলি হল—
উৎপাদনশীলতা কম:
আধুনিক কৃষি পরিকাঠামোর অভাব এবং কৃষকদের অজ্ঞতার কারণে ভারতীয় কৃষির উৎপাদনশীলতা কম।
মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীলতা:
মৌসুমি বায়ুর ওপর অত্যধিক নির্ভরশীলতা ভারতীয় কৃষির অন্যতম সমস্যা|মৌসুমি বায়ুর অনিশ্চয়তার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়।
প্রাচীন কৃষি পদ্ধতি:
ভারতে এখনও প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এর ফলে ফসলের উৎপাদন যেমন কমে যায় তেমনই সময়ও বেশি লাগে।
অপ্রতুল জলসেচ:
ভারতে মৌসুমি বৃষ্টিপাত সর্বত্র সমানভাবে বণ্টিত নয় বলে কৃষিকাজে জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে।
কিন্তু ভারতের সর্বত্র জলসেচ ব্যবস্থা উপলব্ধ নয় বলে অনেক অঞ্চলেই (পশ্চিম ও দক্ষিণ ভারতে) বছরে একবার মাত্র ফসল ফলানো সম্ভব হয়।
ভারতীয় কৃষির সমস্যার সমাধান:
ভারতীয় কৃষির বহুবিধ সমস্যা সমাধানের জন্য যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলি
হল—
কৃষিজমির সম্প্রসারণ:
উন্নত কলাকৌশল ব্যবহার করে পতিত জমিকে কৃষিজমিতে রূপান্তরিত করা হচ্ছে |
জলসেচের সম্প্রসারণ:
জলসেচ ব্যবস্থাকে উন্নত ও বিজ্ঞানভিত্তিক করে নতুন নতুন কৃষিজমিকে জলসেচের আওতায় আনা হচ্ছে।
উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার:
উন্নত প্রযুক্তির অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে |
জলসেচের সম্প্রসারণ:
জলসেচ ব্যবস্থাকে উন্নত ও বিজ্ঞানভিত্তিক করে নতুন নতুন কৃষিজমিকে জলসেচের আওতায় আনা হচ্ছে।
কৃষিঋণ প্রদান:
কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণদানের উদ্দেশ্যে ভারত সরকার সমবায় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলিকে নির্দেশ প্রদান করছে |