সুন্দরবনের পরিবেশগত সমস্যা : মাধ্যমিক জীবনবিজ্ঞান ( পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ )
প্রশ্ন: সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। অথবা, সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি প্রদত্ত তিনটি সমস্যা শনাক্ত করলে—(i) খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, (ii) নগরায়ণের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস (iii) উষ্ণতা বৃদ্ধির দ্বীপভূমির নিমজ্জন। জীববৈচিত্র্যের ওপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো।
উত্তর : জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই ম্যানগ্রোভ অরণ্য বর্তমানে বিভিন্ন পরিবেশগত সমস্যায় জর্জরিত এবং বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন পরিবেশবিদ্ দ্বারা চিহ্নিত সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলি নীচে আলোচনা করা হল।
i ) নগরায়ণের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস : জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতিস্থাপনের ফলে সুন্দরবনে লবণাম্বু উদ্ভিদের অরণ্য গত
100 বছরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাম্বু উদ্ভিদ ধ্বংসের কারণগুলি হল— (a) গৃহনির্মাণ : গৃহনির্মাণের উপকরণগুলি এলাকার লোকেরা লবণাম্বু উদ্ভিদ থেকে সংগ্রহ করে। ফলে অরণ্য ধ্বংস হয়। (b) ফার্নিচার তৈরি : সুন্দরী গাছের কাঠ থেকে ভালো ফার্নিচার হয় তাই সুন্দরী গাছ বেশি কাটা হচ্ছে এবং এদের সংখ্যা কমতে থাকছে।
(ii) মিষ্টি জলের সংকট : সুন্দরবনে মিষ্টি জলের বড়ো অভাব। ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পর গঙ্গার গতিপথ পরিবর্তিত হওয়ায়
সুন্দরবনে খাঁড়ি ও মোহানা অঞ্চলে মিষ্টি জলের সংকট দেখা দিয়েছে। কম বৃষ্টিপাত ও বন্যার জন্যও এই অঞ্চলে মিষ্টি জলের সংকট
দেখা দিয়েছে। এর ফলাফলগুলি হল— (a) জলে ও মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। (b) মিষ্টি জলে বসবাসকারী মাছ ও প্রাণীদের
সংখ্যা কমে আসছে। (c) সুন্দরী ও আরও অন্যান্য গাছের সংখ্যা কমছে কারণ সুন্দরী গাছ মিষ্টি জল যুক্ত স্থানে ভালো জন্মায়।
(d) বাঘেদের পানীয় জলের অভাব এবং খাঁড়ির কুমির ও রিভার টেরাপিন-এর মতো প্রাণী বিপন্ন হয়ে পড়েছে।
(iii) খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত : বনভূমি ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। খাদ্যের জন্য খাদকেরা নিজস্ব বাসস্থান ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে, যার ফলে মাংসাশী বাঘ সরাসরি মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মারা যাচ্ছে।
(iv) সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি ও দ্বীপভূমির নিমজ্জন : বনভূমি ধ্বংস ও গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য দিন দিন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যার ফল হল— (a) অনেক ছোটো-ছোটো দ্বীপ একদিন ডুবে যাবে। (b) দ্বীপগুলিতে প্রায়ই বন্যা হবে।
(c) দ্বীপগুলির উদ্ভিদ ও প্রাণীরা একদিন হারিয়ে যাবে।
(V) ভূমিক্ষয় : লবণাম্বু উদ্ভিদের মূলগুলি মাটি আঁকড়ে থাকায় ভূমিক্ষয় রোধ হয়। কিন্তু বনভূমি হ্রাস পাওয়ার ফলে এই অঞ্চলে
ভূমিক্ষয় বেড়ে গেছে।