মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

MADHYAMIK SOLVED QUESTIONS

Q. তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে?

Ans=> তড়িৎ অপরিবাহী পদার্থ : যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম অর্থাৎ যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাদের তড়িৎ অপরিবাহী পদার্থ বলে ।যেমন – কাচ, রবার, কাঠ, কাগজ ইত্যাদি ।

Q. তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে? এর শ্রণিবিভাগ করাে।

Ans=> তড়িৎ পরিবাহী পদার্থ : যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম অর্থাৎ যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে ।যেমন – তামা, লােহা, রূপা, গ্যাস-কার্বন, গ্রাফাইট ইত্যাদি।

তড়িৎ পরিবাহী পদার্থগুলিকে তিনভাবে ভাগ করা হয়েছে –

(i) ধাতব পরিবাহী ,

(ii) অধাতব পরিবাহীএবং

(iii) তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ।

Q. বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী?

Ans=> বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী ।

Q. ধাতবপরিবাহী ও অধাত পরিবাহী কাকে বলে? উদাহরণ দাও।

Ans=> ধাতব পরিবাহী : কোনাে কোনাে ধাতব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর উষ্ণতার কোনাে পরিবর্তন ছাড়া এদের কোনাে স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ প্রবাহ বন্ধ হলে পূর্বেকার অবস্থায় ফিরে আসে। এইসব ধাতব পদার্থকে ধাতব পরিবাহী বলে ।যেমন – তামা, লােহা, রূপা ইত্যাদি।

অধাতব পরিবাহী : যে সমস্ত অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্থায়ী রাসায়নিক পরিবর্তন হয় না, তাদের অধাতব পরিবাহী বলে।যেমন – গ্যাস-কার্বন, গ্রাফাইট ইত্যাদি।

Q. ধাতব ও অধাতব পরিবাহীর মধ্য দিয়ে কে তড়িৎ পরিবহন করে?

Ans=> ধাতব ও অধাতব পরিবাহীতে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে।

Q. তড়িৎ-বিশ্লেষ্য পদার্থকাকে বলে?উদাহরণ দাও।

Ans=> তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ : যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ বলে।

উদাহরণ : সাধারণত আয়নীয় যৌগগুলি যেমন – অ্যাসিড (HCl, HNO3, H2SO4, CH3COOH ইত্যাদি),

ক্ষার (NaOH, KOH, Ca(OH)2, NH4OH ইত্যাদি) ও লবণ (NaCl, MgCl2, Na2SO4 ইত্যাদি)

Q. তড়িৎ-বিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহন করে?

Ans=> তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের বিয়ােজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে।

Q. ধাতবপরিবাহী এবং তড়িৎ-বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখাে।

1)তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহীর কোনাে

রাসায়নিক পরিবর্তন হয় না ।কিন্তু তড়িৎ-বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে রাসায়নিক বিয়ােজন ঘটে নতুন পদার্থ সৃষ্টি হয়।

2.মুক্ত ইলেকট্রন ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে।তড়িৎ-বিশ্লেষ্যে আয়ন তড়িৎ পরিবহন করে।

Q. তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

Ans=> তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ : যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, সেইসব পদার্থকে তড়িৎ- অবিশ্লেষ্য পদার্থ বলে ।

যেমন – সাধারণত সমযােজী যৌগগুলি, যেমন – চিনি, পেট্রোল, বেঞ্জিন, অ্যালকোহল, ইউরিয়া, গ্লুকোজ, ইথানল ইত্যাদি ।


আরও দেখুন : মাধ্যমিক চলতড়িৎ সাজেশান


Q. তীব্র তড়িৎ-বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।

Ans=> তীব্র তড়িৎ-বিশ্লেষ্য : যেসব তড়িদবিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত দ্রবীভূত অবস্থায় প্রায় সম্পূর্ণরূপে আয়নে বিয়ােজিত হয়, সেগুলিকে তীব্র তড়িৎ-বিশ্লেষ্য বলে।

যেমন – HCl, HNO3, H2SO4, NaOH, KOH, Ca(OH)2, NaCl, KCl ইত্যাদি

Q. মৃদু তড়িৎ-বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।

Ans=> মৃদু তড়িৎ-বিশ্লেষ্য : যেসব তড়িদবিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত দ্রবীভূত অবস্থায় খুব কম মাত্রায় আয়নে বিয়ােজিত হয়, সেগুলিকে মৃদু তড়িৎ-বিশ্লেষ্য বলে।

CH3COOH, HCOOH, NH4OH, H3PO4, Al(OH)3

Q নীচের কোনগুলি তড়িদবিশ্লেষ্য?

(i) কেরােসিন , সাধারণ লবণের জলীয় দ্রবণ , গলিত কস্টিক পটাশ, গ্রাফাইট ।

(ii) পেট্রোল, কস্টিক সােডার জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ, গলিত সােডিয়াম ক্লোরাইড, গ্রাফাইট ।

(iii) চিনির জলীয় দ্রবণ, লঘু সালফিউরিক অ্যাসিড, বিশুদ্ধ জল, ক্যালশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, স্বর্ণ , পারদ।

Ans=> (i) তড়িদবিশ্লেষ্য পদার্থ : সাধারণ লবণের জলীয় দ্রবণ , গলিত কস্টিক পটাশ

(ii) তড়িদবিশ্লেষ্য পদার্থ : কস্টিক সােডার জলীয় দ্রবণ, গলিত সােডিয়াম ক্লোরাইড

(iii) তড়িদবিশ্লেষ্য পদার্থ : লঘু সালফিউরিক অ্যাসিড, ক্যালশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ

Q. নীচের তালিকা থেকে তড়িদ-বিশ্লেষ্য ও তড়ি-অবিশ্লেষ্য চিহ্নিত করাে।

কেরােসিন, গলিত পটাশিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, খাদ্যলবণের জলীয় দ্রবণ

Ans=> তড়ি-বিশ্লেষ্য পদার্থ:গলিত পটাশিয়াম ক্লোরাইড, খাদ্যলবণের জলীয় দ্রবণ

তড়ি-অবিশ্লেষ্য পদার্থ : কেরােসিন, চিনির জলীয় দ্রবণ

Q. নীচের পদার্থগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিবাহী,কোনটি তড়িদবিশ্লেষ্য ও কোনটি তড়িৎ অবিশ্লেষ্য লেখাে : খাদ্যলবণ,তুঁতে,গ্রাফাইট,গ্লকোজ, চিনি , NaOH ,পারদ

Ans=> তড়িৎ পরিবাহী : গ্রাফাইট , পারদ।

তড়িদবিশ্লেষ্য : খাদ্য লবণ , তুঁতে , NaOH

তড়িৎ অবিশ্লেষ্য : গ্লুকোজ , চিনি ,গ্লকোজ ।

Q. সাধারণ লবণের জলীয় দ্রবণতড়িৎ পরিবহন করতে পারে কিন্তু চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করতে পারেনা কেন?

Ans=> সাধারণ লবণ তড়িদবিশ্লেষ্য পদার্থ, তাই জলীয় দ্রবণে আয়নিত হয়ে আয়ন উৎপন্ন করে যারা তড়িৎ পরিবহন করে।কিন্তু চিনি তড়িৎ -অবিশ্লেষ্য পদার্থ, তাই জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাই তড়িৎ পরিবহন করে না।

Q. সােডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ এর কুপরিবাহী কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িতের সুপরিবাহী -ব্যাখ্যা করাে।

Ans=> সােডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় কেলাসাকার। কেলাসের মধ্যে Na+ ও Cl- আয়নগুলির মধ্যে স্থিরতড়িৎ আকর্ষন বলের প্রভাবে কেলাসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তড়িৎ পরিবহনের জন্য আয়নগুলিকে গতিশীল হতে হবে । কিন্তু যেহেতু আয়নগুলি স্থির অবস্থায় থাকে , তাই কঠিন NaCl তড়িৎ পরিবহনে অক্ষম।গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে NaCl বিয়ােজিত হয়ে Na+ ও cl- আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলিই তড়িৎ পরিবহন করে।

Q. নিম্নের পদার্থগুলির মধ্যে তড়িৎ পরিবাহীগুলিকে চিহ্নিত করাে এবং ওই পরিবাহীগুলির মধ্যে তড়িদাধানের বাহক গুলির নাম লেখাে :কাচ,রূপা, অ্যাসিডযুক্ত জল, পলিথিন।

Ans=> রূপা ও অ্যাসিডযুক্ত জল তড়িৎ পরিবাহী।

রূপার মুক্ত ইলেকট্রন তড়িদাধানের বাহক হিসাবে কাজ করে এবং অ্যাসিডযুক্ত জলে আয়ন তড়িদাধানের বাহক হিসাবে কাজ করে ।

Q. HCl (গ্যাস) তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl এর জলীয় দ্রবণতড়িৎ পরিবহন করে কেন?

Ans=> HCl গ্যাস বিয়ােজিত হয়ে H+ ও Cl- আয়ন উৎপন্ন করতে পারে না, তাই HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না।

অপরদিকে, HCl গ্যাস জলে দ্রবীভূত হয়ে HCl অণু বিয়ােজিত হয়ে H+ ও Cl- আয়ন উৎপন্ন করে।HCl এর জলীয় দ্রবণে H+ ও Cl- আয়ন থাকায় HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে।

Q. তড়িদবিশ্লেষ্যগুলি কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে?

Ans=> গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়।

Q. ভােল্টমিটার কাকে বলে?

Ans=> ভােল্টমিটার : যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য রেখে পদার্থটির তড়িৎ-বিশ্লেষণ করা হয় তাকে ভােল্টামিটার বলে ।

Q. তড়িদ্দার কাকে বলে?

Ans=> তড়িদ্দার : ভােল্টামিটারে তড়িদবিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতব পাত যেমন -গ্রাফাইট দন্ড আংশিকভাবে ডুবিয়ে রেখে তাদের মধ্য দিয়ে তড়িৎবিশ্লেষ্যে তড়িৎ চালনা করা হয়, এই পাত বা দন্ড দুটিকে তড়িদ্দার বলে।

Q. অ্যানােড ও ক্যাথােড কাকে বলে?

Ans=> অ্যানােড : ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দারকে অ্যানােড বলে ।

ক্যাথােড : ব্যাটারির নেগেটিভ বা ঋনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্দারকে ক্যাথােড বলে।

Q. আয়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে?

Ans=> আয়ন : তড়িৎগ্রস্থ পরমাণু বা মূলককে আয়ন বলে ।

ক্যাটায়ন : ধনাত্মক বা পজিটিভ পরমাণু বা মূলককে ক্যাটায়ন বলে

অ্যানায়ন : ঋনাত্মক বা নেগেটিভ পরমাণু বা মূলককে অ্যানায়ন বলে।

Q’তড়িদ বিশ্লেষণ কাকে বলে?

Ans=> তড়িদবিশ্লেষণ : যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়ােজনের ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তড়িদবিশ্লেষণ বলে।

Q. তড়িবিশ্লেষণ ঘটানাের জন্য সমপ্রবাহ বা DC ব্যবহার করতে হয়,পরিবর্তীতড়িৎপ্রবাহ বা AC ব্যবহার করা যায় না কেন?

Ans=> গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে সমপ্রবাহ বা DC চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথােডে এবং অ্যানায়নগুলি অ্যানােডের দিকে গতিশীল হয় এবং তাদের তড়িদবিশ্লেষণ ঘটে ।কিন্তু পরিবর্তী তড়িৎ প্রবাহ বা AC পাঠালে তড়িদ্দারের সঙ্গে যুক্ত মেরুদ্বয়ের চার্জ প্রতিমুহূর্তে পরিবর্তিত হয় ।ফলে এই মুহূর্তে যা ক্যাথােড, পরমুহূর্তে তা অ্যানােডে পরিনত হবে এবং অ্যানােডও তৎক্ষণাৎ ক্যাথােডে পরিবর্তিত হবে। ফলে ক্যাটায়ন বা অ্যানায়ন কোনাে নির্দিষ্ট অভিমুখে যেতে পারবে না এবং ক্যাথােড ও অ্যানােডের বিক্রিয়া ঘটবে না।এজন্য তড়িদবিশ্লেষণ ঘটানাের জন্য সমপ্রবাহ বা DC ব্যবহার করা হয় এবং পরিবর্তী তড়িৎ প্রবাহ বা AC ব্যবহার করা যায় না ।

Q. গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী কী পদার্থ উৎপন্ন হয়? ক্যাথােড ও অ্যানােডের বিক্রিয়া দুটি লেখাে।

Ans=> গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড সােডিয়াম ধাতু ও অ্যানােডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. সােডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী কী পদার্থ উৎপন্ন হয়?ক্যাথােড ও অ্যানােডের বিক্রিয়াদুটি লেখাে।

Ans=> সােডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড হাইড্রোজেন গ্যাস ও অ্যানােডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. সােডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী কী পদার্থউৎপন্ন হয়? ক্যাথােড ও অ্যানােডের বিক্রিয়াটি লেখাে।

Ans=> সােডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড হাইড্রোজেন গ্যাস ও অ্যানােডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করে H2SO4 দ্বারা অম্লায়িত CuSO4 এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী কী পদার্থ উৎপন্ন হয়?ক্যাথােড ও অ্যানােডের বিক্রিয়া দুটি লেখাে।

Ans=> ক্যাথােডে কপার সঞ্চিত হয় এবং অ্যানােডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. জলের তড়িবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী কী পদার্থ উৎপন্ন হয়।ক্যাথােড ও অ্যানােডে সংঘটিত বিক্রিয়াগুলি দেখাও।

Ans=> জলের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড দুই আয়তনের হাইড্রোজেন গ্যাস ও অ্যানােডে এক আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. বিশুদ্ধ জলের তড়িদবিশ্লেষ করার জন্য জলের সঙ্গে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যােগ করা হয় কেন?

Ans=> বিশুদ্ধ জল অতি মৃদু তড়িদবিশ্লেষ্য, বিশুদ্ধ জলে খুব কম সংখ্যক জলের অণু বিয়ােজিত হয়ে H+ ও OH-আয়ন উৎপন্ন করে। তাই বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম।কিন্তু বিশুদ্ধ জলে সামান্য পরিমাণে কোনাে তড়িদবিশ্লেষ্য (যেমন – অ্যাসিড, ক্ষার বা লবণ) যােগ করলে জলের বেশির ভাগ অণু আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ ও OH-আয়ন উৎপন্ন করে। এর ফলে তড়িদবিশ্লেষণ সম্ভব হয়।তাই, বিশুদ্ধ জলের তড়িদবিশ্লেষণ করার জন্য জলের সঙ্গে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যােগ করা হয় ।

Q. কপার তড়িদ্দারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথােড ও অ্যানােডে কী ঘটে? ক্যাথােড ও অ্যানােডে সংঘটিত বিক্রিয়াগুলি দেখাও।

Ans=> ক্যাথােডে কপার সঞ্চিত হবে এবং অ্যানােডের কপার ক্ষয়প্রাপ্ত হবে।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. তড়িবিশ্লেষণের ব্যবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।

Ans=> তড়িদবিশ্লেষণের ব্যবহারিক প্রয়ােগ :

(6) ধাতু নিষ্কাষন : তড়িদবিশ্লেষণ পদ্ধতি প্রয়ােগ করে সােডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয়।

(i) ধাতু বিশুদ্ধিকরণ : তড়িদবিশ্লেষণ পদ্ধতি প্রয়ােগ করে কপার, জিংক, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু বিশুদ্ধিকরণ করা হয়।

(iii) তড়িৎলেপন : অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর তড়িৎলেপনে তড়িদবিশ্লেষণ পদ্ধতি প্রয়ােগ করা হয়।

Q. তড়িৎলেপন কাকে বলে? এর উদ্দেশ্য কী উল্লেখ করাে।

Ans=> তড়িৎলেপন : তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু (লােহা, তামা ইত্যাদি) বা ধাতু সংকরের (পিতল) তৈরি বস্তুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর (নিকেল, রূপা, সােনা, প্ল্যাটিনাম ইত্যাদি) প্রলেপ দেওয়ার পদ্ধতিতে তড়িৎলেপন বলে।

তড়িৎলেপন-এর উদ্দেশ্য:

1)ধাতব পদার্থগুলিকে বাহ্যিক ক্রিয়া (জল, বায়ু) ও রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎলেপন করা হয়। যেমন – লােহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লােহার বস্তুর ওপর নিকেল, টিন, জিংক ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয় ।

(i) ধাতব পদার্থের সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য তড়িৎলেপন করা হয়। যেমন – পিতলের গয়নার ওপর সােনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়।

Q. স্টিলের চামচের ওপর গােন্ডের প্রলেপ দিতে ক্যাথােড, অ্যানােড ও তড়িৎ-বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করতে হবে?

Ans=> স্টিলের চামচের ওপর গােল্ডের প্রলেপ দিতে ক্যাথােড হিসাবে স্টিলের চামচ, অ্যানােড হিসাবে বিশুদ্ধ সােনার পাত এবং তড়িৎবিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরােসায়ানাইড (K[Au(CN)2) এর জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে ।

Q. একটি টিনের আংটির ওপর রূপা বা সিলভারের প্রলেপ দিতে কাথােড,অ্যানােড ও তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করতে হবে?

Ans=> একটি টিনের আংটির ওপর রূপার প্রলেপ দিতে ক্যাথােড হিসাবে টিনের আংটি, অ্যানােড হিসাবে বিশুদ্ধ রূপার পাত এবং তড়িৎবিশ্লেষ্যরূপে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড (K[Ag(CN)2) এর জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে ।

Q. লােহার দ্রব্যের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথােড,অ্যানােড ও তড়িৎ-বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করতে হবে?

Ans=> লােহার দ্রব্যের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথােড হিসাবে লােহার দ্রব্যটি, অ্যানােড হিসাবে বিশুদ্ধ নিকেলের পাত এবং তড়িৎবিশ্লেষ্য রূপে অ্যামােনিয়াম সালফেট ও সামান্য বােরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট (NiSO4) এর জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে ।

Q. গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন কেন করা হয়?

Ans=> গ্যালভানাইজেশন : আয়রনের তৈরি বস্তকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এসব বস্তুর ওপর জিংক ধাতুর পাতলা প্রলেপ দেওয়া হয়। জিংকের প্রলেপ দেওয়ার এই পদ্ধতিকে দস্তা-লেপন বা জিংক লেপন বা গ্যালভানাইজেশন বলে।

⏩ গ্যালভানাইজেশন করার কারণ : জিংক ও আয়রন একসঙ্গে থাকলে বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্পের আক্রমণে আয়রনের আগেই জিংক জারিত হয়। ফলে জিংকের উপস্থিতিতে আয়রন জারনের হাত থেকে রক্ষা পায়

Q. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুনিষ্কাশনে ক্যাথােড,অ্যানােড ও তড়িৎ-বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করতে হবে?ক্যাথােড ও অ্যানােডে সংঘটিত বিক্রিয়াগুলি দেখাও।

Ans=> তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথােড ও অ্যানােড হিসাবে গ্রাফাইটের দন্ড এবং তড়িৎ-বিশ্লেষ্য হিসাবে 60% ক্রায়ােলাইট (AIF3.3NaF), 20% ফুওস্পার (CaF2) ও 20% বিশুদ্ধ অ্যালুমিনা(Al2O3) এর গলিত মিশ্রণ ব্যবহার করা হয় ।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

Q. বিশুদ্ধ অ্যালুমিনা থেকে তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে Al ধাতু নিষ্কাশনে ক্রায়ােলাইট ও ফ্লুওস্পারের ভূমিকা কি?

Ans=> 1) অ্যালুমিনার গলনাঙ্ক 2050°C কিন্তু 60% ক্রায়ােলাইট ও 20% ফুওস্পার ও 20% অ্যালুমিনাযুক্ত মিশ্রনের গলনাঙ্ক 900°C এর ফলে তড়িৎবিশ্লেষ্যকে গলিত অবস্থায় রাখতে কম তড়িৎ শক্তি খরচ হয়। এছাড়া নিম্ন উষ্ণতায় ধাতব Al বাষ্পীভূত হয়ে নষ্ট হয় না। আবার এই নিম্নতর উষ্ণতায় Al গলিত মিশ্রণ অপেক্ষা ভারী হওয়ায় উৎপন্ন Al গলিত মিশ্রণের নীচে থাকে এবং একে সহজে সংগ্রহ করা যায় ।

2) গলিত ক্রায়ােলাইট অ্যালুমিনার (Al2O3) দ্রাবকরকে কাজ করে।

3) ফুওস্পারের উপস্থিতিতে গলিত মিশ্রণের সান্দ্রতা হ্রাস পায় , ফলে মিশ্রণের তারল্য বৃদ্ধি পায়।

Q. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে কি ভাবে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুত করা হয়?অথবা, তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথােড, অ্যানােড ও তড়িৎ-বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করা হয়?অথবা, কপার ধাতুর বিশােধন কিভাবে করা হয়?

Ans=> কপার বিশােধন : লেডের আস্তরণযুক্ত তড়িদবিশ্লেষণ পাত্রে 10-15% কপার সালফেট ও 5 – 10%সালফিউরিক অ্যাসিডের মিশ্র দ্রবণকে তড়িৎবিশ্লেষ্য হিসাবে ব্যবহার করে এবং অশুদ্ধ কপারের মােটা দন্ড অ্যানােড এবং বিশুদ্ধ কপারের পাত ক্যাথােড হিসাবে পরপর সারিবদ্ধভাবে সাজিয়ে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানাে হয়। এর ফলে দ্রবণের কপার আয়ন (Cu2+) ক্যাথােডে গিয়ে ইলেকট্রন গ্রহন করে তড়িমুক্ত হয়ে ক্যাথােডের ওপর জমা হয় এবং অ্যানােডের কপার ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন হিসাবে দ্রবণে মিশে যায়। এভাবে ক্যাথােডে 99.99% বিশুদ্ধ কপার পাওয়া যায় ।

বিক্রিয়া :পাঠ্যপুস্তক থেকে লেখো।

অ্যানােড কাদা কী? এর গুরুত্ব কী?

Ans=> অ্যানােড কাদ : অশুদ্ধ কপার থেকে তড়িৎ-বিশােধন প্রক্রিয়ায় বিশুদ্ধ কপার ধাতু নিষ্কাশনের সময় মসলিনের থলিতে রাখা অ্যানােডে অশুদ্ধ কপারের সঙ্গে অশুদ্ধিরূপে সামান্য পরিমাণ গােল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু থাকে। এই ধাতুগুলি অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে সমলিন থলিতে জমা হয়। একে অ্যানােড কাদা (বা অ্যানােড মাড) বলে ।

গুরুত্ব : অ্যানােড কাদা থেকে গােল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু পাওয়া যায় ।

IMPORTANT MCQ TYPE QUESTIONS :

সিলভার প্লেটিং এর জন্য প্রয়ােজনীয় তড়িৎ বিশ্লেষ্যটির নাম কী ? Ans- পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড

একটি মৃদু তড়িৎবিশ্লেষ্যটির নাম লেখাে ? Ans- অ্যাসিটিক অ্যাসিড

রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও । Ans- ব্যাটারি

তড়িৎবিশ্লেষ্য দ্রবণের মধ্যে কে তড়িৎ পরিবহন করে ? Ans- আয়ন

তড়িৎ বিশ্লেষণে AC না DC কোন্ তড়িৎ ব্যবহার করা হয় ? Ans:DC

তড়িৎবিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?Ans= তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে।

কোনটিতে বিজারণ ঘটে – ক্যাথােডে না অ্যানােডে ?Ans—ক্যাথােডে

কোনটিতে জারণ ঘটে – ক্যাথােডে না অ্যানােডে ?Ans- অ্যানােডে

তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথােডে আগত আয়নগুলি জারিত হয় না বিজারিত হয় ? Ans- বিজারিত হয়

তড়িৎবিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে ?Ans— বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ।

একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের নাম লেখাে । Ans- অ্যামােনিয়াম হাইড্রক্সাইড (NH4OH)

যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেই পাত্রের নাম কী ? Ans- ভােল্টামিটার

তড়িৎ বিশ্লেষণে অ্যানায়ন কোন্ তড়িদ্দারে আকৃষ্ট হয় ? Ans- অ্যানােডে

তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি অধাতুর নাম লেখাে । Ans- গ্রাফাইট

তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি ধাতুর নাম লেখাে। ⏩তামা

@copyright 2021 Rlearn Education.

4 thoughts on “মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া”

Comments are closed.