বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাঙালির বিজ্ঞানচর্চা – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
MCQ প্রশ্নোত্তর [ মান ১ ]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৮২৭ খ্রিস্টাব্দে (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৭ খ্রিস্টাব্দে
Ans. (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
2. এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম
(ক) পানন কর্মকার (খ) রাজা রাজেন্দ্রলাল মিত্র (গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ans. (খ) রাজা রাজেন্দ্রলাল মিত্র
3. কুন্তলীন পুরস্কার কে প্রবর্তন করেন?
(ক) রসিকলাল দত্ত (খ) হেমেন্দ্রমোহন বসু (গ) সুকুমার রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. (খ) হেমেন্দ্রমোহন বসু
4. বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা-
(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) মেঘনাদ সাহা (গ) সত্যেন্দ্রনাথ বসু (ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য
Ans. (ক) প্রফুল্লচন্দ্র রায়
5. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি?
(ক) নীলরতন সরকার (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) রাধাগোবিন্দ কর (ঘ) মহেন্দ্রলাল সরকার
Ans. (ঘ) মহেন্দ্রলাল সরকার
6. কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিমাইন’ আবিষ্কার করেন
(খ) বনবিহারী মুখোপাধ্যায় (গ) মহেন্দ্রলাল সরকার (ঘ) চনীলাল বসু
Ans. (ক) স্যার উপেন্দ্রনাথ ব্ৰত্মচারী
7. হিন্দু কলেজটির নতুন নামকরণ হয়।
(ক) প্রেসিডেন্সি কলেজ (খ) স্কটিশচার্চ কলেজ (গ) সেন্ট পলস কলেজ (ঘ) সেন্ট ক্যাথিড্রাল কলেজ
Ans. (ক) প্রেসিডেন্সি কলেজ
8. বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল?
(ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন (খ) জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন (গ) শিবপুর বোটানিক্যাল গার্ডেন (ঘ) কোম্পানির বোটানিক্যাল গার্ডেন
Ans. (ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
1. বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো।
2. বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান লেখো।
3. বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করে।
অথবা, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কী নামে পরিচিত ? জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও।