বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাঙালির ক্রীড়াসংস্কৃতি – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. প্রথম এশীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন?
(ক) গোবর গুহ (খ) ফণীন্দ্রকৃয় গুপ্ত (গ) রাখালচন্দ্র ঘোষ (ঘ) দারা সিং
Ans. (ক) গোবর গুহ
2. ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন—
(ক) শ্যামসুন্দর মিত্র (খ) কুমারেশ সেন (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী (ঘ) যতীন্দ্রচরণ গুহ
Ans. (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
3. নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন?
(ক) তিরন্দাজি (গ) ব্যাডমিন্টন (ঘ) ব্রতচারী
Ans. (খ) কবাডি
4. বাংলা ক্রিকেটের ধাত্রীগৃহ
(ক) স্পোর্টিং ইউনিয়ন ক্লাব (খ) ক্যালকাটা ক্রিকেট ক্লাব (গ) শোভাবাজার ক্লাব (ঘ) মোহনবাগান ক্লাব
Ans. (ক) স্পোর্টিং ইউনিয়ন ক্লাব
5. নগেন্দ্রপ্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সুচনা করেন?
(ক) টাউন ক্লাব (খ) স্পোর্টিং ক্লাবে (গ) শোভাবাজার ক্লাবে (ঘ) ন্যাশনাল ক্লাবে
Ans. (খ) স্পোর্টিং ক্লাবে
6. ভলিবল খেলাটির আবিষ্কারক কে?
(ক) উইলিয়াম জি, মর্গান (খ) জন কোচরেন। (গ) শ্রীভাই নুরুলকার (ঘ) রানি লক্ষ্মীবাঈ
Ans. (ক) উইলিয়াম জি, মর্গান
7. কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো-খো খেলা শুরু হয়?
(ক) ফণী ভট্টাচার্য (খ) দিলীপ রায় (গ) ভূপতি মজুমদার (ঘ) বাঘা সোম
Ans. (গ) ভূপতি মজুমদার
8. ১৮৯৩ সালে আই.এফ.এ শিল্ড প্রতিযোগিতায়। প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায়
(ক) ডালহৌসি ক্লাব (খ) প্রেসিডেন্সি ক্লাব (গ) ক্যালকাটা এফ. সি. ক্লাব (ঘ) শোভাবাজার ক্লাব
Ans. (ঘ) শোভাবাজার ক্লাব
9. ব্রতচারীর উদ্ভাবক হলেন—
(ক) নবগোপাল মিত্র (খ) প্রিয়দারঞ্জন দত্ত (গ) প্রিয়নাথ বসু
Ans. (ঘ) গুরুসদয় দত্ত
রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
1. প্রথম বাঙালি সাঁতারু কে? সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো।
অথবা, বাংলার দু’জন সাঁতারুর পরিচয় দাও।
2. বাঙালির ক্রীড়াসংস্কৃতির ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো।
অথবা, ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো।
অথবা, বিশ্বক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো।
3. বাংলার ক্রিকেটের জনক কে? সংক্ষেপে বাঙালির ক্রিকেট ইতিহাসের পরিচয় দাও।
অথবা, বাঙালির ক্রিকেট সংস্কৃতির ধারাটির পরিচয় দাও।
4. রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, ‘দাবা’ খেলায় আমাদের রাজ্য একটি বিশেষ সুনাম অর্জন করেছে— আলোচনা করো।