বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাঙলির চিত্রকলা

বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাঙলির চিত্রকলা – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো

1. শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের (খ) দেবীপ্রসাদ রায়চৌধুরীর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরের (ঘ) গুণেন্দ্রনাথ ঠাকুরের

Ans. (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরের

2. বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা ৭৭ ফুট বিস্তৃত, ৮ ফুট দীর্ঘ মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত ছবিটি কার সৃষ্টি?

(ক) বিনোদবিহারী মুখোপাধ্যায়ের (খ) রামকিঙ্কর বেইজ-এর (গ) দেবীপ্রসাদ রায়চৌধুরীর (ঘ) জয়নুল আবেদিনের

Ans. (ক) বিনোদবিহারী মুখোপাধ্যায়ের

3. ‘অষ্টসহাস্ৰিকা-প্রজ্ঞাপারমিতা’ নামের তালপাতার পুঁথিটির বারোটি রঙিন ছবির সময়কাল

(ক) আনুমানিক ৯৮৩ খ্রি: (খ) আনুমানিক ৯০০ খ্রি: (গ) আনুমানিক ৯৩৩ খ্রি: (ঘ) আনুমানিক ৯৮০ খ্রি:

Ans. (ক) আনুমানিক ৯৮৩ খ্রি:

4. অভিধানে ‘পট’ শব্দটির অর্থ

(ক) পতাকা (খ) পুস্তক (গ) চিত্র (ঘ) সংগীত

Ans. (গ) চিত্র

5. লন্ডনে ‘গ্রেট ইগজিবিশন’ প্রদর্শিত হয় কত সালে?

(ক) ১৮৫০ সালে (খ) ১৮৫১ সালে (গ) ১৮০০ সালে (ঘ) ১৮৫৪ সালে

Ans. (খ) ১৮৫১ সালে

6. জুবিলি আর্ট আকাডেমি’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) রণদাপ্রসাদ গুপ্ত (খ) হেনরি হোভার লক (গ) আর্নেস্ট বিনকিন্ড হ্যাভেল (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

Ans. (ক) রণদাপ্রসাদ গুপ্ত

রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
1. বাঙালির চিত্রকলা চর্চার ধারায় বিনোদবিহারী মুখোপাধ্যায় অথবা দেবীপ্রসাদ রায়চৌধুরীর অবদান আলোচনা করো।

2. চিত্রকর যামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা চর্চা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো।

অথবা, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানোনা লেখো।

3. বাঙালির চিত্রকলা চর্চার ধারায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো।