বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাংলা চলচ্চিত্রের কথা

বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাংলা চলচ্চিত্রের কথা – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩


MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো

1. হিরালাল সেন ও মতিলাল সেন ভ্রাতৃদ্বয় কবে ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ তৈরি করেন?

(ক) ১৮৯৮ সালে (খ) ১৮৯৬ সালে (গ) ১৮৯৯ সালে (ঘ) ১৮৮০ সালে

Ans. (ক) ১৮৯৮ সালে

2. ভারতীয় চলচ্চিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন?

(ক) মতিলাল সেন (খ) লুই লুমিয়ের (গ) অগাস্ট (ঘ) হিরালাল সেন

Ans. (খ) লুই লুমিয়ের

3. ১৯৬২ সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক’ কবে মুক্তি পায়?

(ক) ১৯৭৭ সালে (খ) ১৯৫৩ সালে (গ) ১৯৫৫ সালে (ঘ) ১৯৭০ সালে

Ans. (ক) ১৯৭৭ সালে

4. কত সালে প্রথম বাংলা সবাক সিনেমা মুক্তি পেয়েছিল?

(ক) ১৯৩৬ সালের ১৬ এপ্রিল (খ) ১৯১৩ সালের ১৩ মে (গ) ১৯২৯ সালের ১ জানুয়ারি (ঘ) ১৯৩১ সালের ১১ এপ্রিল

Ans. (ঘ) ১৯৩১ সালের ১১ এপ্রিল

5. ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটককে চলচ্চিত্রায়িত করেন ?

(ক) শ্যামা (খ) রাজা (গ) চিত্রাঙ্গদা (ঘ) নটীর পূজা

Ans. (ঘ) নটীর পূজা

6. মৃণাল সেনের প্রথম ছবি হলো—

(ক) রাতভোর (খ) নীল আকাশের নীচে (গ) আকালের সন্ধানে (ঘ) কোরাস

Ans. (ক) রাতভোর

রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]

1. বাংলা তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও।

অথবা, বাংলা চলচ্চিত্রের ধারায় তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও।

2. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

অথবা, বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংহের অবদান আলোচনা করো।