বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাংলা গানের ধারা

বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি – বাংলা গানের ধারা – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো

1. সত্যজিৎ রায়ের পথের পাঁচালী’র সংগীত পরিচালকের নাম কী?

(ক) আলাউদ্দিন খান (খ) আলি আকবর খান (গ) ওস্তাদ রশিদ খান (ঘ) পণ্ডিত রবিশংকর

Ans. (ঘ) পণ্ডিত রবিশংকর

2. ‘পক্ষীর জাতিমালা’ নামে সমের পাঁচালি দল কে গড়েন?

(ক) শিবচন্দ্র ঠাকুর (খ) রামনারায়ণ মিশ্র (গ) গৌরহরি দাস মহাপাত্র (ঘ) যতীন্দ্রমোহন ঠাকুর

Ans. (গ) গৌরহরি দাস মহাপাত্র

3. চর্যার যুগে সংগীতে ক’টি অঙ্গ দেখা যায় ?

(ক) একটি (খ) পাঁচটি (গ) চারটি (ঘ) ছয়টি

Ans. (ঘ) ছয়টি

4. “ওই মহাসিন্ধুর ওপার হতে” গানটির রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অতুলপ্রসাদ সেন (গ) দ্বিজেন্দ্রলাল রায় (ঘ) রজনীকান্ত সেন

Ans. (গ) দ্বিজেন্দ্রলাল রায়

5. “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই” গানটি কার রচনা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অতুলপ্রসাদ সেন (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) রজনীকান্ত সেন

Ans. (ঘ) রজনীকান্ত সেন

6. ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা কে করেন?

(ক) সলিল চৌধুরী (খ) বাহাদুর খাঁ (গ) পণ্ডিত রবিশংকর (ঘ) জ্যোতিরিন্দ্র মৈত্র

Ans. (ক) সলিল চৌধুরী

রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]

1. কিশোর কুমার-এর প্রকৃত নাম কী? বাংলা গানের ধারায় তার অবদান আলোচনা করো।

2. বাংলা গানের ধারায় অতুলপ্রসাদ সেন অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো।

3. বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক দু’জন বিশিষ্ট গীতিকারের নাম লেখো।

4. সংগীত জগতে মান্না দে-র ভূমিকা আলোচনা করো।

অথবা, বাংলা গানের ইতিহাসে মান্না দে-র অবদান আলোচনা করো।