বাংলা ভারতীয় গল্প অলৌকিক – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
MCQ প্রশ্নোত্তর [ মান ১ ]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. “গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।” গল্পটা হলো—
(ক) বলী কান্ধারীর গল্প (খ) শিষ্য মর্দানার জলপানের গল্প (গ) শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্প (ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
Ans. (ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
2. “সেখানে ঘনঘন সাকা হল”- “সাকা’ শব্দের অর্থ কী?
(ক) সাদা কালোয় মিশ্রণ করা (খ) মহৎ কাজে প্রাণোৎসর্গ করা (গ) অরন্ধন করা (ঘ) উৎসব করা
Ans. (খ) মহৎ কাজে প্রাণোৎসর্গ করা
3. “মার সঙ্গে তর্ক শুরু করি।” এর কারণ—
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয় (খ) পাথর ছুড়ে মারা সম্ভব নয় (গ) পাথর অদৃশ্য করা সম্ভব নয় (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব নয়
Ans. (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব নয়
4. ‘গুরু নানকের পায়ের কাছে প্রায় মুছিত হয়ে পড়ল’— কার কথা বলা হয়েছে?
(ক) লেখকের (খ) বলী কান্ধারীর (গ) ভাই মর্দানার (ঘ) লেখকের মায়ের
Ans. (গ) ভাই মর্দানার
5. ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে, তা হলো—
(ক) জয় মহাদেব (খ) জয় জগন্মাতা (গ) জয় নিরঙ্কর (ঘ) জয় মহাদিদেব
Ans. (গ) জয় নিরঙ্কর
6. হাসান আব্দালের বর্তমান নাম কী ?
(ক) বলী কান্ধারী (খ) পাঞ্জাসাহেব (গ) আব্দাল (ঘ) হাসান
Ans. (খ) পাঞ্জাসাহেব
7. বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ?
(ক) চার বার (খ) এক বার (গ) দু’বার (ঘ) তিন বার
Ans. (ঘ) তিন বার
8. “মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম।” তর্কের বিষয়। হলো—
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া (গ) পাথর অদৃশ্য করা (ঘ) পাথর ছুড়ে মারা
Ans. (খ) হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান ১ ]
1. “চোখের জলটা তাদের জন্য এখানে কাদের কথা বলা হয়েছে?
Ans. আলোচ্য বাক্যটিতে যারা জীবনকে তুচ্ছ করে ট্রেন থামিয়েছিল তাদের কথা বলা হয়েছে।
2. “তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন…” উক্তিটি কার?
Ans. আলোচ্য উক্তিটি গল্পকারের মায়ের।
3. “তাকে সামনের পাথরটা তুলতে বলেন।” পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল?
Ans. গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথর তুলতেই দেখা গেল জলের ঝরনা বেরিয়ে এসেছে।
4. “ওঁর কাছে জল পেতে পার।” কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন?
Ans. জনৈক দরবেশ বলী কান্ধারীর কাছে জল পাওয়া যেতে পারে। গুরু নানকের শিষ্য মর্দানা পিপাসার্ত ছিলেন, তাই তার জন্য জলের প্রয়োজন হয়েছিল।
5. “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।” গল্পটা কী?
Ans. গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন, এই গল্পটিই লেখক স্কুলে শুনেছিলেন।
6. মর্দানা কে ছিলেন?
Ans. মর্দানা ছিলেন গুরু নানকের একজন অত্যন্ত প্রিয়ভাজন শিষ্য।
7. “আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডষ জল দেব না।” কে, কাকে কাফের বলেছে?
Ans. অলৌকিক গল্প থেকে সংকলিত উদ্ধৃতাংশটিতে বলী কান্ডারী গুরু নানককে কাফের বলেছে।
8. “গল্পটা মনে পড়লেই হাসি পেত।” কোন গল্পের কথা বলা হয়েছে?
Ans. গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন। এই গল্পটি মনে পড়লেই লেখকের হাসি পেত।
9. “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি।” কোন গল্পের কথা বলা হয়েছে?
Ans. গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন, এই গল্পের কথাই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে।
রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
1. “মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন।” ঘটনাটির বর্ণনা দাও এই ঘটনা শোনার পর বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল?
2. “গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে।” ‘গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো।
3. “গল্পটা মনে পড়লেই হাসি পেত।” কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত?
অথবা, “গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।” গল্পটি নিজের ভাষায় লেখো।
অথবা, “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি”– কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে বর্ণনা করো।
4. “পাঞ্জাসাহেবে পৌছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।” আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও।