বাংলা ভাষা – ধ্বনিতত্ত্ব – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. তাড়িত অল্পপ্রাণ ধ্বনিটি—-
(ক) র (খ) ড় (গ) ল (ঘ) শ
Ans. (খ) ড়
2. বাংলার স্বরধ্বনির সংখ্যা
(ক) ৫ (খ) ৭ (গ) ৯ (ঘ) ১১টি
Ans. (খ) ৭
3. নীচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
(ক) কণ্ঠ (খ) তালু (গ) দন্ত (ঘ) মস্তক
Ans. (ঘ) মস্তক
4. নীচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় ?
(ক) দন্ত (খ) নাসিকা (গ) কর্ণ (ঘ) কণ্ঠ
Ans. (গ) কর্ণ
5. ‘ল’ ধ্বনিটি
(ক) কম্পিত ধ্বনি (খ) নাসিক্য ধ্বনি (গ) উষ্ম ধ্বনি (ঘ) পার্শ্বিক ধ্বনি
Ans. (ঘ) পার্শ্বিক ধ্বনি
6. পার্শ্বিক ধ্বনি বলা হয়—
(ক) ম (খ) র (গ) ল (ঘ) শ
Ans. (গ) ল
7. বাংলায় অর্ধ স্বরধ্বনি হলো—
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
Ans. (গ) ৪টি
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান ১ ]
1. লোক নিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও।
Ans. দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদানপ্রদানে ফলে কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে তাকে লোক নিরুক্তি বলে। যেমন— আমচেয়ার > আরামচেয়ার।
2. ধ্বনি ও বর্ণের পার্থক্য কী?
Ans. বাগযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি। অন্যদিকের ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ।
3. বিভাজ্য ধ্বনি কী ?
Ans. খণ্ডধ্বনিকে বিভাজ্য ধ্বনি বলা হয়। ব্যাকরণে খণ্ডধ্বনির গুরুত্ব অধিক।
4. ঘোষীভবন কাকে বলে?
Ans. কোনো কোনো সময় অঘোষধ্বনি উচ্চারণকালে ঘোষধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, একে ঘোষীভবন বলে। যেমন— কাক > কাগ, শাক > শাগ।
5. মৌলিক স্বরধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দাও।
Ans. যে স্বরধ্বনিকে ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় ১১টি স্বরধ্বনির মধ্য ৭টি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। উদাহরণ— ‘অ’, ‘আ’, ই’, ‘অ্যা’, ‘এ’ এবং ‘ও।
রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
1. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? এর যেকোনো দুটি শাখা নিয়ে আলোচনা করো।
2. ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ বলতে কী বোঝো?
3. সমন্বয়ী রূপমূল এবং নিম্পাদক রূপমূল বলতে কী বোঝো? উদাহরণ সহ আলোচনা করো।
4. উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো।