জ্বালানির তাপনমূল্য : মাধ্যমিক ভৌতবিজ্ঞান

তাপন মূল্য হল খাদ্য বা জ্বালানিতে উপস্থিত তাপ শক্তির পরিমাণ এবং এটি স্থির চাপ এবং স্বাভাবিক পরিস্থিতিতে একটি নির্দিষ্ট পরিমাণের সম্পূর্ণ দহন দ্বারা নির্ধারিত হয়।
এটিকে তাপন শক্তিও বলা হয়।

সংজ্ঞা : কোন একক পরিমাণ জ্বালানির অক্সিজেনের উপস্থিতিতে দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়।

একক : তাপন মূল্যের একক হল কিলোজুল/কিলোগ্রাম।

তাপন মূল্য সরাসরি তার দক্ষতার সমানুপাতিক হয়।

বিভিন্ন জ্বালানির তাপনমূল্য :