জলবায়ুর পরিবর্তন – উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন
MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ]
1. ক্লোরোফ্লুরোকার্বন (CFC) -এর প্রধান উৎস –
(a) শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (b) শিল্প (c) যানবাহন (d) আগ্নেয়গিরি
ans. (a) শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র
2. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে –
(a) ট্রপোস্ফিয়ারে (b) স্ট্র্যাটোস্ফিয়ারে (c) এক্সোস্ফিয়ারে (d) মেসোস্ফিয়ারে।
ans. (b) স্ট্র্যাটোস্ফিয়ারে
3. ওজোন স্তরের গর্ত সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন –
(a) ড: সলমন রুশদি (b) ড: ফারমেন (c) ড: বিশ্বম্ভর সেন (d) ড: সুসান সলোমান
ans. (b) ড: ফারমেন
4. কে প্রথম ওজোন গ্যাসের উপস্থিতি প্রমাণ করেন?
(a) ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কোনসি (b) লিন্ডেম্যান (c) ক্রিকমে (d) ডেভিস
ans. (a) ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কোনসি
5. বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো—
(a) নাইট্রোজেন (b) অক্সিজেন (c) ক্লোরোফ্লুরো কার্বন (d) হাইড্রোজেন
ans. (c) ক্লোরোফ্লুরো কার্বন
6. গ্রিনহাউস প্রভাব সবচেয়ে বেশি হয় –
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে (b) ট্রপোস্ফিয়ারে (c) মেসোস্ফিয়ারে (d) এক্সোস্ফিয়ারে
ans. (b) ট্রপোস্ফিয়ারে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান – 1]
1. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি লক্ষ করা যায় কোন স্তরে?
ans. স্ট্রাটোস্ফিয়ার স্তরে
2. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
ans. ওজোন স্তরকে।
3. বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম কী ?
ans.ডবসন একক
4. কোন যন্ত্রের সাহায্যে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়?
ans. স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে
5. কোথায় সর্বাধিক ওজোন গহুর লক্ষ করা যায় ?
ans. আন্টার্কটিকার আকাশে। (?)
6. সূর্য থেকে কত পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌছায় ?
ans. প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ
7. মানুষের নানা ধরনের কাজের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। ফলে বড়ো বড়ো ফুটো বা গহুর সৃষ্টি হয়েছে, একে কী বলে?
ans. ওজোন ক্ষয়
8. অপসুর কাকে বলে ?
ans. 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি—প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি থাকে, এই দিনকে অপসুর অবস্থা বলে।
9. অনুসুর কাকে বলে?
ans. ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি থাকে, এই দিনকে অনুসুর অবস্থা বলে।
10. সর্বপ্রথম কে ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন?
ans. 1840 সালে জার্মান বিজ্ঞানী স্কোনবিন।
বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক বা রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান – 7]
1. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
2. গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কী ? এর কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো।