মাধ্যমিক ভৌত বিজ্ঞান | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সাজেশন | পরিবেশের জন্য ভাবনা

MADHYAMIK SOLVED QUESTIONS & ANSWERS :পরিবেশের জন্য ভাবনা
প্র:গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য যে গ্যাসের অবদান সবচেয়ে বেশি – Ans: CO2(কার্বন ডাই অক্সাইড) [মাধ্যমিক 2018]
প্রঃ কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি – পেট্রোল [মাধ্যমিক 2018]

প্রঃ ওজোনস্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী? [Madhyamik 2018]

Ans:ওজন স্তরে NO ওজনের দ্রুত বিয়ােজন ঘটায়। স্ট্রাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম বলে জেট বিমানগুলি এই স্তর দিয়ে অপেক্ষাকৃত বাধা পেয়ে চলাচল করে এগুলি বর্জ্য গ্যাসে প্রচুর নাইট্রিক অক্সাইড নির্গত হয় যা ওজন অণুর বিয়ােজন ঘটায়।

NO+03→NO2+O2

NO2+O (স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন অণুর বিয়ােজনে উৎপন্ন)- NO+O2
প্রঃ মিথেন হাইড্রেট কী? [Madhyamik 2018]

Ans:এটি একধরনের ক্ল্যাথরেট যৌগ, জলীয় (H2O) অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সঞ্চিত থাকে। এর রাসায়নিক সংযুতি হল 4 CH4.23 H20
প্রঃ কোন গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে – – – CH4 ( মিথেন) MADHYAMIK( 2019)
প্রঃ স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা—– বেড়ে যায়।( মাধ্যমিক 2017)
প্রঃ বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? (মাধ্যমিক 2017)

Ans:ট্রপোস্ফিয়ার ।
প্রঃ বায়োগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিনত করে তাদেরকে কী বলে? (মাধ্যমিক 2017)

Ans:মেথানোজেনিক ব্যাকটেরিয়া ।
প্রঃ বায়ােফুয়েল’ বলতে কী বোেঝ? উদাহরণ দাও

Ans: » বায়ােমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয়, তাকে বায়ােফুয়েল বলা হয়।

» আখ বা ভুট্টার ছিবড়ে থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ােইথানল একটি বায়ােফুয়েল যাকে গ্যাসােলিনের (পেট্রোলের) সাথে মিশিয়ে যানবাহন চালানাের কাজে ব্যবহার করা হয়।
প্রঃ এমন একটি শক্তি উৎসের নাম করাে, যা প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না।

Ans:ভূতাপ শক্তি
প্রঃ বায়োমাস কাকে বলে?

কৃষিজাত বর্জ্য, গাছপালার পচা অংশ, আখের ছিবড়ে, ভুসি,শাকসবজি ও ফলমূলের খােসা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশেষ, কচুরিপানা, জীবজন্তুর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বনযুক্ত পদার্থ গুলিকে একসাথে বায়ােমাস বলে।

প্রঃ কাঠের নিয়ন্ত্রিত দহনে অবশিষ্ট হিসেবে কী পাওয়া যায় ?

Ans:কাঠকয়লা।
প্রঃবায়ােগ্যাস উৎপাদনে কোন্ কাঁচামালটি সর্বাধিক ব্যবহূত হয়?(পর্ষদনির্দেশিত নমুনা প্রশ্ন)

Ans:গােবর


আরও দেখুন : মাধ্যমিক চলতড়িৎ সাজেশান


  1. বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার স্তরকে➞ প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়।

  2. বায়ুমণ্ডলের ➞ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়।

  3. CFC এর বানিজ্যিক নাম ➞ফ্রেয়ন (Freon)।

  4. ‘ফায়ার আইস’ বলা হয়➞মিথেন হাইড্রেটকে।

  5. প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম ➞কার্বন ডাই অক্সাইড।

  6. কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম হল ➞CO2, NO2, CH4 ও CFC ।

  7. ওজোন স্তরের ঘনত্ব ➞ডবসন একক দ্বারা প্রকাশ করা হয়।

  8. মেরুজ্যোতি বায়ুমন্ডলের ➞আয়োনোস্ফিয়ার স্তরে উৎপন্ন হয়।

  9. একটি জৈব গ্রিনহাউস গ্যাস হল➞ মিথেন(CH4)

  10. ওজন গহ্বর সর্বপ্রথম লক্ষ করেন ➞জো ফোরম্যান।

  11. পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমন্ডলের➞ ওজোন স্তরকে।

  12. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ➞বিকিরণ পদ্ধতিতে।

  13. LPG এর তাপন মূল্য সবথেকে ➞বেশি।

  14. জীবাশ্ম জ্বালানি গুলির মধ্যে সবথেকে কম দূষণ ঘটায়➞ প্রাকৃতিক গ্যাস।

  15. LPG মূল উপাদান ➞বিউটেন ।

  16. CNG মূল উপাদান➞ মিথেন ।

  17. তাপন মূল্য কম সবচেয়ে কম➞ কাঠের।

  18. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় সক্রিয় ➞ক্লোরিন পরমাণু ।

  19. গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী➞ ইনফ্রারেড রশ্মি।

  20. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম ➞সিলিকন।

  21. তরল হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে ➞বেশি।

  22. বায়োফুয়েলের মূল উপাদান হল➞ ইথানল।

  23. কয়লা খনিতে➞ মিথেন গ্যাস পাওয়া যায়।

  24. মেসোস্ফিয়ারের উষ্ণতা হল – 93°C. ।

  25. একটি পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির উৎস হলো ➞সৌরশক্তি।

  26. CBM এর পুরো নাম➞ Coal Bed Methane .

27.বায়োগ্যাস উৎপন্ন করতে ➞মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্য লাগে।

  1. বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখ ?(MADHYAMIK 2018)

Ans:- a. আলো জ্বালাতে , জল গরম করতে ও রান্নার কাজে জ্বালানি হিসেবে জৈব গ্যাস ব্যবহার করা হয়।

b. জৈব গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ ছোট বৈদ্যুতিক পাম্প চালানো ও কুটির শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

  1. জোয়ার ভাটা শক্তির দুটি অসুবিধা লেখ?

Ans:- a. জোয়ার ভাটা শক্তি ব্যবস্থায় কারিগরি পদ্ধতি এখনো উন্নত নয়।

b. ব্যবস্থাটি ব্যয়সাপেক্ষ ।

c. কেবলমাত্র উচ্চ জোয়ার অঞ্চলে এটির ব্যবস্থা করা যায়।

  1. সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখ?

Ans:- a. সৌর শক্তির উৎস ভান্ডার অফুরন্ত ।

b. এটি পরিবেশকে দূষিত করেনা।

c. সৌরতাপকে সরাসরি ব্যবহার করায় খরচ তুলনামূলকভাবে কম।

  1. ওজোন স্তরের ছিদ্র হলে উদ্ভিদজগতের কি প্রভাব পড়ে?

Ans:-সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয় উদ্ভিদের পাতা ফুল, ফল ও বীজ এর বৃদ্ধি পায় ।জলজ বাস্তুতন্ত্রে খাদ্য শৃংখলের সূচনাকারী ফাইটোপ্লাংটনের বিনাশ ঘটে।

  1. বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখ?

Ans:- a. জীবকুল উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হয়ে যাবে

b. উষ্ণতা বৃদ্ধিতে সুপার সাইক্লোন টর্নেডো ইত্যাদি আরো বিধ্বংসী হবে।

c. উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বনভূমি ধ্বংসের আশঙ্কা বাড়বে।

  1. জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো?

Ans:- একক ভরবিশিষ্ট জ্বালানির পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলা হয়।তাপন মূল্যের একক হল kJ/g

  1. O2 ও N2 গ্যাস গ্রিন হাউস গ্যাস নয় কেন?

Ans:- যেসব গ্যাস পৃথিবীপৃষ্ট থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি শোষণ করতে পারে তাদের গ্রীন হাউস গ্যাস বলে। O2 ও N2 অবহেলিত রশ্মি শোষণ করতে পারে না বলে এরা গ্রীন হাউস গ্যাস নয়।

  1. বায়োফুয়েলের ব্যবহার লেখ?

Ans:- a) কঠিন বায়োফুয়েল যেমন কাঠ, খড় এগুলি রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

b) গ্যাসীয় বায়োফুয়েল অর্থাৎ গোবর গ্যাস জ্বালানি রূপে ও আলো উৎপাদনে ব্যবহার করা হয়।

  1. স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? (মাধ্যমিক 2019)

Ans:- স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমানে চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে যাতে কোন অসুবিধা না হয় তার প্রতি উপযুক্ত দৃষ্টি রাখে

  1. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি ও সমুদ্র শক্তি।

  2. ওজোন স্তরকে প্রাকৃতিক সানস্ক্রিন বলে কেন?

Ans:- ওজোন স্তর পৃথিবীর জৈব পরিবেশের উপর সৌর পর্দা হিসেবে কাজ করে এবং ক্ষতিকারক UV-B ও UV-C অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎ কে রক্ষা করে।

  1. বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায় লেখ?

Ans:- a. কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির উৎস ব্যবহার বাড়াতে হবে।

b. CFC এর ব্যবহার কমাতে হবে।

C. বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জনসচেনতা বাড়াতে হবে।

40 . ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা গুলি লেখ?

Ans:- a . ভূতাপ শক্তি জোগান অফুরন্ত।

b. এই শক্তির জোগান অবাধ ও নিরবিচ্ছিন্ন।

c. এই শক্তি সরাসরি ব্যবহার করলেও পরিবেশ দূষণ হয় না।

  1. মন্ট্রিল চুক্তি কীজন্য স্বাক্ষরিত হয়েছিল?

Ans: CFC গ্যাসের উৎপাদন ও ব্যবহার বন্ধ করার জন্য।

  1. CBM কী ?

Ans: CBM হলাে কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস।

  1. বায়াে ফুয়েলের একটি ব্যবহার লেখাে।

Ans: ➞জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

  1. মন্ট্রিল প্রােটোকল স্বাক্ষরিত হয় কত সালে?

Ans: ➞1987 সালে।

  1. মিথেন গ্যাসের কোন উৎস ভবিষ্যতে জ্বালানির চাহিদা পূরণে সক্ষম হবে?

Ans: ➞মিথেন হাইড্রেট।

  1. রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস থাকে?

Ans: ➞LPG

  1. কয়লার তাপনমূল্য কত?

Ans: ➞ 25-30 kj/g

  1. সৌরকোশে কোন ধাতুকল্প ব্যবহার করা হয়?

Ans: ➞আর্সেনিক।

  1. সৌরকোশে বিভব প্রভেদ কত থাকে?

Ans: ➞ 0.5 V

  1. বায়ােগ্যাসের প্রধান উপাদান কী?

Ans: ➞ 75% মিথেন।

  1. CNG-র পুরাে নাম কী?

Ans: ➞Compressed Natural Gas.

  1. বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অতিবেগুনি রশ্মি শােষিত হয় ?

Ans: ➞ওজোনস্তরে।

  1. বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের জন্য প্রধানত কোন গ্যাসগুলি দায়ী?

Ans: ➞ক্লোরােফ্লুরােকার্বন (CFC) ও নাইট্রিক অক্সাইড (NO)।

  1. ভূপষ্ঠের কোনাে স্থানের বাতাসের স্বাভাবিক চাপ কত?

Ans:➞ 76 সেমি পারদস্তম্ভের সমান।

  1. বায়ুমণ্ডলের ট্রপােস্ফিয়ারে এক কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে উয়তা হ্রাসের মাণ কত?

Ans: ➞6.5° সেলসিয়াস।

  1. কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে?

Ans: ➞এক্সোস্ফিয়ারে।

  1. বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি?

Ans: মেসােস্ফিয়ার (এই অঞলের সর্বনিম্ন উষ্মতা প্রায় –85°C)।

  1. এক্সোস্ফিয়ারের প্রধান উপাদান কী?

Ans: হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।

  1. কোন পদ্ধতিতে বায়ুমণ্ডলের প্রতিটি স্তরে তাপ সঞ্চালিত হয় ?

Ans: ➞পরিচলন পদ্ধতিতে।

  1. দু’টি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখাে।

Ans: সৌরশক্তি, বায়ােমাস শক্তি।

  1. রেফ্রিজারেটর ও শীতাতপ যন্ত্রে (AC) হিমায়ক হিসেবে কোন যৌগ ব্যবহৃত হয়?

Ans: ➞ CFC গ্যাস।

  1. CFC-এর পুরাে নাম ও সংকেত লেখাে।

Ans: ক্লোরােফ্লুরােকার্বন (CF₂CI₂,)।

  1. LPG এর পুরো নাম কী?

Ans: লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।

  1. বায়ুমন্ডলের কোন অঞ্চলে বিমান চলাচল করে?

Ans: ➞স্ট্র্যাটোস্ফিয়ারে।

  1. তাপনমূল্যের এককের নাম লেখো।(MADHYAMIK 2019)

Ans: ➞কিলোজুল/গ্রাম

  1. নাইট্রোজেনের কোন অক্সাইড ওজোস্তর ধ্বংসের জন্য দায়ী?

Ans: ➞নাইট্রিক অক্সাইড

67.বায়ােমাস কী?

Ans:কৃষিজাত বর্জ্য, গাছপালার পচা অংশ, আখের ছিবড়ে, ভুসি,শাকসবজি ও ফলমূলের খােসা, রান্নাঘরের অব্যবহৃত জৈবঅবশেষ, কচুরিপানা, জীবজন্তুর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বনযুক্ত পদার্থগুলিকে একসাথে বায়ােমাস বলে।

2 thoughts on “মাধ্যমিক ভৌত বিজ্ঞান | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সাজেশন | পরিবেশের জন্য ভাবনা”

Comments are closed.