মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর (Madhyamik Physical Science)

✯ MODEL SET NUMBER ✒ ➊

অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 -এর প্রস্তুতি বর্ণনা করো।

Ans: 1. প্রথমে শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণকে 5-7 বায়ুমণ্ডলীয় চাপে ও 700-800°C উন্নতায় উত্তপ্ত প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম-রোডিয়াম ধাতুনির্মিত তার- জালির‌ ওপর দিয়ে খুব দ্রুত চালনা করা হয়। এর ফলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে (NO) পরিণত হয়।

2. উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে দ্রুত শীতল করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)-এ
রূপান্তরিত করা হয়।

3. এইভাবে উৎপন্ন NO2 গ্যাসকে জলে শোষণ করলে নাইট্রিক অ্যাসিড (HNO3) উৎপন্ন হয়।

নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য লেখো।

CFL এবং LED এর পার্থক্য লেখো ৷

Nacl এবং মিথেন এর পার্থক্য লেখো ৷

তড়িৎঋনাত্মকতা(Electronegativity)কাকে বলে ? পর্যায় সারণীর পর্যায় ও শ্রেনিবরাবর তড়িৎ-ঋণাত্মকতার কিভাবে পরিবর্তন হয় ?

Ans: সমযোজী বন্ধনে আবদ্ধ একটি মৌলের পরমাণু বন্ধনীর জন্য দায়ী ইলেকট্রন- জোড়কে নিজের দিকে আকর্ষণ করে। এই
আকর্ষণ করার ক্ষমতাকেই সেই মৌলের তড়িৎ-ঋণাত্মকতা (Electronegativity) বলে।
পর্যায় সারণির যে-কোনো পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়। পর্যায়-সারণির যে- কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে তড়িৎ- ঋণাত্মকতা হ্রাস পায়

Q. পরীক্ষাগারে অ্যামোনিয়া ( NH3) গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, রাসায়নিক সমীকরণ লেখো ৷

Ans: প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য: NH3 এর পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়কগুলি হল- অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন |

বিক্রিয়া শৰ্ত:

1) অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের 2:1 ভরের অনুপাত ভালোভাবে মেশাতে হবে। 2)মিশ্রণটিকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে।

সমীকরণ:
2NH4Cl + Ca(OH)2➞2NH3 + CaCl2 + 2H2O

NH3 গ্যাসকে শুষ্ক করতে ঘন H2SO4 বা P2O5 ব্যবহার করা যায় না কেন ?

চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো |

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো |

বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিন ও মিথেনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া লেখো ৷

তড়িৎ লেপন কাকে বলে ? তড়িৎ লেপনে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করবে ?

গাড়ির হেডলাইটে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেনো করা হয় ?

কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক ও আয়তন প্রসারণ গুনাঙ্ক কাকে বলে ? এদের সম্পর্ক লেখো |