মাধ্যমিক গণিত ( অংশীদারি কারবার ) কষে দেখিঃ 14
মাধ্যমিক গণিত সাজেসান ( অংশীদারি কারবার )
প্রশ্নঃ নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা 3 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায়ে আরও 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1000 টাকা তুলে নিল। এক বছরে 6175 টাকা লাভ হলে, লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি।
উত্তর :

প্রশ্ন : বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা – বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যাবসা শুরু করেন। পাঁচ মাস পর প্রদীপবাবু আরও 4000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27716 টাকা লাভ হলে কে, কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি।
উত্তর :

প্রশ্নঃ নিয়ামতচাচা ও করবীদিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যাবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়মতচাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন কিন্তু করবী দিদি ব্যাক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে, কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি।
উত্তর :

প্রশ্ন : বছরের প্রথমে অরুন ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যাবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুন আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন৷ বছরের শেষে ওই ব্যাবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুন 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুন কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন নির্ণয় করি।
উত্তর :

প্রশ্নঃ দুই বন্ধু যথাক্রমে 40000টাকা ও 50000 টাকা দিয়ে একটি যৌথ ব্যাবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয়। যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমান যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমান হিসাব করে লিখি।
উত্তর :

প্রশ্নঃ তিন বন্ধু যথাক্রমে 1,20,000টাকা 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুই জন কন্ডাক্টারের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একমাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি।
উত্তর :

প্রশ্ন : দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500টাকা, 5200টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যাবসা শুরু করল ও ঠিক একবছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাত ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি?
উত্তর :

You must be logged in to post a comment.