পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন –

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – বাংলা আন্তর্জাতিক কবিতা

MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো

1. “সেখানে কি সবাই প্রসাদেই থাকত?” কোথায় থাকার কথা বলা হয়েছে?

(ক) লিমা (খ) বাইজেনটিয়াম (গ) ব্যাবিলন (ঘ) আটলান্টিস

Ans. (খ) বাইজেনটিয়াম

2. ব্যাবিলনের অবস্থান হলো—

(ক) আমেরিকায় (খ) জাপানে (গ) চিনে (ঘ) ইরাকে

Ans. (ঘ) ইরাকে

3. দ্বিতীয় ফ্রেডরিক জিতেছিলেন—

(ক) চার বছরের যুদ্ধে (খ) সাত বছরের যুদ্ধে (গ) এক বছরের যুদ্ধে (ঘ) পাঁচ বছরের যুদ্ধে

Ans. (খ) সাত বছরের যুদ্ধে

4. ‘গলদের’ নিপাত করেছিলেন—

(ক) আলেকজান্ডার (খ) সিজার (গ) দ্বিতীয় ফ্রেডরিক (ঘ) হিটলার

Ans. (খ) সিজার

5. “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা বলা হয়েছে?

(ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার (খ) তাজমহল তৈরির শেষের সন্ধ্যার (গ) মনুমেন্ট তৈরির শেষের সন্ধ্যার (ঘ) ভিক্টোরিয়া তৈরির শেষের সন্ধ্যার

Ans. (ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান ১ ]
1. “নিদেন একটা রাঁধুনি তত ছিল?” কার সঙ্গে, কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?

Ans. রোমের সুখ্যাত সেনাপতি জুলিয়াস সিজারের সঙ্গে। সিজার যখন গলদের ধ্বংস করছিলেন তখন তার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।



2. “…ম্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।” কেন ফিলিপ কেঁদেছিলেন?

Ans. আর্মাডা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হয়। ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না।



3. “ভারত জয় করেছিল আলেকজান্ডার”– এই ইতিহাসকে কীভাবে দেখেছেন কবি?

Ans. আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, একথা ইতিহাস-স্বীকৃত। কিন্তু আলেকজান্ডারের এই কৃতিত্ব তার একার ছিল না। যে সাধারণ সৈনিকদের নির্ভীকতায় ও আত্মদানে ভারতবিজয় সম্ভব হয়েছিল, ইতিহাস তাদের মনে রাখেনি।



4. “খরচ মেটাত কে?” কীসের খরচ?

Ans. দশ-দশ বছরে কত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে, তাদের জীবনধারণ ও সুখস্বাচ্ছন্দ্যের ব্যয়ভার।

5. “কে আবার গড়ে তুলল এতবার?” কী গড়ে তোলার কথা বলা হয়েছে?

Ans. আলোচ্য পঙক্তিটিতে ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে।



6. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” উক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে?

Ans. উদ্ধতাংশটির দ্বারা বোঝানো হয়েছে যে, থিবসের নির্মাণকর্মে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না।



7. “যখন সমুদ্র তাকে খেল” কাকে খেল? তখন কী হয়েছিল?

Ans. আলোচ্য পঙক্তিটিতে আটলান্টিসকে খাওয়ার কথা বলা হয়েছে। আটলান্টিস সমুদ্রের অতল গর্ভে তলিয়ে যাওয়ার সময় ক্রীতদাসের জন্য চিৎকার করে উঠেছিল।



8. “কাদের জয় করল সিজার?” সিজার কে? তিনি কাদের জয় করেছিলেন?

Ans. সিজার প্রবল শক্তিমান রোমসম্রাট। জন্ম ১০০ খ্রিস্টপূর্বাব্দে। ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ ‘গল’ উপজাতিদের জয় করেছিলেন রোমসম্রাট সিজার।

রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]

1. “গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তত ছিল?” কবি এখানে কোন ঘটনার কথা বলেছেন? পঙক্তিটিতে কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে?

অথবা, “গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটি রাঁধুনি তো ছিল?” পঙক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো এবং এর তাৎপর্য আলোচনা করো।



2. “কত সব খবর ! কত সব প্রশ্ন!” এখানে কী খবর এবং কার, কী প্রশ্নের কথা কবি জানিয়েছেন?

অথবা, “কত সব খবর! কত সব প্রশ্ন !” কবি বের্টোল্ট ব্রেখট ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যে খবর এবং প্রশ্নের কথা জানিয়েছেন, তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো।



3. “কে জিতেছিল ? একলা সে?” ‘একলা সে’ বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে? অথবা, “সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল ? একলা সে?” উক্তিটির অন্তর্নিহিত ভাবনা পরিস্ফুট করো।



4. “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাদেনি?” স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল? আর কেউ কাদেনি’ পঙক্তিটিতে কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে?

অথবা, “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কে? তাঁর কঁদার কারণ কী ?



5. “এত যে শুনি বাইজেনটিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?” কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।