One Liners Gk Set-1

General knowledge – One Liner Set- 1

■ নীলাভ সবুজ শৈবালের নাম কি- নস্টক।
■ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত
হয়েছিল-1761 সালে।
■ টাকলা মাকান হল একটি – মরুভূমি।
■ প্যারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত-
ওড়িশা।
■ ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের
কারণ কি-ক্লোরিন (Cl)।
■ রাবার কে শক্ত করতে কোন পদার্থ ব্যবহৃত
হয়-গন্ধক।
■ ইলেক্ট্রনিক্সের শুরু কবে থেকে হয়-
ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে।
■ কবি প্রিয় উপাধি গ্রহণকরেছিলেন-গোপাল।
■ তারাপদ কোন গল্পের চরিত্র-অতিথি।
■ জাতীয় শহীদ দিবস পালন করা হয়-মহাত্মা
গান্ধীর মৃত্যু দিন (30 জানুযারী)কে স্মরণ করে।

■ দুর্গেশ নন্দিনী বইটি কার লেখা-বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
■ গণদেবতা বইটির রচয়িতা হলেন-তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায়।
■ সুন্ডা প্ৰনালী কোন দুটি দেশকে পৃথক
করেছে- জাভা ও সুমাত্রা।
■ ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন- সরদার বল্লভ ভাই প্যাটেল।
■ UNHCR এর সদর দপ্তর অবস্থিত-জেনেভা
■ মানুষের ফুসফুসের আবরণীকে বলা
হয়-প্লুরা।
■ কঙ্গো নামে দেশটির প্রাচীন নাম ছিল-
জাইরি।
■ জলে দ্রবণীয় ভিটামিন গুলো হল- B,C,P
■ একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা
যায়- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
■ বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত -দ্বারকেশ্বর।

■ টিভির পর্দায় কিসের আস্তরণ লাগানো থাকে- ফসফরাস জাতীয় প্রতিপ্ৰভ পদার্থ।
■ প্রথম রোবট কে তৈরি করেছিলেন –
উইলিয়াম গ্রে ওয়ালটার।
■ কোন তারিখে দিন ও রাত্রি সমান – 21শে
মার্চ।

■ CNN এর পুরো নাম হল – Cable News
Network.
■ মাকালু হল একটি – পর্বত।
■ আকবরের সমাধি কোথায় অবস্থিত – আগ্রাতে।
■ বার্লিন কোন নদীর তীরে অবস্থিত – স্ত্রী।
■ ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হল – ওয়াশিংটন ডিসি।
■ আল বিরুনি কার রাজত্বকালে ভারতে
আসেন – সুলতান মাহমুদের।
■ ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য টি হল
(আয়তনে) – রাজস্থান।
■ সোলার সিস্টেম আবিষ্কার করেছেন
কোপার্নিকাস।

■ ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত- ভারত ও চীন।
■ ইরানের মুদ্রার নাম কি – রিয়াল।
■ অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন – বি.ডি সাভারকার।
■ ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত – হিমাচল প্রদেশ।
■ থোরিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম –
আমেরিকা।
■ সোনালী পশমের দেশ কাকে বলে
অস্ট্রেলিয়া কে।
■ Sports museum কোথায় অবস্থিত –
পাটিয়ালাতে।
■ মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন-চন্দ্রগুপ্ত মৌর্য।
■ কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ।