Causes and consequences of eutrophication
● ইউট্রোফিকেশন (Eutrofication):
সংজ্ঞা: যে পদ্ধতিতে কোনো জলাশয়ের রাসায়নিক পদার্থ (প্রধানত ফসফেট) মেশার ফলে জলজ উদ্ভিদের (মূলত শৈবাল) ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তাকে ইউট্রফিকেশন বলে।
কৃষিজমি থেকে নির্গত নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় অজৈব পরিপোষক পুকুর, হ্রদ, নদী-নালা ইত্যাদি জলাশয়ে পতিত হলে জলাশয়ে পুষ্টি- মৌলের জোগান বৃদ্ধি পেয়ে অ্যালগি জাতীয় উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।
ইউট্রফিকেশন যেসব কারণে ঘটে (Cause of eutrophication ) :
✧ জমিতে ব্যবহৃত ফসফেট সার জলে মিশলে।
✧ আবর্জনা-শোধন কেন্দ্রের নির্গত অজৈব পরিপোষক জলাশয়ে মিশলে।
✧ ফসফেট জাতীয় ডিটারজেন্ট জলে মিশলে।
✧ মাটির ক্ষয়জনিত কারণে কোনো উর্বর বস্তু জলে মিশলে।
✧ জলাশয়ে আবর্জনা ফেলার ফলে অজৈব পরিপোষক বৃদ্ধি পেলে।
ইউট্রোফিকেশনের প্রভাব (Effects of eutrophication)
(i) ইউট্রোফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলকে দূষিত করে, একে শৈবাল ব্লুম (algal bloom) বলে।
(ii) ইউট্রোফিকশন প্রক্রিয়ার দ্বারা জলজ প্রাণীর যেমন মৃত্যু হয়, তেমনি গবাদি
পশুরা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়ে। এমনকি তাদের মৃত্যুও হতে পারে।
(iii) ইউট্রোফিকেশন প্রক্রিয়ার জন্য সমগ্র উদ্ভিদ সম্প্রদায়ের সাথে সাথে মাছেরা রোগে
আক্রান্ত হয়। মাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে মাছ খাদ্যের অনুপোেযাগী হয়ে ওঠে।