চলতড়িৎ : ফিউজ তার
Fuse হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। নির্ধারিত পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলেই ফিউজ নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ণ অংশকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দেয়।
সুতারাং এভাবে বলা যায়, Fuse হলো একটি ইলেকট্রিক্যাল নিরাপত্তা প্রদানকারী ডিভাইস।
বাড়িতে বা কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট মান অতিক্রম করলে উৎপন্ন তাপের ফলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় এটি সাধারনত টিন ও সীসার মিশ্রনে প্রস্তুত করা হয়ে থাকে। এর গলনাংক প্রায় ৩০০ ডিগ্রী সেলসিয়াস। এই তার এমনভাবে বেছে নেওয়া হয় যে লাইনের তার সবচেয়ে বেশি যে প্রবাহমাত্রা সহ্য করতে পারে এই তার এর চেয়েও কম প্রবাহ দ্বারা উৎপন্ন তাপে গলে যায় l
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
Q. ফিউজ তার বৈদ্যুতিক মেইন লাইনের সাথে কোন সমবায়ে যুক্ত করা হয় ?
A. শ্রেণি সমবায়।
Q. ফিউজ তারের উপাদান কি কি ?
A. ফিউজ তার হল নিম্ন গলনাঙ্কের একটি পরিবাহী তার। এটি সাধারণত 75% সিসা(Pb)এবং 25% টিন (Sn) দিয়ে তৈরি সংকর ধাতু থেকে নির্মাণ করা হয়।
Q. ফিউজ তার এর প্রয়োজনীয়তা কি ?
A. কোনাে কারণে শর্ট সার্কিট (Short circuit) হলে কিংবা বেশি ক্ষমতার তড়িৎ যন্ত্র ব্যবহারের ফলে বর্তনীতে অকস্মাৎ প্রবাহমাত্রা বেড়ে গেলে, ফিউজ তারটি গরমে গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেয়।
Q. ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো ৷
A. i) উচ্চ রোধাঙ্ক
ii) নিম্ন গলাঙ্ক
Q. 5 A ফিউজ কি ?
A. যদি ফিউজের তারের মধ্যে দিয়ে 5 এম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ হয় তবে ফিউজের তার গলে যাবে এবং লাইনের সংযোগ ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এর জন্যই কোন 5 এম্পিয়ারের বা ফাইভ এম্পিয়ারের কম তড়ি ৎ প্রবাহমাত্রা বিশিষ্ট লাইনের সর্বদা ৫ এম্পিয়ার ফিউজ যুক্ত করা হয়।