মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেসন 2024 (Madhyamik Physical Science Suggestions 2024)

পরিবেশের জন্য ভাবনা ( প্রথম অধ্যায় )

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (মান- 2)

✧ জ্বালানির তাপনমূল্য কাকে বলে ? এর একক কী ?

✧ স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝ ?

✧ বায়োগ্যাস, বায়োফুয়েল, বায়োমাস এর ব্যবহার |

✧ মিথেন হাইড্রেট কী ? এর সংকেত লেখো ৷

✧ ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখো ৷

✧ বায়ুমন্ডলে গ্রিনহাউস এফেক্টের কারন ও ফলাফল লেখো ৷

✧ মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তরের ক্ষয়ের দুটি প্রভাব লেখো ৷

গ্যাসের আচরণ ( দ্বিতীয় অধ্যায় )

রাসায়নিক গণনা (তৃতীয় অধ্যায়)

সংক্ষিপ্ত প্রশ্ন : মান – 3

✧ STP তে একটি গ্যাসের 112 mL আয়তনের ভর 0.22 g | গ্যাসটির ওই নমুনায় কতকগুলি অণু আছে ? গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত ?

✧ কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 g CO2 উৎপন্ন করবে ?

✧ STP তে 89.6 L অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কলিচুনের সঙ্গে মিশিয়ে করতে হবে ?

তাপের ঘটনাসমূহ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : মান- 2

✧ তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ? এর একক লেখো ৷

✧ স্থিরচাপে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্ক কাকে বলে ? গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে ?

✧ তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য লেখো ৷

✧ কঠিন পদার্থের তিনপ্রকার প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও একক লেখো ৷

✧ তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক ও আপাত প্রসারণ গুনাঙ্ক কাকে বলে ? এর মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ?

✧ তাপ পরিবাহিতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো ৷

আলো ( পঞ্চম অধ্যায় )

চলতড়িৎ ( ষষ্ঠ অধ্যায় )

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : মান- 2

✧ দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো ৷
✧ রোধাঙ্ক কাকে বলে ? এর একক লেখো ৷
✧ কিলোওয়াট ঘন্টা বা BOT এর সংজ্ঞা লেখো ৷
✧ তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে এবং লেঞ্জের সূত্র লেখো ৷
✧ বাড়িতে বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কী কী ব্যবস্থা অবলম্বন করতে পারো লেখো ৷
✧ ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ৷
✧ তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায় ৷
✧ চৌম্বক প্রবাহ কাকে বলে ?
✧ ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো ৷
✧ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ৷
✧ ফিউজ তারের বৈশিষ্ট্য |

সংক্ষিপ্ত প্রশ্ন : মান- 3

✧ সমান্তরাল সমবায়ে তিনটি রোধ R1, R2 ও R3 যুক্ত থাকলে তাদের তুল্যরোধ কত হবে ?
✧ তড়িৎপ্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র লেখো ৷
✧ কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে নির্ভর করে ৷
অথবা, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ৷
✧ তড়িৎচালক বল ও বিভব প্রভেদের তিনটি পার্থক্য ৷
✧ উষ্ণতার সাথে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহীর রোধাঙ্ক কীরূপে পরিবর্তন হয় ? লেখচিত্র সহ লেখো ৷
✧ CEL ও LED এর মধ্যে কে অধিক শক্তি সাশ্রয়কারী যুক্তিসহ লেখো ৷
✧ 220V – 60W এবং 220V – 100W বাতি দুটিকে শ্রেণি ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে ও কেন ?
✧ একটি পরিবাহীর রোধ অন্য একটির দ্বিগুণ ৷ দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য একই হলে, তাদের মধ্যে প্রবাহিত তড়িৎমাত্রার অনুপাত কত হবে ?
✧ সমান্তরাল সমবায়ে যুক্ত 4 ওহম ও 12 ওহম রোধ দুটির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো ৷
✧ 220V-60W ও 110V – 60W বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো ৷
✧ dc অপেক্ষা ac ব্যবহারের তিনটি সুবিধা লেখো ৷
✧ একটি বাল্বের গায়ে 220V – 100W লেখা আছে – এর অর্থ কী ?
✧ একটি বাড়িতে 10 টি 40 W এর বাতি, 5 টি 80 W এর পাখা এবং 1 টি 80 W এর টিভি দৈনিক 6 hr করে চলে ৷ 30 দিনের মাসে ওই বাড়িতে মাসিক তড়িৎশক্তি ব্যয় BOT এককে নির্ণয় করো ৷

পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : মান (2/3)

✧ α, β ও γ রশ্মির ভর, ভেদনক্ষমতা, আধান এবং আয়োনাইজিং ক্ষমতার তুলনা ৷
✧ নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন |
✧ ভরত্রুটি বা ভরবিচ্যুতি
✧ নিউক্লিয় বন্ধন শক্তি
✧ তেজস্ক্রিয়তার কারণ
✧ তেজস্ক্রিয়তার ব্যবহার
✧ মৌলের নিউক্লিয়াস থেকে α, β ও γ রশ্মির নির্গমনে ভরসংখ্যা ও পারমানবিক সংখ্যার কীরকম পরিবর্তন হয় ৷
✧ নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের ব্যবহার |

পর্যায়- সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

✧ মেন্ডেলিভের পর্যায় সূত্র ও মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র |

✧ আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝ ? পর্যায় ও শ্রেণি বরাবর কীভাবে এর পরিবর্তন হয় ? 

✧ তড়িৎ ঋনাত্মকতা কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর এর পরিবর্তন লেখো ৷

✧ মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো ৷ একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় ৷ 

✧ সন্ধিগত মৌল বলতে কী বোঝায় ? একটি উদাহরণ দাও ৷

✧ O, C, F, Li কে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও ৷

✧ কোনো পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে মৌলগুলির আয়োনাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায় কেন ? 

✧ Br, F, I, Cl কে অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে এবং পরমাণুর আকারের উর্ধ্বক্রমে সাজাও ৷

✧ পর্যায়- সারণিতে হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলির সঙ্গে একত্রে একই গ্রুপে স্থাপনের সপক্ষে এবং হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে একই গ্রুপে স্থাপনের সপক্ষে দুটি করে যুক্তি দাও ৷ 

অথবা, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো ৷ 

অথবা, হাইড্রোজেন কে দুষ্টু মৌল বলে কেন ? 

✧ মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব লেখো ৷

✧ প্রথম শ্রেণিভুক্ত মৌলদের ক্ষারধাতু নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো ৷

অথবা, ক্ষারধাতু কাকে বলে এবং কেন ?

✧ হ্যালোজেন মৌল , নিস্ক্রিয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর একটি করে উদাহরণ দাও ৷

আয়নীয় ও সমযোজী বন্ধন

✧আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন ?
✧ ইথিলিন ও অ্যাসিটিলিনের লুইস ডট গঠন দেখাও ৷
✧ তড়িৎযোজী ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য/ পার্থক্য ৷
✧ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন ?
✧ LiH গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় – ব্যাখ্যা করো ৷
অথবা, একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে, এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না ৷
✧ একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় ? একটি উদাহরণ দিয়ে দেখাও ৷
✧ কঠিন NaCl এর কেলাস যথেষ্ট সংখ্যক Na+ এবং Cl- আয়ন থাকলেও তার তড়িৎ পরিবাহিতা খুব কম কেন ?
✧ ক্যালসিয়াম অক্সাইড (CaO), ম্যাগনেশিয়াম ক্লোরাইড (MgCl3) এবং F2 এর লুইস ডট দেখাও ৷
✧ HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন ?

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

✧ তড়িদ্ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে ? এই তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় ?
✧ স্বল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে অম্লায়িত জলে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িদ্ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় ? ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো ৷
✧ একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িদ্ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িদ্ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহৃত হয় ?
অথবা, কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্য, ক্যাথোড, অ্যানোড বিক্রিয়া লেখো ৷
✧ Al -এর তড়িৎ বিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন ?
✧ মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য
✧ তড়িৎ লেপনের উদ্দেশ্য ৷
✧ লোহার চামচের ওপর রুপো / নিকেল / সোনা- এর তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড ও তড়িদ্ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহার হয় ?
✧ পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎবিশ্লেষ্য এবং কেন ?

পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

✧ লাইকার অ্যামোনিয়া / অম্লরাজ / ধূমায়মান নাইট্রিক অ্যাসিড / ধূমায়মান সালফিউরিক অ্যাসিড / নেসলার বিকারক / নাইট্রোলিম / ওলিয়াম

✧ H2S এর বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার সমীকরণ সহ লেখো ৷

✧ H2S এর সংস্পর্শে রৌপ্য মুদ্রা কালো হয় কেন ? 

✧ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ |

✧ অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো: i) প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য ii) বিক্রিয়ার সমীকরণ iii) গ্যাস সংগ্রহ |

✧ সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণ সহ লেখো ৷ 

অথবা, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও ৷ উৎপন্ন SO3 থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় ? 

✧ পরীক্ষাগারে অ্যামোনিয়া এবং নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি লেখো : 

i) রাসায়নিক দ্রব্য ii) সমীকরণ iii) গ্যাস সংগ্রহ |

✧ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো ৷

✧ শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার শিল্পোৎপাদনের পদ্ধতি লেখো ৷

✧ কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাস ( হাইড্রোজেন সালফাইড ) প্রস্তুতির রাসায়নিক দ্রব্য, সমীকরণ ও গ্যাস সংগ্রহ পদ্ধতি লেখো ৷

ধাতুবিদ্যা

✧ অ্যালুমিনিয়াম, তামা, দস্তা এবং লোহার একটি করে আকরিকের নাম ও সংকেত ৷
✧ উদাহরণ সহ খনিজ ও আকরিকের পার্থক্য ৷
✧ থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাষণ ৷
✧ সংকর ধাতু কাকে বলে ? সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো ৷
✧ কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতি সমীকরণ সহ লেখো ৷
✧ কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন ?
✧ মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় ৷
✧ ডুরালুমিন, পিতল, স্টেইনলেস স্টিল এবং জার্মান সিলভারের উপাদান ও একটা করে ব্যবহার |

জৈব রসায়ন

সম্পূর্ণ সাজেসান এর PDF :