মাধ্যমিক ইতিহাস প্রশ্ন -2017

মাধ্যমিক ইতিহাস 2017 সালের প্রশ্নের সমাধান : অতিসংক্ষিপ্ত

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০=২০

১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন—

(ক) ইংরেজরা (খ) ওলন্দাজরা (গ) ফরাসিরা (ঘ) পোর্তুগিজরা

Ans. (ক) ইংরেজরা |

১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন—

(ক) সত্তর বৎসর (খ) জীবনস্মৃতি (গ) এ নেশন ইন মেকিং (ঘ) আনন্দমঠ

Ans. (ক) সত্তর বৎসর |

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) উমেশচন্দ্র দত্ত (খ) শিশিরকুমার ঘোষ (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

Ans. (ক) উমেশচন্দ্র দত্ত |

১.৪ সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয়—

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে (খ) ১৯১৩ খ্রিস্টাব্দে (গ) ১৮১৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

Ans. (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে |

১.৫ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন—

(ক) দয়ানন্দ সরস্বতী (খ) কেশবচন্দ্র সেন (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans. (খ) কেশবচন্দ্র সেন |

১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন—

(ক) চুয়াড় বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) সাঁওতাল হুল (ঘ) মুন্ডা বিদ্রোহ

Ans. (খ) কোল বিদ্রোহ |

১.৭ ১৮৭৮ খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—

(ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে

Ans. (খ) তিনটি স্তরে |

১.৮ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন—

(ক) সুভাষচন্দ্র বসু (খ) জওহরলাল নেহরু (গ) বি. ডি. সাভারকার (ঘ) রাসবিহারী বসু

Ans. (গ) বি. ডি. সাভারকার |

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—

(ক) ভারতসভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

Ans. (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা |

১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন—

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) নন্দলাল বসু (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

Ans. (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর |

১.১১ ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চার্লস উইলকিন্স

Ans. (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী |

১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন—

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans. (খ) রবীন্দ্রনাথ ঠাকুর |

১.১৩ ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন—

(ক) মাদারি পাসি (খ) ডঃ আম্বেদকর (গ) মহাত্মা গান্ধি (ঘ) বাবা রামচন্দ্র

Ans. (ক) মাদারি পাসি |

১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল—

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৯২০ খ্রিস্টাব্দে |

১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—

(ক) বোম্বাই -এ (খ) পাঞ্জাবে (গ) মাদ্রাজে (ঘ) গুজরাটে

Ans. (ঘ) গুজরাটে |

১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল —

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে |

১.১৭ মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে—

(ক) তমলুক (খ) সুতাহাটা (গ) বরিশাল (গ) পুরুলিয়া

Ans. (ক) তমলুক |

১.১৮ দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন—

(ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (রায়) (গ) বাসন্তী দেবী (ঘ) বীণা দাস

Ans. (খ) লীলা নাগ |

১.১৯ ভারতের ‘লৌহমানব’ বলা হয়—

(ক) মহাত্মা গান্ধিকে (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে (গ) মোহম্মদ আলি জিন্নাকে (ঘ) রাজেন্দ্র প্রসাদকে

Ans. (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে |

১.২০ ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন—

(ক) জওহরলাল নেহেরু (খ) ভি পি মেনন (গ) খুশবন্ত সিং (ঘ) সলমন রুশদি

Ans. (গ) খুশবন্ত সিং |

২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১x১৬=১৬

উপবিভাগ—২.১ একটি বাক্যে উত্তর দাও:


২.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Ans. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ।

২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

Ans. সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় ।

২.১.৩ বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ?

Ans. বাংলায় উনবিংশ শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ।

২.১.৪ ‘উলগুলান’ বলতে কী বোঝায় ?

Ans. ‘উলগুলান’ এর অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা যা দিয়ে মুন্ডাবিদ্রোহ বোঝায় ।

উপবিভাগ— ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ।

Ans. ভুল |

২.২.২ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি ।

Ans. ভুল |

২.২.৩ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ।

Ans. ভুল |

২.২.৪ গান্ধিজি ও ড. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন ।

Ans. ভুল |

উপবিভাগ—২.৩ ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও :


উপবিভাগ—২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখ :

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা,

২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র,

২.৪.৩ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ,

২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট .

অথবা, ( কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )

শূন্যস্থান পূরণ করো :

২.৪.১ মাস্টারদা নামে পরিচিত ছিলেন _____ ।

Ans. সূর্য সেন |

২.৪.২ ওয়াহাবি বলতে বোঝায় _____ ।

Ans. নবজাগরণ |

২.৪.৩ ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন _____ ।

Ans. স্বামী বিবেকানন্দ |

২.৪.৪ হরি সিং ছিলেন _____ এর রাজা ।

Ans. কাশ্মীর |

উপবিভাগ—২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ।

ব্যাখ্যা-১ এটি ছিল ব্যক্তিগত আন্দোলন ।

ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন ।

ব্যাখ্যা-৩ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন ।

Ans. ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন ।

২.৫.২ বিবৃতি :ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ।

ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা ।

ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা ।

ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ।

Ans. ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ।

২.৫.৩ বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ।

ব্যাখ্যা-১ বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক ।

ব্যাখ্যা-২ তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক ।

ব্যাখ্যা-৩ তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ।

Ans. ব্যাখ্যা-৩ তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ।

২.৫.৪ বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ।

ব্যাখ্যা-১ কারণ তারা গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ।

ব্যাখ্যা-২ কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ।

ব্যাখ্যা-৩ কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল ।

Ans. ব্যাখ্যা-৩ কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল ।

Rlearn Education