HS Bengali Suggestion 2025| উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

HS Bengali Suggestion 2025| উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ |পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ | West Bengal Higher Secondary Class 12 Bengali Suggestion 2025 |  HS Bengali Suggestion 2025 | WBCHSE Class 12th HS Bengali Suggestion 2025| HS Bengali Suggestion 2025

১) ঠিক বিকল্পটি নির্বাচন করোঃ [১ x ১৮=১৮]
MCQ মুখস্থ করার নয়, নিয়মিত প্র্যাকটিস করলে MCQ-এ ফুল মার্কস পাওয়া যায়।

২) এক কথায় উত্তর দাও (যেকোনো বারোটি) [১x ১২=১২]
নিয়মিত প্র্যাকটিস করলে ভালো নম্বর পাবে | টেস্ট পেপার থেকে নিয়মিত অনুশীলন করবে |

৩) গল্প থেকে একটি [৫*১=৫]


প্রশ্নঃ “এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?”- কে, কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? [১+২+২]

প্রশ্নঃ “ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি অভাসিত হয়েছে? [১+৪]

প্রশ্নঃ “দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয়”– মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল? তার এমন হয়ে যাওয়ার কারণ কী? [৩+২]


প্রশ্নঃ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না৷”- কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? [১+৪]


প্রশ্নঃ ‘মৃত্যঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়’- মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ১+৪


প্রশ্নঃ “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে” — বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়। ১+৪=৫


প্রশ্নঃ ‘সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে।’ – ‘ওরা’ বলতে কাদের বােঝানাে হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? ‘সে’ কে? বুঝতে পেরে সে কী করেছিল? [১+১+১+২]


প্রশ্নঃ “যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।”-দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল? [৩+২]


প্রশ্নঃ “বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন৷”- ‘বাদা’ কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? [১+৪]

৪) কবিতা থেকে একটি [৫*১=৫]


প্রশ্নঃ ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলাের কলঙ্ক’ – এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ‘ধুলাের কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন। [১+২ +২]


প্রশ্নঃ “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,/নামুক মহুয়ার গন্ধ !”- ‘আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী? [১+৪]


প্রশ্নঃ ‘ঘুমহীন তাদের চোখে হানা দেয়/ কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।’- কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? [১+৪]


প্রশ্নঃ “আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার”- ‘ঐ সবুজ’ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজ কে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন? ১+৪


প্রশ্নঃ “আমার দরকার শুধু গাছ দেখা”-বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? ১+৪


প্রশ্নঃ “আমি তা পারি না”-কবি কী পারেন না? “যা পারি কেবল”- কবি কী পারেন? ৩+২

কিছুদিন অপেক্ষা করো——

আরও দেখে নাও – উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা সাজেশান

Rlearn Education