Some Important GKs of Indian Geography


1] ভারতের দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
   (a) উত্তরপ্রদেশ
   (b) মহারাষ্ট্র
   (c) পশ্চিমবঙ্গ ✔
   (d) তামিলনাড়ু

জেনে রাখো: 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1,029 জন / বর্গকিমি। ভারতের প্রথম জনঘনত্ব পূর্ণ রাজ্য হল বিহার। বিহারের জনঘনত্ব 1,102 জন / বর্গকিমি।

2]  ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি?
   (a) উত্তর রেলপথ ✔
   (b) পূর্ব রেলপথ
   (c) উত্তর-পূর্ব রেলপথ
   (d) পশ্চিম রেলপথ

3] ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি?
   (a) 21 টি
   (b) 22 টি ✔
   (c) 23 টি
   (d) 28 টি

4]  ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
   (a) ডাল হ্রদ
   (b) উলার হ্রদ
   (c) সম্বর হ্রদ
   (d) চিল্কা হ্রদ ✔

5] ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি?
   (a) দামোদর পরিকল্পনা ✔
   (b) ময়ুরাক্ষী পরিকল্পনা
   (c) মহানদী পরিকল্পনা
   (d) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

6]  মুম্বাই এ পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি?
   (a) প্রতিবাদ ঢালে মুম্বাই এর অবস্থান ✔
   (b) অধিক উচ্চতায় পুনের অবস্থান
   (c) মুম্বাই উপকূলীয় শহর
   (d) পুনেতে উদ্ভিদের পরিমাণ কম

7] আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
   (a) প্রথম
   (b) চতুর্থ
   (c) ষষ্ঠ
   (d) সপ্তম ✔

8]  পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি?
   (a) নন্দাদেবী
   (b) গডউইন অস্টিন (K2) ✔
   (c) মাউন্ট এভারেস্ট
   (d) কাঞ্চনজঙ্ঘা

জেনে রাখো: গডউইন অস্টিন এর উচ্চতা ৮,৬১১ মিটার।

9]  ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল ―
   (a) তাপ্তী
   (b) লুনি ✔
   (c) নর্মদা
   (d) মহানদী

10] ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির?
  (a) উষ্ণ ও শুষ্ক
  (b) ক্রান্তীয় মৌসুমি ✔
  (c) শীতল ও শুষ্ক
  (d) উপরের সব কটি

জেনে রাখো: মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত হওয়ায় ভারতকে ‘আন্তঃমৌসুমি বায়ুর দেশ’ বলা হয়।

11] ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
   (a) কলকাতায়
   (b) দেরাদুনে ✔
   (c) ভোপালে
   (d) লখনউ-এ

৬. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
   (a) জয়সলমীরে
   (b) দেরাদুনে ✔
   (c) নাগপুরে
   (d) পরেশনাথে

জেনে রাখো: উত্তরাঞ্চলের দেরাদুনে (প্রধান)। এছাড়াও রাজস্থানের যোধপুরে, মধ্যপ্রদেশের জব্বলপুরে, তামিলনাড়ু কোয়েম্বাটুরে, কর্নাটকের ব্যাঙ্গালুরুতে অরণ্য গবেষণাকেন্দ্রগুলি গড়ে উঠেছে।

৭. ধান উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
   (a) উত্তর প্রদেশ
   (b) পাঞ্জাব
   (c) পশ্চিমবঙ্গ ✔
   (d) কর্ণাটক

জেনে রাখো: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষ হয় বলে একে ‘ধান্য ভান্ডার’ বলা হয়। ধান উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান ভারতে দ্বিতীয়। ধান উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।

৮. ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
   (a) ট্রম্বে
   (b) জামনগর ✔
   (c) হলদিয়া
   (d) ভাদোদরা

জেনে রাখো: ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল ট্রম্বে।

৯. ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে?
   (a) 1865 সালে
   (b) 1867 সালে
   (c) 1881 সালে ✔
   (d) 1951 সালে

১০. কোন্ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে?
   (a) উত্তরপ্রদেশ
   (b) মধ্যপ্রদেশ
   (c) অন্ধ্রপ্রদেশ ✔
   (d) ঝাড়খন্ড

১১. ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
   (a) মাউন্ট আবু
   (b) মহেন্দ্রগিরি
   (c) অমরকন্টক
   (d) ধূপগড় ✔

জেনে রাখো: সাতপুরা পর্বত একটি স্তুপ পর্বত।

১২. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
  / “দক্ষিণ ভারতের গঙ্গা” কাকে বলা হয়?
   (a) কৃষ্ণা
   (b) কাবেরী
   (c) মহানদী
   (d) গোদাবরী ✔

জেনে রাখো: গোদাবরী নদীর দৈর্ঘ্য 1,465 কিলোমিটার।

১৩. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
   (a) লু ✔
   (b) আঁধি
   (c) কালবৈশাখী
   (d) বরদৈছিলা

জেনে রাখো: গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয়, তাকে আঁধি বলে।

১৪. পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলে?
   (a) খাদার
   (b) তরাই
   (c) ধায়া
   (d) বেট ✔

জেনে রাখো: পাঞ্জাবের প্রাচীন পলিমাটি অঞ্চলকে ধায়া বলে।

১৫. ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 – 200 সেমি, সেই অঞ্চলে কোন্ উদ্ভিদ লক্ষ্য করা যায়?
   (a) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
   (b) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ✔
   (c) পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য
   (d) সরলবর্গীয় উদ্ভিদ

১৬. পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ কাকে বলা হয়?
   (a) উত্তর 24 পরগনা
   (b) দক্ষিণ 24 পরগনা
   (c) বর্ধমান ✔
   (d) মালদহ

১৭. ভারতের টেক সিটি (Tech City) নামে কোন্ শহর পরিচিত?
   (a) বেঙ্গালুরু
   (b) পুনে ✔
   (c) দিল্লি
   (d) মুম্বাই

২৪. মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে ২৪. মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে কি বলে?
   (a) চারনোজেম
   (b) সিরোজেম ✔
   (c) ল্যাটেরাইট
   (d) পডসল

২৫. একটি সরলবর্গীয় উদ্ভিদ হল —
   (a) দেবদারু ✔
   (b) সেগুন
   (c) মহুয়া
   (d) গরান

জেনে রাখো: সরলবর্গীয় উদ্ভিদগুলি হল — পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো প্রভৃতি।

২৬. ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়?
   (a) খারিফ শস্য
   (b) রবি শস্য
   (c) জায়িদ শস্য ✔
   (d) তন্তুজাতীয় শস্য

জেনে রাখো: এই সময় তরমুজ, শশা, শাকসবজি, ফলমূল, আউশ ধান, বাদাম প্রভৃতি চাষ করা হয়।

২৭. ইলেকট্রনিক্স শহর বলা হয় —
   (a) কলকাতাকে
   (b) মুম্বাইকে
   (c) বেঙ্গালুরুকে ✔
   (d) চেন্নাইকে

২৮. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
   (a) 51 টি
   (b) 53 টি ✔
   (c) 55 টি
   (d) 72 টি

২৯. ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রোরেল কোন্ শহরে রয়েছে?
   (a) কলকাতা
   (b) মুম্বাই
   (c) দিল্লি ✔
   (d) চেন্নাই

৩০. ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন্ লাইন?
   (a) ম্যাকমোহন লাইন
   (b) ডুরান্ড লাইন
   (c) র‍্যাডক্লিফ লাইন ✔
   (d) কোনোটিই নয়

৩১. ‘মালনাদ’ কথাটির অর্থ কি?
   (a) মৃতের দেশ
   (b) মরুভূমির দেশ
   (c) পাহাড়ি দেশ ✔
   (d) ধুলোর দেশ

৩২. সরদার সরোবর প্রকল্প কোন্ নদীর উপর অবস্থিত?
   (a) হুগলী
   (b) নর্মদা ✔
   (c) গোদাবরী
   (d) কাবেরী

৩৩. ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোনটি?
   (a) চেরাপুঞ্জি
   (b) মৌসিনরাম ✔
   (c) মহাবালেশ্বর
   (d) উধাগা মান্ডালাম

৩৪. ভারতের কোন্ অঞ্চলে ঝুম চাষ বেশি হয়?
   (a) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
   (b) মরুভূমি অঞ্চলে
   (c) লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চলে
   (d) উত্তর-পূর্ব পার্বত্যাঞ্চলে ✔

জেনে রাখো: ঝুম চাষ ‘স্থানান্তর কৃষি’ নামেও পরিচিত। ওড়িশায় একে ‘পডু’ এবং কেরালায় ‘পোনম’ বলে।

৩৫. একটি চিরসবুজ উদ্ভিদ হল —
   (a) শাল
   (b) মেহগনি ✔
   (c) পলাশ
   (d) পাইন

৩৬. রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন্ চাষে?
   (a) গম চাষে
   (b) কার্পাস চাষে
   (c) ইক্ষু চাষে ✔
   (d) কৃষিভিত্তিক শিল্পে

৩৭. ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি কোনটি?
   (a) উইপ্রো
   (b) কগনিজেন্ট
   (c) ইনফোসিস
   (d) টি সি এস ✔

৩৮. ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
   (a) দিল্লি
   (b) পুদুচেরি
   (c) দাদরা ও নগর হাভেলি
   (d) লাক্ষাদ্বীপ ✔

জেনে রাখো: 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা 64,429 জন।

৩৯. দিল্লির বিমানবন্দরের নাম কি?
   (a) ডক্টর আম্বেদকর বিমানবন্দর
   (b) নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর
   (c) রাজীব গান্ধি বিমানবন্দর
   (d) ইন্দিরাগান্ধি বিমানবন্দর ✔

৪০. ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত?
   (a) 0°
   (b) 90°
   (c) 82°30′ E ✔
   (d) 82°30′ W

৪১. ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল —
   (a) দিউ
   (b) দমন
   (c) ব্যারেন
   (d) লাক্ষা ✔

৪২. ব্রহ্মপুত্র নদ ভারতে যে নামে প্রবেশ করেছে তা হল ―
   (a) সাংপো
   (b) লোহিত
   (c) দিবং
   (d) দিহং ✔

৪৩. বছরের কোন্ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
   (a) জানুয়ারি থেকে ফেব্রুয়ারি
   (b) মার্চ থেকে জুনের মাঝামাঝি
   (c) জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর ✔
   (d) অক্টোবর থেকে ডিসেম্বর

৪৪. ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হল —
   (a) চিনাবাদাম ✔
   (b) মিলেট
   (c) জাফরান
   (d) আলমন্ড

৪৫. বিশ্ব অরণ্য দিবস কবে?
   (a) 21 মার্চ ✔
   (b) 22 এপ্রিল
   (c) 5 জুন
   (d) 28 জুলাই

জেনে রাখো: 22 এপ্রিল — বসুন্ধরা দিবস। 5 জুন — বিশ্ব পরিবেশ দিবস। 28 জুলাই — বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।

৪৬. কল্যাণসোনা ভারতের কোন্ উন্নত উচ্চফলনশীল বীজের প্রজাতি?
   (a) ধান
   (b) গম ✔
   (c) পাট
   (d) কার্পাস

৪৭. ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
   (a) জামশেদপুর
   (b) পুনে
   (c) গুরগাঁও ✔
   (d) দুর্গাপুর

৪৮. ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
   (a) মুম্বাই ✔
   (b) চেন্নাই
   (c) আগ্রা
   (d) কলকাতা

৪৯. ভারতের NH-1 সড়ক পথটি বিস্তৃত —
   (a) কলকাতা থেকে দিল্লি
   (b) দিল্লি থেকে অমৃতসর ✔
   (c) কলকাতা থেকে মুম্বাই
   (d) মুম্বাই থেকে চেন্নাই

৫০. ‘সোনালি চতুর্ভুজ’ দ্বারা যুক্ত —
   (a) মুম্বাই-দিল্লি-চেন্নাই-কলকাতা ✔
   (b) শ্রীনগর-দিল্লি-মুম্বাই-চেন্নাই
   (c) মুম্বাই-বেঙ্গালুরু-চেন্নাই-কলকাতা
   (d) গুয়াহাটি-কলকাতা-বেঙ্গালুরু-দিল্লি

জেনে রাখো: ‘সোনালি চতুর্ভুজ’ প্রকল্পটি সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত। ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেনবিশিষ্ট সড়কপথ ‘সোনালি চতুর্ভুজ’ নামে পরিচিত |

Rlearn Education