কম্পিউটার সম্পর্কিত কিছু তথ্য | GK

Some information about computers | GK


1. কম্পিউটার শব্দের অর্থ কি ? —
> গননাকারী যন্ত্র

2. DBMS হল —
> Database Management System

3. কম্পিউটার প্রোগ্রামিং-এ কোন ত্রুটিকে বলা হয় —
> Bug

4. কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে বলে —
> Auto Correct

5. ডিফল্টরুপে, কম্পিউটারে কোন ডকুমেন্ট কিরুপে প্রিন্ট হয় ? —
> Potrait

6. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ? —
> বেঙ্গালুরু

7. IC কথাটির পুরো অর্থ —
> Integrated Circuit

8. প্রথম প্রজন্মে কী ব্যাবহার করা হত ? —
> ভ্যাকুয়াম টিউব

9. দ্বিতীয় প্রজন্মে কী ব্যাবহার করা হত ? —
> ট্রানজিস্টার

10. কোন প্রজন্মে IC প্রথম ব্যাবহার করা হয় ? —
> তৃতীয়

11. চতুর্থ প্রজন্মে কী ব্যাবহার করা হত ? —
> Large Scale Integrated Circuit (LSIC), Very Large Scale Integrated Circuit (VLSIC)

12. WWW এর পুরো নাম —
> World Wide Web

13. URL এর পুরো কথাটি হল —
> Uniform Resource Locator

14. CPU কথাটির সম্পূর্ণ রুপ হল —
> Central Processing Unit

15. CPU এর তিনটি অংশ হল —
> Arithmetic Logic Unit (ALU), Control Unit (CU), Memory Unit

16. CD এর পুরো কথাটি হল —
> Compact Disc

17. DOS হল একটি —
> অপারেটিং সিস্টেম

18. DOS এর পুরো কথাটি হল —
> Disc Operating System

19. HTML কথাটির সম্পূর্ণ নাম —
> Hypertext Markup Language

20. HTTP এর পুরো কথাটি হল —
> Hyper Text Transfer Protocol

21. VDU এর পুরো কথাটি হল —
> Visual Display Unit

22. কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী ? —
> মোডেম

23. কম্পিউটারে ব্যাবহৃত উইন্ডোস হল —
> সফটওয়্যার / অপারেটিং সিস্টেম

24. ভাইরাস একধরনের সফটওয়্যার যা মুলত নষ্ট করে —
> তথ্য

25. কম্পিউটারের জনক হলেন —
> চার্লস ব্যাবেজ

26. ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে বলে —
> Downloading

27. ‘আই প্যাড’ কোন কোম্পানির তৈরি —
> APPLE

28. MS Word একটি —
> অ্যাপ্লিকেশন সফটওয়্যার

29. ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যাবহৃত ল্যাঙ্গুয়েজ হল —
> HTML

30. যে সংখ্যা গুলি বাইনারি পদ্ধতির পরিচয়বাহক —
> 0 ও 1

31. কে ফেসবুক প্রতিষ্টা করেন ? —
> মার্ক জুকারবার্গ

32. 1GB = কত ? —
> 1024 MB

33. 1 MB = কত ? —
> 1024 KB

34. ফ্লপি ডিস্ক একটি —
> স্টোরেজ ডিভাইস

35. ইন্টারনেটের ব্যাবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি ? —
> এশিয়া

36. http://www.discovery.com হল একটি —
> ওয়েবসাইট

37. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ? —
> আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম

38. অপারেটিং সিস্টেম হল —
> কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার

39. কমপাইলার প্রকৃতপক্ষে কী ? —
> প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা, প্রোগ্রামকে মেসিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম

40. ‘কার্নেল’ কী ? —
> অপারেটিং সিস্টেমের অংশ

41. ‘LINUX’ হল —
> একটি অপারেটিং সিস্টেম

42. ডেটাকে প্রসেস করে পাওয়া যায় —
> ইনফরমেশন

43. ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যাবহার শুরু হয় ? —
> কলকাতা

44. ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় —
> দ্য হিন্দু

45. প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ? —
> FORTRAN

46. প্রথম ভারতে তৈরি সুপার কম্পিউটার কোনটি ? —
> Flosolver

47. প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ? —
> ENIAC

48. Network এর উদাহরন দাও —
> LAN, MAN, WAN

49. LAN কথাটির সম্পূর্ণ নাম —
> Local Area Network

50. MAN কথাটির সম্পূর্ণ নাম —
> Metropolitan Area Network

51. WAN কথাটির সম্পূর্ণ নাম —
> Wide Area Network

52. কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র ? —
> Input Device

53. MICR-এর পূর্ণরূপ কি? —
> Magnetic Ink Character Reader

54. OMR কথাটির পুরো অর্থ —
> Optical Mark Reader / Recognition

55. কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম ? —
> Android

56. কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায় ? —
> Network

57. কোন মেমোরীটি Non-volatile ? —
> ROM

58. কোন মেমোরীটি volatile ? —
> RAM

59. RAM কথাটির পুরো অর্থ —
> Random Access Memory

60. ROM কথাটির পুরো অর্থ —
> Read Only Memory

61. Plotter কোন ধরনের ডিভাইস ? —
> আউটপুট

62. ইন্টারনেট চালুর বছর —
> 1969

63. ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে ? —
> চার্লস ব্যাবেজ

64. ALU এর পূর্ণরূপ —
> Arithmetic Logic Unit

65. LCD এর পুরোকথাটি লিখ ? —
> Liquid Crystal Display

66. LED এর পুরোকথাটি লিখ ? —
> Light emitting diode

67. ই-মেইল এর পুরোকথাটি লিখ ? —
> ইলেকট্রনিক মেইল

68. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ? —
> হার্ডওয়্যার

69. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় ? —
> মাদারবোর্ড

70. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে —
> হার্ডওয়্যার ও সফটওয়্যার

71. F1 থেকে F12 কী গুলোকে এক সাথে বলা হয় —
> ফাংশন কী

72. কয়েকটি ইনপুট ডিভাইসের নাম —
> কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি

73. কয়েকটি আউটপুট ডিভাইসের নাম —
> প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি

74. BIOS কী ? —
> একটি ফার্মায়্যার

75. BIOS কথাটির পুরো অর্থ —
> Basic Input-Output System

76. IP কথাটির পুরো অর্থ কী ? —
> Internet Protocol

77. UPS কথাটির পুরো অর্থ কী ? —
> Uniterruptible Power Supply

78. USB কথাটির পুরো অর্থ কী ? —
> Universal Serial Bus |

Gk for SSC| West Bengal Police Gk|PSC Gk | Food Gk | Railway Exam Gk | West Bengal Police Exam Gk| General knowledge Practice| Kp gk|West Bengal PSC SSC exam Gk

Rlearn Education