ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ | Rlearn

PSC EXAM| SSC EXAM|RAILWAY EXAM | POLICE EXAM|ARMY EXAM |KP EXAM|FOOD EXAM GK

গুরুত্বপূর্ণ যুদ্ধ : মাধ্যমিক ইতিহাস


1. কলিঙ্গ যুদ্ধ [261 খ্রি. পূ.] ➟ সম্রাট আশোক (জয়ী) ও কলিঙ্গের রাজা |

2. তরাইনের প্রথম যুদ্ধ [1191] ➟ মহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান (জয়ী) |

3. তরাইনের দ্বিতীয় যুদ্ধ [1192] ➟ মহম্মদ ঘোরি (জয়ী) ও পৃথ্বীরাজ চৌহান |

4. পানিপথের প্রথম যুদ্ধ [1526] ➟ বাবর (জয়ী) ও ইব্রাহিম লোদি |

5. খানুয়ার যুদ্ধ [1527] ➟ বাবর (জয়ী) ও মেবারের রানা সঙ্গ |

6. ঘর্ঘরার যুদ্ধ [1529]➟ বাবর (জয়ী) ও সুলতান মামুদের আফগান বাহিনী|

7. চৌসার যুদ্ধ [1539] ➟ শেরশাহ (জয়ী) ও হুমায়ুন |

8. কনৌজ যুদ্ধ [1540] ➟ শেরশাহ (জয়ী) ও হুমায়ুন |

9. পানিপথের দ্বিতীয় যুদ্ধ [1556] ➟ আকবরের অভিভাবক বৈরাম খাঁ (জয়ী) ও হিমু |

10.হলদিঘাটের যুদ্ধ [1576] ➟ আকবর (জয়ী) ও রানাপ্রতাপ |

11. প্রথম কর্ণাটকের যুদ্ধ [1746-48] ➟ ফরাসি (জয়ী) ও ইংরেজ |

12. দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ [1749-54] ➟ ফরাসি (জয়ী) ও ইংরেজ |

13. তৃতীয় কর্ণাটকের যুদ্ধ [1756-63] ➟ ফরাসি ও ইংরেজ (জয়ী) |

14. পলাশির যুদ্ধ [1757] ➟ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ (জয়ী) ও সিরাজউদ্দৌলা |

15. পানিপথের তৃতীয় যুদ্ধ [1761] ➟ আফগান প্রধান আহম্মদ শাহ (জয়ী) ও মারাঠা |

16. বক্সারের যুদ্ধ [1764] ➟ ইংরেজ সেনাপতি (জয়ী) ও অযোধ্যার নবাব সুজা-উদ-দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মিরকাশিম |

17. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1767-69] ➟ হায়দার আলি (জয়ী) ও ইংরেজ |

18. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1780-84] ➟ হায়দার আলি এবং তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ (জয়ী) |

19. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1789-92] ➟ ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান |

20. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1798-99] ➟ ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান |

21. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1775-82] ➟ ব্রিটিশ ও মারাঠা (জয়ী) |

22. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1803-05] ➟ ব্রিটিশ (জয়ী) ও মারাঠা |

23. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1817-18] ➟ ব্রিটিশ (জয়ী) ও মারাঠা |

24. প্রথম ইঙ্গ- শিখ যুদ্ধ [1845-46] ➟ ব্রিটিশ (জয়ী) ও শিখ |

25. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ [1848-49] ➟ ব্রিটিশ (জয়ী) ও শিখ |

26. ইঙ্গ-নেপাল যুদ্ধ [1814-16] ➟ ব্রিটিশ (জয়ী) ও নেপালি গোর্খা |

Comments 1

  • I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike.

Rlearn Education