বৃহত্তম এবং ক্ষুদ্রতম GK

Largest and Smallest GK | Rlearn


1. বৃহত্তম কোশ ➠ উটপাখির ডিম

2. ক্ষুদ্রতম কোশ ➠ মাইকোপ্লাজমা লেডলাই ও মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম

3. বৃহত্তম প্রানীকোশ ➠ উটপাখির ডিম

4. বৃহত্তম উদ্ভিদকোশ ➠ অ্যাসিটাবুলারিয়া

5. ক্ষুদ্রতম উদ্ভিদকোশ ➠ অস্ট্রিওকক্কাস নামক এককোশী শৈবাল

6. মানবদেহের বৃহত্তম কোশ ➠ ওভাম

7. মানবদেহের ক্ষুদ্রতম কোশ ➠ মস্তিষ্কের সেরিবেলামের গ্রানিউল কোশ

8. বৃহত্তম ব্যাকটেরিয়া ➠ ব্যাসিলাস বুটসচিল্লি

9. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ➠ ডায়ালিস্টার নিউমোসিন্টেস

10. বৃহত্তম ভাইরাস ➠ মেগাভাইরাস চিলেনসিস

11. ক্ষুদ্রতম ভাইরাস ➠ পরসিন সার্কোভাইরাস টাইপ ১

12. দীর্ঘতম উদ্ভিদ কোশ ➠ র‍্যামি নামক উদ্ভিদের বাকলের এক একটি তন্তু

13. দীর্ঘতম উদ্ভিদ ➠ ইউক্যালিপটাস রেগন্যান্স

14. কোশের মস্তিষ্ক ➠ নিউক্লিয়াস

15. কোশের প্রোটিন ফ্যাক্টরি ➠ রাইবোজোম

16. কোশের শক্তিঘর ➠ মাইটোকনড্রিয়া

17. শ্বাসমূল বা নিউম্যাটোফোর দেখা যায় ➠ সুন্দরী, গরান, গেঁও জাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদ

18. ঠেসমূল দেখা যায় ➠ কেয়া গাছে

19. অধিমূল দেখা যায় ➠ শিমুল, জংলিবাদাম, দেশি বাদাম প্রভৃতিতে

20. প্রাথমিক জলজ প্রাণী ➠ মাছ

21. গৌন জলজ প্রাণী ➠ সাপ, ব্যাঙ

22. ব্লাবার থাকে ➠ তিমির

23. ইকোলোকেশন তন্ত্র দেখা যায় ➠ বাদুড়ে

24. প্যাটাজিয়াম দেখা যায় ➠ বাদুড়ে

25. প্রাথমিক খেচর প্রাণী ➠ পায়রা, চিল, কাক প্রভৃতি

26. গৌন খেচর প্রাণী ➠ উড়ুক্কু মাছ, উড়ুক্কু কাঠবিড়ালি প্রভৃতি

27. স্থলজ বাস্তুতন্ত্রে উৎপাদক ➠ সবুজ উদ্ভিদ

28. স্থলজ বাস্তুতন্ত্রে প্রথম শ্রেণির খাদক ➠ তৃনভোজী প্রাণী

29. স্থলজ বাস্তুতন্ত্রে গৌন শ্রেণির খাদক ➠ কুকুর, বিড়াল প্রভৃতি প্রাণী

30. স্থলজ বাস্তুতন্ত্রে প্রগৌন শ্রেণির খাদক ➠ বাঘ, সিংহ, কুমির, বাজপাখি প্রভৃতি প্রাণী

31. কয়েকটি বিলুপ্ত প্রাণী ➠ ডোডো, গোলাপি মাথার হাস, পাহাড়ি বটের প্রভৃতি

32. কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী ➠ গোসাপ, বাঘ, উল্লুক, কস্তুরী মৃগ, সোনালি হনুমান প্রভৃতি

33. মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ➠ অ্যাপেনডিক্স, কক্সিস

34. পুঞ্জাক্ষি দেখা যায় ➠ সন্ধিপদ প্রাণীদের (মাকড়সা ছাড়া)

Rlearn Education