Madhyamik Math Suggestion -2025

মাধ্যমিক গণিত সাজেশান 2025 | দশম শ্রেণীর অঙ্ক সাজেশান 2025 | Class Ten Mathematics Suggestion 2025 | madhyamik 2025 suggestion

মাধ্যমিক 2025 অঙ্ক সাজেশান

উপপাদ্য 5 Marks মাধ্যামিক অঙ্ক সাজেশন :

Page-285-49: পিথাগোরাসের উপপাদ্য:- যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ৷

Page-286-50: পিথাগোরাসের বিপরীত উপপাদ্য: – যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোন হবে।

Page-123-34: কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোনের দ্বিগুণ।

আরও করে নিবে = উপপাদ্য 33, 37 উপপাদ্য 40, 42

সম্পাদ্য: Madhyamik Ganit Suggestion 2025

প্রশ্ন : 2.5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো । বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি. দূরে কোনো বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ।

এরকম প্রশ্ন আসবে অবশ্যই শুধু 7 সেমি এবং 2.5 সেমি এর জায়গায় অন্য কিছু দিতে পারে |

প্রশ্ন : ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC= 7 সেমি. , AB =5 সেমি. এবং AC = 6 সেমি. । ABC ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো । (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে )

প্রশ্ন: জ্যামিতিক উপায়ে √15, √21, √35, √23, √29, √24–– এর মান নির্ণয় করো।

পাটিগণিত: Madhyamik Math Suggestion 2025


কষেদেখি – 2 = 7, 13, 14, 15, 16, 18, 19, 20.
উদাহরণ – 25, 27, 28, 29, 30, 31, 32, 33.

কষেদেখি – 6.1 = 5, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 21, 22, 24, 25

উদাহরণ – 8, 9, 15, 18, 19, 20, 22, 23.

কষেদেখি – 6.2 = 4, 5, 7, 8, 9, 10, 12,15

কষেদেখি – 14 = 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15.

পরিমিতি: MP Mathematics Suggestion 2025

কষেদেখি – 4 = 10, 11, 12, 13, 15, 16, 17,18, 19.
উদাহরণ – 9, 16, 19.

কষেদেখি – 8 = 5, 7, 9, 10, 11, 12, 13, 14, 15.
উদাহরণ – 3, 5, 8, 10, 12, 14, 17.

কষেদেখি – 16 = 4, 5, 6, 7, 8, 10, 11, 12.
উদাহরণ – 8, 12, 15.

কষেদেখি – 19 = 2,3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15,
উদাহরণ – 9, 10, 11.

ত্রিকোণমিতি: Madhyamik Gonit Suggestion 2025

কষেদেখি – 20 = 4,5,6,7,8,13

উদাহরণ – 8, 9, 14, 15, 17.

কষে দেখি- 23.2 = 5 (iv) , 5 (vii)

7 ( i, ii, iii) , 8

কষে দেখি-23.3 = 3 ( ix, X , xii , xiii) , 6 (V), 7,8

উদাহরণ – 32, 33, 40, 41.

কষে দেখি-24 = 4,5,6,7,8,9

কষে দেখি -25= 8,9,10,13,14,15,16,17,18,19

উদাহরণ – 8, 9, 10, 11, 12, 13.

বীজগণিত: Madhyamik Suggestion 2025

কষে দেখি : 1.2 = 4 ( x,xii,xiii,xv,xvi,xvii,xviii,xix)

কষে দেখি : 1.3 = 5 ,6

উদাহরণ – 17,18

কষে দেখি : 1.4 = 3 ( iv, v,vii)

কষে দেখি : 1.5 = 4,5,6,9,10,11

কষে দেখি : 5.3 = 5 (i ,ii), 6( v, vi) , 8 (i) , 9 i ,ii), 10 (i, ii)

উদাহরণ – 54, 55, 56, 57, 60, 61, 62, 63, 64, 65.

কষে দেখি : 9.3 = 2( b,c,d ) , 6( i ,iii) , 7 (b) , 8

উদাহরণ – 33,37

কষে দেখি : 13 = 6 , 7 ,11

উদাহরণ – 2, 3, 18, 19, 20, 21, 22, 23, 25, 26.

রাশিবিজ্ঞান: MP Math Suggestion 2025
গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমানের মাধ্যামিক অঙ্ক সাজেশন:

কষে দেখি 26.1= 3,4,5,10,11,12

উদাহরণ = 6, 8, 13.

কষে দেখি 26.2 = 8,9,10,11,12,13,15

উদাহরণ =17, 18, 19, 23, 24.

কষে দেখি 26.3 = 3

কষে দেখি 26.4= 5,6,,8

উদাহরণ = 33, 35.

West Bengal Madhyamik Mathematics Suggestion 2025          |Class ten Mathematics Suggestion| Ganit Suggestion for Madhyamik| Dosom srenir Gonit Suggestion| WBBSE Mathematics Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Math Exam | Madhyamik Math 2025 Suggestion |Madhyamik Math Suggestion 2025| Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education |Porsod Test Paper Aonko Suggestion|ABTA TEST Paper Math Suggestion|Rafi Ahmed Jewel Sir mathematics Suggestion| Jewel Sir Mathematics Suggestion|2025 Madhyamik math suggestion by Rafi Ahmed Jewel Sir.

Comments 2

Rlearn Education